নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'অপ্রেমের মৃত্যু\' - ব্লগার আলমগীর সরকার লিটনের এক দারুণ সৃষ্টি

০৬ ই মে, ২০২৫ রাত ৮:৫৮



চর্ম চোখ আমাদের অনেক কিছু দেখায়। আমরা তা বুঝার চেষ্টা করি। কোন কোনটাকে সত্যি বলে মেনে নেই। কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমরা যাকে সত্য বলে মেনে নেই, তা-ই আসল সত্য কি না? খুব কম মানুষই নিজেকে সেই প্রশ্ন করার সাহস রাখেন। তাই তো ব্লগার ও কবি আলমগীর সরকার লিটন প্রশ্ন রেখেছেন -

তুই শুধু মৃত্যু দেখলি কেমন চোখ
আর কিছু দেখলি না,
জীবন দেখলি- জীবনের স্বাদ পেলি না,

কি অসাধারণ কথাগুলো! চোখ আমদেরকে জীবন দেখায়, কিন্তু, আমরা সেই জীবনের স্বাদ নিতে ব্যর্থ হই! আঁচ্ছা, জীবনের স্বাদ কিভাবে নিতে হয়? খোলা আকাশের নিচে, মায়াবী রাতে এমন প্রশ্ন করতেই হয়। কবি লিটন ভাই তাই হয়তো আবারো প্রশ্ন রেখেছেন -

এই মৃত্যূ দিয়ে কি হবে তোর?
তুই জান্নাত ভাবছিস বসে বসে
কে দেখবে তোর জান্নাত;
যাহা দেখা যায় না, তার কোন অর্থ নেই

আমরা কাজের কাজ না করে, বসে বসে জান্নাত পাবার আশা রাখি। কিন্তু, সেই জান্নাতের অস্তিত্ব কোথায়, যখন যত অকর্ম করে আমরা ভেসে বেড়াই! এইসব অকাজের বিনিময়ে পাওয়া জান্নাতের কোন অর্থ নেই যে, অস্তিত্ব থাকা তো ডুরে থাক!

এই কেমন অর্থের আড়ালে মৃত্যু-
পেট ভরে তিনবেলা খাওয়া, আর কিছু
খেতে পেলাম না অপ্রেমের দেখলি মৃত্যু;

খাওয়া দাওয়া, আমোদ - ফুর্তি করে জীবন কাটিয়ে দেওয়া, এ কেমন জীবন! এই প্রশ্ন যখনই আমাদেরকে পরিবর্তন করে দেয়, প্রেমের সেখানেই জয় হয়!

==============

আমি কবিতাটি নিয়ে একটি গান বানিয়ে অনলাইন মিউজিক স্টোর সাউন্ডক্লাউডে আপলোড করেছি । আশা করি, ভালো লাগবে - Opremer Mrittu 2

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৫ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ করেছেন।

০৭ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার কিছু কবিতা মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.