![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
যুদ্ধ দেখতে পাক-ভারতে
গেলো জগাই - মগাই,
আমিও হলাম তাদের সাথী
লাগছে ভীষণ মজাই!
পাকিস্তানে জগাই দেখো
করছে 'আহা-উহু',
মগাই তখন ভারত গিয়ে
ডাক দিচ্ছে 'কুহু'।
.
'যুদ্ধ আমার ভালো লাগে না'
জগাই যদি বলে,
'বাংলাদেশেই ভালো ছিলাম'
মগাই'র মাইকিং চলে।
.
পাকিস্তানে ভালোবাসা
জগাই'র যদি হয়,
হাত দুটো কোমরে বেঁধে
মগাই দেখায় ভয়।
.
সকালবেলা জগাই যবে
তাইরে নাইরে বলে,
সন্ধ্যাবেলা ভারতে মগাই
তবলায় ধিতাং তুলে।
.
আস্তে-ধীরে, হেলতে-দুলতে
জগাই যুদ্ধে যায়,
গাঁ কাঁপিয়ে,পাড়া দাপিয়ে
মগাইকে ফোনে চায়।
.
মগাই তখন ঘোড়ায় উঠে
জগাই চড়ে উট,
একজনের মাথায় উর্দি থাকলে
আরেকজনের মাথায় ভূত।
.
একজনেতে পুকুরে নামলে
আরেকজনে যায় পাহাড়,
জগাই যদি গাভী কিনে
মগাই কিনে ষাঁড়।
.
বাঘের মাসী, কথাটা বাসি
ধরলে বিড়ালের গোঁফ,
জগাই এসে 'হা' হা' করে
মগাই বলে 'উফ'।
.
বোম্বের আওয়াজ এলে কানে
জগাই বলে 'বাহ',
ফাইটার জেট দেখলে ভয়ে
মগাই কয় 'নাহ'।
.
গরমকালে জঙ্গের ফ্যাটিগ
জগাই যখন পড়ে,
সামনে সিনা, লেফট-রাইট
মগাই করে ঘরে।
.
চ্যটাং চ্যাটাং কথা বলা
সবার কি আর সাজে,
জগাই হাতে মুখ লুকালে
মগাই লুঙ্গির ভাঁজে।
.
টপটপিয়ে পড়ছে শেষে
জগাই-মগাই'র ঘাম,
ভারত-পাকিস্তান লড়াই দেখে
ছাড়লো কাজ-কাম।
©somewhere in net ltd.