নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমরা শান্তিপ্রিয় মানুষেরা একজোট হতে চাই

০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১



ভারত - পাকিস্তান যুদ্ধ বন্ধে কি করতে পারি আমরা? একজন নীতিবান, যুদ্ধবিরোধী ও মানবতাবাদী মানুষ হিসেবে একক এবং সঙ্ঘবদ্ধ ভাবে আমরা অনেক কিছু করতে পারি। চলুন নিচে দেখা যাক আমাদের কি করনীয় –

ক) সত্য প্রচার করে মিথ্যা প্রতিহত করতে হবেঃ
এই খারাপ সময়ে গুজবে একদম কান দেওয়া চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিগুলো সম্প্রসারিত করার আগে আমাদেরকে অবশ্যই তা যাচাই-বাছাই করে নিতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে অন্যায় যুদ্ধের বিপক্ষে জনসচেতনতা তৈরী করুন।

খ) শান্তির পক্ষে জনমত গড়ে তুলুনঃ
ছাত্রশিক্ষক, পেশাজীবি এবং ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ ধাঁচের সচেতনামূলক প্রচারণা সালাতে হবে। সেই সাথে, স্যোশাল মিডিয়াতে হ্যাশট্যাগ মুভমেন্ট চালানো যেতে পারে। এক্ষেত্রে- #SayNoToWarSouthAsia, #PeaceNotProvocation, #মানবতারপক্ষে – এই হ্যাশট্যাগগুলো যুক্তিযুক্ত হবে।

গ) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করুনঃ
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে Media Literacy", "False Flag Operations", "Conflict Resolution বিষয়গুলো নিয়ে কর্মশালা এবং সেমিনারের আয়োজন করুন। তরুণদের যুদ্ধ থেকে মন সরিয়ে রাখুন।

ঘ) মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্বকে চাপ দিনঃ
পত্রিকাগুলোতে আপনার মতামত জানিয়ে কলাম লিখুন। টিভী টক শো-এর আয়োজন করুন। দেশের নীতি-নির্ধারকদের কাছে চিঠি পাঠিয়ে লিখুন – ‘আমরা যুদ্ধ চাই না’। অতীতে দেখা গিয়েছে, এরকম চিঠি অনেক কাজে দেয়।

ঙ) আন্তঃধর্মীয় ও আন্তঃদেশীয় সংলাপ চালু করুন:
আপনার নিশ্চয় অন্য ধর্মের সহপাঠী বা বন্ধু অথবা কলিগ আছেন। তাঁদের সাথে যুদ্ধ নিয়ে কথা বলুন। খুঁজলে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ভারত বা পাকিস্তানের সমমনা বন্ধু পাবেন। তাঁদের সাথে যুদ্ধের বিরুদ্ধে জোটবদ্ধ হোন। জুম/ওয়েবিনার/মিট ব্যবহার করে যৌথ আলোচনা শুরু করা যেতে পারে। এখনই খোজা শুরু করে দিন।

চ) ভবিষ্যতের জন্যে শিশুদের সহনশীলতা শেখানঃ
নিজেদের স্কুলের বা নিজেদের সন্তানের মধ্যে সহনশীলতা গড়তে সাহায্য করুন। মনে রাখবেন, আজকে শিশু, আগামী দিনের জাতির অগ্রনায়ক।

ছ) বিভিন্ন আন্তজার্তিক সংগঠনগুলোর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিনঃ
এমন্যাসটি ইন্টারন্যাশনালের মতো অনেক সংগঠন আছে যাঁদের সাথে আপনি যুক্ত হতে পারেন। শান্তি আলোচনা শুরু করতে এই সংগঠনগুলোর সাহায্য নিন।

যারা যুদ্ধ চায়, মনে রাখবেন, তারা সব সময়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি ও আতংকের মাঝে রাখতে চায়। চায় সাধারণ মানুষ যেন প্রতিশোধপরায়ণ হয়ে উঠে। আপনার মতো মানুষদের কাজ হলো – মানুষকে আবার মনে করিয়ে দেওয়া – ‘আমরা মানুষ এবং আমরা শান্তি চাই।‘

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

আমি নই বলেছেন: যুদ্ধ বন্ধে শান্তিকামি মানুষরা কিছুই করতে পারবেনা ভাই। গাজা মুভমেন্টের চাইতে বড় মুভমেন্ট মনে হয়না দুনিয়ার ইতিহাসে হয়েছে, কিন্তু কিছুই হয় নাই।

০৭ ই মে, ২০২৫ রাত ৯:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবশেষে শান্তিকামীরাই জয়ী হয়, ভাইজান। বিশ্বাস করুন আমার কথা।

ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

কথামৃত বলেছেন: এক জোট হওয়ার কোন দরকার নেই। এই যুদ্ধের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। মোট কথা হইলো, মোদী আফসোস করবে, পাকীরা মোদী ও ভারতকে টেনে কিছুটা নীচে নামায়েছে।

৩| ০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

মেঠোপথ২৩ বলেছেন: বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে কোন প্রকার উস্কানিমুলক বক্তব্য প্রদানে বিরত থাকতে হবে। সরকারের উচিত বিদেশে বসে থাকা ইউটিউবারদের থামিয়ে দেয়া। যুদ্ধ কোন দেশেই কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়।

০৭ ই মে, ২০২৫ রাত ৯:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনেকেই উস্কানি দিয়ে চলেছেন।

এটা ভালো লক্ষণ নয়।

উন্মাদদের কারণে দেশের দরীদ্র জনগোষ্ঠী ভুগবে।

৪| ০৭ ই মে, ২০২৫ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: ভারতের আক্রমন আমেরিকা রাশিয়া সমর্থন করেছে চীন বিরোধিতা করেছে।ভারত পাকিস্তানের কোন সামরিক স্থাপনায় আক্রমন করেনাই।পাকিরা ভুল কিছু করলে যুদ্ধ ছড়িয়ে পরবে।
বাংলাদেশ বেশি হেডাম দেখালে আক্রান্ত হতে পারে।চিকেন নেক ও পুর্বাঞ্চল নিয়ে বেশি কথা বলা বন্ধ করতে হবে।

৫| ০৭ ই মে, ২০২৫ রাত ৮:৪১

ঊণকৌটী বলেছেন: ভারত পাকিস্তানের নির্দিষ্ট সন্ত্রাসী দের হেড কোয়ার্টারে নির্ভুল লক্ষে মেরেছে,একজন ও নিরীহ মানুষ মারা যায়নি, মাসুদ এর পরিবারের দশ জন মারা গেছে এইবার চাই পাকিস্তান ভারতের সেনা বাহিনী কে আক্রমণ করুক তারপর হবে খেলা

০৭ ই মে, ২০২৫ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি ফেসবুক থেকে তথ্য সংগ্রহ করে বলি না যে, সূত্রঃ ফেবু।

৬| ০৭ ই মে, ২০২৫ রাত ৯:৪৮

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
সবশেষে শান্তিকামীরাই জয়ী হয়, ভাইজান। বিশ্বাস করুন আমার কথা।

ধন্যবাদ।


তাই যেন হয়।

@কামাল১৮ একমাত্র ইসরাইল ছারা আর কোনো দেশ সরাসরি ভারতকে সমর্থনের খবর দেখলাম না। আমেরিকার প্রেসিডেন্ট বলেছে "শেমফুল এ্যটাক" এটার মানে যদি হয় সমর্থন তাইলে সেটাই।

৭| ০৭ ই মে, ২০২৫ রাত ১০:২৩

কাঁউটাল বলেছেন: ভঁড়তের কনফিডেন্স কমে তলানিতে। এভাবে োয়ামারা খাবে জানলে পঁহেলগাঁও নাটক মন্চস্থ করার ফাও কষ্টটা করা লাগত না।

০৮ ই মে, ২০২৫ রাত ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




একজন নীরিহ মানুষের ক্ষতি হওয়া মানে পুরো মানবজাতির ক্ষতি হওয়া।

৮| ০৮ ই মে, ২০২৫ রাত ২:৩৩

কলমনাই বলেছেন: @মেঠোপথ২৩ সরকারের উচিত বিদেশে বসে থাকা ইউটিউবারদের থামিয়ে দেয়া।
পেইড হযরত পিনাকি
পেইড হযরত ইলয়াস
সরকারের উচিত বিদেশে বসে থাকা ইউটিউবারদের থামিয়ে দেয়া।
পেইড হযরত পিনাকি
পেইড হযরত ইলয়াস
বোথ রাজাকার বীজের
চর্বি মাস্ট কাট ফ্রম ব্যাক

০৮ ই মে, ২০২৫ ভোর ৪:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




Negative. i don't think this is a right way to protest against them. If you are a true Patriot, please file a case at the US court first. You will get a fair answer from them.

Bangladesh is facing many problems. And, we believe in Freedom of Speech. We are not ready to take any action against them at this moment.

Therefore, You have every right to choose other blog posts for commenting using such bad words. But, please. don't come back here again.

৯| ০৮ ই মে, ২০২৫ সকাল ৮:৩১

কাঁউটাল বলেছেন: Pakistan downs Indian rafale jet: French official confirms strike in major air clash

১০| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমি সব সময় যুদ্ধের বিপক্ষে।

০৮ ই মে, ২০২৫ সকাল ১০:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মানুষকে যুদ্ধের বিপক্ষে নিয়ে আসতে হবে, রাজীব ভাই।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.