![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।
আমার ৭ বছর ১১ মাসের ব্লগিং ক্যারিয়ারে ১০,০৭৩টি কমেন্ট করেছি। প্রতি পোস্টে গড়ে যদি ২টা করে কমেন্ট করে থাকি, তাহলে, আমি কম করেও ৫০০০টি পোস্ট পড়েছি। এর অর্থ, বছরে প্রায় ৭০০ পোস্ট, আর দিনে ২টি করে পোস্ট আমার রিডিং লিস্টে ছিলো।
ব্লগারদের হতে হবে জাতির অগ্রনায়ক। অতীতে বাংলাদেশের বড় বড় আন্দোলনে কিংবা রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ব্লগাররা নেতৃত্ব দিয়েছেন। এটা সম্ভব হয়েছে, পুরনো ব্লগারদের উচ্চমানের চিন্তা-ভাবনার কারণে। কিন্তু, ইদানীং দেখা যাচ্ছে, কিছু ব্লগার অতি নিম্ন মানের পোস্ট/কমেন্ট করেন।
যেমন, একজন ব্লগার কমেন্ট করেছেন, ইসলাম পালন করলে ১৪০০ বছর আগে ফিরে যেতে হবে। অথচ, এই ব্লকগার জানেনই না '১৪০০ বছর আগে' এবং '১৪০০ বছর ধরে' - শব্দগুচ্ছের মাঝে কি সম্পর্ক! এটা খুবই লজ্জার ব্যাপার।
তর্কের খাতিরে যদি ধরেও নেই যে, ইসলাম ১৪০০ বছর আগে এসেছিলো, এবং যারা এই ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা একটি সভ্যতার গোড়াপত্তন করেছিলেন এবং সেই ধর্মের রীতিনীতি মেনে চলতেন। কিন্তু, সেই আইন-কানুন, রীতি-নীতি তো এখনো মুসলমানরা মেনে চলেন। অর্থাৎ, সেই সভ্যতা এখনো টিকে আছে।
ইসলাম ছাড়া আর পুরনো সভ্যতাই ধ্বংস হয়ে গিয়েছে। মিশরীয় সভ্যতা বলুন কি, পারসীয় সভ্যতা অথবা মায়া কিংবা মেসোপটেমিয়া সভ্যতা, কোনটাই টিকে নেই। সেগুলোর কোন নাম-নিশানা আজকালকার মানুষদের মাঝে পাবেন না।
একমাত্র ইসলামী সভ্যতাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার বছর ধরে!
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উহার এই সদিচ্ছা সম্পর্কে কোন সন্দেহ আছে?
২| ০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় কথা
এবং বাস্তবচিত্র যাহা ইতিহাস স্বাক্ষী
বিশ্বাস হলো ধর্ম
মানে হলো ইসলাম
এভাবেই এগে যাক বিশ্ব-----------
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলাম তার নিজের গতিতে চলবে।
এখানে কারো হেল্প লাগবে না, লিটন ভাই।
ভালো থাকুন নিরন্তর।
৩| ০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:২৬
নতুন নকিব বলেছেন:
চমৎকার বিশ্লেষণ! ব্লগারদের অবশ্যই জ্ঞানের উৎকর্ষ ও দায়িত্বশীলতা বজায় রাখা উচিত। ইসলামকে পশ্চাৎগামী বলার আগে ইতিহাস ও সভ্যতা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেকেরই জ্ঞান নেই। ধারণা থেকে এরা কথা বলেন।
ধন্যবাদ।
৪| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:১৪
নতুন বলেছেন: যেমন, একজন ব্লগার কমেন্ট করেছেন, ইসলাম পালন করলে ১৪০০ বছর আগে ফিরে যেতে হবে। অথচ, এই ব্লকগার জানেনই না '১৪০০ বছর আগে' এবং '১৪০০ বছর ধরে' - শব্দগুচ্ছের মাঝে কি সম্পর্ক! এটা খুবই লজ্জার ব্যাপার।
আপনার মতন মর্ডান ধর্মিকদের জন্য ১৪০০ বছরের প্রসংঙ্গ তুলে আনেনা। রাস্তায় মামুনল হকের মতন যারা নারীদের পেছনে লেগে থাকে তাদের জন্যই এই কথা গুলি আসে।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগে মামুনুল হকদের কেউ নেই।
ধন্যবাদ।
৫| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:৫২
ঊণকৌটী বলেছেন: ফালতু পোস্ট সভ্যতার আদি ইতিহাস সম্পর্কে আপনার কোন ধারণাই নেই,অথচ বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক, সাধারণ মানুষের মধ্যে যে জ্ঞান আছে তার ধারেকাছেই তো নাই, বিলিয়ন ডলার এর গল্প কি চাপাবাজী কারণ ওই মর্যাদার মানুষকে অনেক কে চিনি, বিপরীত মানুষের মধ্যে আপনি বিরলতম প্রজাতি |
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি দেখি আমার সম্পর্কে অনেক কিছু জানেন! গুড!
৬| ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:২৪
লুধুয়া বলেছেন: হা ভাই। আপনাদের গুরু দেবরা গতকাল নারীদের dummy ঝুলাইছে । আপনাদের চিন্তাবাভনা ১৪০০ সালে পরে আছে।নারীদের সেক্স মেশিন ছাড়া কিছু মনে করেন।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১০:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওটা নারীদের ডামি না, ওটা এক ফ্যাসিস্টের ডামি বলে শুনেছি।
৭| ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৩১
লুধুয়া বলেছেন: আপনার মতো পল্টিবাজ থাকলে দেশ এমনি তেই রসাতলে যাবে।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১০:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দূর্নিতিবাজদের দল করার চেয়ে মরে যাওয়া ভালো।
৮| ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: চিন্তা হতে হবে প্রগতিশীল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ১:০২
কু-ক-রা বলেছেন: উহা (সত্যপথিক শাইয়্যান) চিন্তাশীল হইতে চায়।