![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ২৬২-জনকে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। বলা হচ্ছে, এই মানুষেরা বাংলাদেশি। তারা ভারতে অনুপ্রবেশ করেছিলো। সত্যিই কি তাই? ভারত থেকে পুশ-ইন নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এটা চলছে। তারা পুশ-ইন করে, বাংলাদেশ পুশ-ব্যাক করে ফেরত দেয়। এমন চলছেই!
পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে, আটকে পরা পাকিস্তানী বলতে আমরা জাদেরকে চিনি, তারাও কিন্তু ভারতের বিহার রাজ্যের মানুষ যারা ভারতীয় উপমহাদেশ ভাগ্যের সময়ে আমাদের ভূমিতে এসেছিলেন। পাকিস্তান তাদের নেয় নাই। ফলে, বাংলাদেশই তাদের আশ্রয়ভূমি হয়েছিলো।মায়ানমারও বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা পুশ-ইন করেছে।
এতো দেশ থেকে বাংলাদেশকেই কেন এমন পুশ-ইনের জন্যে বেছে নিচ্ছে ঐ দেশগুলো? ভারত থেকে আসা মানুষগুলো আসলেই কি বাংলাদেশি? এটা কিভাবে প্রমাণ করছে ভারত? আমাদের জানতে হবে। এক্ষেত্রে, দরকার হলে আন্তর্জাতিক মধ্যস্থতা দরকার। প্রয়োজন হলে জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করতে হবে।
প্রতিবেশী দেশগুলো এমন করছে কেন বাংলাদেশের সাথে! সেটা আসলেই আশ্চর্যের বিষয়। কোন আলোচনা ছাড়া এমন করাটা আমার মনে হয় মানবাধিকারের লঙ্ঘন।
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!! মজার কথা বলেছেন!
২| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@ এত পিরিতি দেখানোর সময় নেই।
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এক আধটু দেখালে মন্দ হয় না!
৩| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:৫৮
কামাল১৮ বলেছেন: @ কুতুব,লক্ষ লক্ষ রোহিঙ্গা এখনো ঢুকছে।তাদের সাহায্যের জন্য মানবিক করিডোর হচ্ছে।তখন সময় থাকে।
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো ধরেছেন।
৪| ১৫ ই মে, ২০২৫ রাত ৯:১৯
অপলক বলেছেন: সহমত ব্যক্ত করছি।
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
ফেরেশতা নিয়ে কিছু চিন্তা করলেন?
৫| ১৫ ই মে, ২০২৫ রাত ১০:৫৫
ঊণকৌটী বলেছেন: প্রায় দুই কোটি বাংলাদেশের মানুষ অনুপ্রবেশ করেছে তাদের কে স্বীকার করেন না ? হ্যাঁ একমাত্র বাংলাদেশের থেকেই ভারতে অনুপ্রবেশ হয়, পাকিস্তান বা চিনের থেকে প্রশ্নই আসেনা কারণ ওই সব বর্ডার বাংলাদেশের ঘন বসতি না, তবে মনে হচ্ছে পরিস্থিতি পাল্টেছে এই সীমান্তে ও চীন পাকিস্তানের মতো ট্রিটমেন্ট হবে |
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুই কোটি ঢুকলে ফেরত আনা হবে। সমস্যা কি?
কিন্তু, প্রমাণ না দিয়ে পুশ-ইন করার কি দরকার?
৬| ১৫ ই মে, ২০২৫ রাত ১১:০৭
ঊণকৌটী বলেছেন: ভারত যাদের কে পাঠিয়ে দিচ্ছে তারা 100% বাংলাদেশের মানুষ কারণ আজকের ভারতের নাগরিক দের চোখ ব্লাড আঙুলের ছাপ এবং ফেস scaning সাথে নকল id card মিলবে না ,ধর পাকর হচ্ছে সে সব ভারতীয় দালাল দের যারা দশ বিশ হাজার টাকার বিনিময়ে এদেরকে নকল id card বানিয়ে দেয়, জেনে নিন ইন্ডিয়ান এজেন্ট যাদের সাহায্য বাংলাদেশের সাধারণ মানুষ আসে তাদেরকে পুরো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হচ্ছে মোটামুটি আর দুই বছরের মধ্যে এই সমস্যা সমাধন হয়ে যাবে |
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারতীয় এমব্যাসির বসুন্ধরা অফিসে ঘুষখোর আছে।
৭| ১৬ ই মে, ২০২৫ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আসসালামু আলাইকুম।
আপনার পোষ্ট পড়লাম। মন্তব্য গুলোও পড়লাম। এই সব বিষয়ে আমি জ্ঞান শূণ্য। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমতুল্লাহ।
পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।
৮| ১৬ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৬
নতুন নকিব বলেছেন:
পুশ-ইন কোনো মানবিক বা কূটনৈতিক সমাধান নয়—এটা একপেশে চাপিয়ে দেওয়া অন্যায়। প্রতিবেশীর সাথে এমন আচরণ বন্ধ হওয়া উচিত, এবং বাংলাদেশকে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো প্রতিবাদ করতে হবে।
১৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুশ-ইন না করে মানবিকতা দেখানো উচিৎ। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা থাকলে কেউ এমনটা করতো না।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২৫ রাত ৮:০৬
কামাল১৮ বলেছেন: লক্ষ্য রাখতে হবে কোন হিন্দু পাঠায় কিনা।মুসলমান হলে সমস্যা নাই।তারা আমাদের ভাই।