নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোস্টঃ আমার রিজিউমে-টা কি কেউ একটু বিল্ড করে দিবেন, প্লিজ?

১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

আমি ব্যবসা ছেড়ে দিচ্ছি। থ্রিডি এনিমেশনের উপরে হায়ার স্টাডি করতে এই সেপ্টেম্বর মাসে বাইরে যাওয়ার ইচ্ছা। তাই, আমার রিজিউমেটা সাজাতে হবে। হাতে মাত্র ১ সপ্তাহ সময়। ব্লগে অনেকেই আছেন, যাঁদের প্রফেশনাল ব্যাকগ্রাউণ্ড খুবই ভালো। এমনই শুনেছিলাম। আমাকে কি এরকম কেউ একটু সাহায্য করতে পারবেন, প্লিজ?

আমার রিজিউমেতে নিচের বিষয়গুলো যোগ করতে চাচ্ছি। কিন্তু, বিবরণ লিখতে গেলে ২ পৃষ্ঠার বেশি হয়ে যাচ্ছে। আমাকে কি একটু গাইড করতে পারেন, প্লিজ? কেউ যদি প্রফেশনালি সিভি রাইটিং করে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করার ইমেইল ঠিকানা - [email protected]

আমি যে বিষয়গুলো আমার সম্পর্কে লিখেছি -

নাম- Mohammad Fasih-Ul Islam
বায়ো- I am a Film Producer, Film Director, Author and a Writer. I have 15 years of professional experiences in entrepreneurship, coaching, training, procurement, recruiting, project management, and research fields.


EDUCATION

University of Greenwich, United Kingdom,
M.A. in International Business
2010 - 2012
Awarded Merit and achieved 69% in the final project on renewable energy for ships.

Shahjalal University of Science and Technology, Bangladesh — B.B.A.
1999 - 2005
Studied International Business.


RELEVANT PROFESSIONAL EXPERIENCES

Ecole De Cinéma de Dhaka, Bangladesh
Assistant Director
January 2017 – PRESENT (Part-time)

Assistant Director
January 2015 – December, 2016 (Part-time)


PREVIOUS PROFESSIONAL EXPERIENCES

Soft Light, An Information Technology Firm, Bangladesh
Proprietor and Chief Executive Officer
January 2020 – May, 2025

Bengal Champ, An Information Technology Firm, Bangladesh
Proprietor and Chief Executive Officer
January 2022 – June, 2023

Golden Harvest Argo Limited: Bangladesh
Executive - Supply Chain
January 2016 - December 2016
Worked in the procurement section to achieve the organizational goal.

Asian Center for Development: Bangladesh
Research Consultant
October, 2015 - December 2015
Worked in a project with the International Labor Organization.

Captive Minds, United Kingdom
Software Sales Consultant
April 2014 - May 2014
Worked in a sales project to develop sales strategy and sales plan to reach the customers for selling Mobilephone application solutions.

RELEVENT EXPERIENCES
1. Author | Jeshob IDEA Tomay Bishojoyi Korbe | 2025
2. Editorial Contributor | The Daily Kalbela | 2024
3. Author | Independent Thoughts | 2023
4. Author | Magic in Job Hunting | 2022
5. Mentor | University of Greenwich | 2021
6. Blogger | 2010 - PRESENT
7. Ambassador | Global Poverty Project | United Kingdom | 2013 - '13
8. Volunteer | Art in Action | United Kingdom | 2012 - '12
9. School Representative | Students' Union, University of Greenwich | 2010 - '11
10. Member | Educational Development Unit, Students' Forum | University of Greenwich | 2010 - '11
11. Operations Team Member | The Change- United Kingdom | 2011 - '11


TRAININGS
1. PROMOTING MOTIVATIONAL 1-on-1 REVIEW
LinkedIn Learning — 2021

2. SCRUM MASTER
Global Skills Development Agency — 2020

3. RAIN THE TRAINERS
Don Sumdany, Bdjobs — 2018

4. TRANSFORMATIONAL LEADERSHIP COACH
The Change, UK — 2012


SOFT SKILLS
Story Writing - 12 years
Project Planning - 10 years
Problem-solving - Excellent
Communication - Excellent
Team-building - Excellent

TECH SKILLS
Agile / Scrum - 5 years
Clockify - 5 years
Jira - 5 years
Confluence - 5 years
Slack - 5 years

AWARDS
Published 3 books.
Written more than 500 blog posts.
Made 2 documentaries and more than 10 music videos.
Contributed more than 10 editorial articles in the newspapers.


LANGUAGES
Bangla, English

INTERESTS
Film Making, Writing, Blogging, Music

REFERENCES
Available if required.














মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা দিয়ে সিভি বানাতে পারবেন।

১৭ ই মে, ২০২৫ রাত ৮:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ। আমি ক্যানভা প্রো ব্যবহার করি। কিন্তু, প্রফেশনাল সিভি রাইটিং যারা করেন, তাঁদের মতো হয় না।

তাই, সামুতে হেল্প চেয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:১৭

অপু তানভীর বলেছেন: তাহলে আপনি মাসুমের সাহায্য নিতে পারেন। ও এই ব্যাপারে অনেক দিন ধরেই কাজ করে। ফেসবুকে মাহামুদুল হাসান মাসুম লিখে সার্চ দিলে পাবেন।

১৭ ই মে, ২০২৫ রাত ৮:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ।

ইনি মনে হয় - Click This Link

লিংকডইনে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: হ্যা এটাই সে। একে দিয়ে করাতে পারেন। সাসুম এই লাইনের লোক। ক্যারিয়ার কাউন্সেলিং করে প্লাস প্রোফেশনাল সিভি রাইটিং।

১৭ ই মে, ২০২৫ রাত ৮:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ও! ইনিই ব্লগার সাসুম!!!! গ্রেট!!!

অনেক অনেক ধন্যবাদ আবারো।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:৫৪

মেঠোপথ২৩ বলেছেন: আপনি কি জব সার্চের জন্য সিভি বানাতে চাইছেন? একটা জেনারেল সিভি আপনি অনলাইন সিভি রাইটিং টুলসের সাহায্যে বানিয়ে রাখতে পারেন। তবে বিদেশে সেই সিভি আপডেট করে নিতে হয় জবের প্রকৃ্তির উপড়। সাধারনত জব সার্কুলারে job requirement দেয়া থাকে। সেই অনুযায়ী relevant information, detail experience দিয়ে আপনার সিভিটা আপডেট করেনিতে হয়। হিউম্যান রিসোর্স সিভি বাছাই করে relevant educational qualification , experience and your keen interest for that particular job এর উপড় ভিত্তি করে।

৫| ১৭ ই মে, ২০২৫ রাত ৯:২০

নতুন নকিব বলেছেন:



Just sent you an email — please check it when you get a chance. Thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.