|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
বেরিয়েছিলাম উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। মানিক মানিক মিয়া এভিনিউ পার হওয়ার সময়ে, খামারবাড়ির সামনে গোল চত্বরে হঠাৎ চোখ গেলো। চত্বর ঘিরে সারি সারি মানুষ শুয়ে আছেন। গত সরকারের আমলে আমার এলাকার এরকম মানুষের অবস্থা জানার জন্যে রাতে বের হতাম। তখন, বড় বড় শপিং সেন্টারের সিঁড়িতে বা সামনের ফুটপাতে এরকম মানুষ শুয়ে থাকতে দেখতাম। খুব দুঃখ হতো। 
ভেবেছিলাম, বর্তমান সরকারের আমলে এই মানুষগুলোর ভাগ্যে সবার আগে একটা চেঞ্জ আসবে। হা হুতোমি! এই অবস্থা! শোনা যাচ্ছে, এতো বড় ক্ষমতা  হাতে পেয়েও অপ্রয়োজনীয় অনেক কাজে হাত দিয়েছেন সরকার সংশ্লিষ্ট মানুষগুলো। অথচ, এই দরীদ্র মানুষগুলোর ভাগ্যে এখন পর্যন্ত কিছুই জুটলো না! নাহলে, এই ঝড়-বাদলার মাসে রাস্তা -ঘাটে ঘুমায় মানুষ! 
আমি যদি কখনো দেশের প্রধান হই, বা এমন রষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হই যেখানে দেশের সকল সম্পদের দায়ভার আমার কাছে থাকবে, তাহলে আমি দেশের যত সরকারী মালিকানায় ক্যাশ থাকবে, তার অর্ধেক দিয়ে দরিদ্রদের বাড়ি -ঘর করে দিয়ে প্রত্যেককে একটা ব্যবসা গড়ে দিবো। 
বর্তমান সরকার এটা করতে পারতো। কেন তা করলো না!!! অসহ্য একটা দুঃখ মনটাকে বিষিয়ে দিচ্ছে!
 ২৩ টি
    	২৩ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে মে, ২০২৫  রাত ২:৫৬
২৪ শে মে, ২০২৫  রাত ২:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
এসব দেখে ওখানে চলে যেতে ইচ্ছা হচ্ছে। 
আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিন, প্লিজ। দেশের একটা লায়াবিলিটি কমবে।
২|  ২৪ শে মে, ২০২৫  রাত ২:৫৭
২৪ শে মে, ২০২৫  রাত ২:৫৭
ফেনিক্স বলেছেন: 
আপনি গরীব মানুষের অবস্হা বুঝার জন্য রাতে বের হন?
এবার যখন সৌদী গিয়েছিলেন,  খলীফা ওমরের কবর জিয়ারত করেছেন মনে হয়! সেজন্য আপনার মনটা খলীফা ওমরের মতো হয়ে গেছে।  আমি মাঝ রাতে ঢাকায় বের হলে, হয়তো দেখবো, আপনি আটার বস্তা কাঁধ নিয়ে গরীবদের বস্তির দিকে যাচ্ছেন।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৩
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমি খলিফা উমরের ফ্যান না! অনুসারী তো না-ই! 
২ বছর আগ পর্যন্ত রাতে বের হতাম। এরপরে, হতাশ হয়ে রাতে বের হওয়া বন্ধ করে দিয়েছি। 
ঐদিন কাজে বের হয়েছিলাম। 
আমি এমন বস্তিতে যাই না যারা মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করেন।
৩|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০০
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০০
ফেনিক্স বলেছেন: 
আপনাকে মংগলে পাঠানোর দরকার;  ওখানকার এলিয়েনদের "আইডিয়ার" দরকার; দেখা যাক, ইলান মাস্কের ১ম স্পেশশীপে আপনাকে তুলে দেয়া যায় কিনা। মংগল সম্পর্কে ইলানের আইডিয়াও আপনার মতো।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৭
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
দেন, পাঠায় দেন। বললাম তো, দেশের একটা বোঝা কমবে!
৪|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৫
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৫
ফেনিক্স বলেছেন: 
আমাকে কমেন্টব্যান করবেন না, আমি আপনার সুনাম করে কমেন্ট করবো সব সময়; আমি আপনার আইডিয়াগুলো নিয়ে খুবই উৎসাহী।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৮
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমি আপনার বিরুদ্ধে একবারই ৫/৬ বছর আগে ইমেইল করে রিপোর্ট করেছিলাম জানা আপার কাছে।
৫|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৭
২৪ শে মে, ২০২৫  রাত ৩:০৭
ফেনিক্স বলেছেন: 
ঢাকার ফুটপাথের মায়েরা মাঝরাতে রান্না করেন; আপনি বের হলে তো ওরা আপনার সামান্য সঝায্য পেতো; ভয়ের কিছু নেই, মাঝরাতে বের হবেন।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৫
২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আগে খুব সাহসী ছিলাম। 
সংসারী হওয়ার পরে শিখেছি, আগে পরিবারকে রক্ষা করতে হবে। 
আমি না বাঁচলে, আমার পরিবারের সমস্যা হবে।
৬|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:১২
২৪ শে মে, ২০২৫  রাত ৩:১২
ফেনিক্স বলেছেন: 
আপনি বলেছেন, "আমি আপনার বিরুদ্ধে একবারই ৫/৬ বছর আগে ইমেইল করে রিপোর্ট করেছিলাম জানা আপার কাছে।"
-ব্লগার জানার কাছে আমার নামে ফেরেশতারাও নালিশ করেছে মনে হয়।
উনার স্বাস্হ্যের কোন আপডেট আছে?
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৬
২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
জানাপু আমাকে ফেসবুকে আনফ্রেন্ড করেছেন।
৭|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৭
২৪ শে মে, ২০২৫  রাত ৩:১৭
ফেনিক্স বলেছেন: 
 
আমি ৪টা ব্লগে দীর্ঘ সময় লগিং করলাম; কিন্তু কারো নামে কোনদিন নালিশ করিনি ১ বারও।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:২৩
২৪ শে মে, ২০২৫  রাত ৩:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
মানুষে মানুষে ফারাক থাকে। 
ওটা হয়তো আপনার মহানুভবতা।
৮|  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:২১
২৪ শে মে, ২০২৫  রাত ৩:২১
ফেনিক্স বলেছেন: 
কয়েক হাজার ব্লগারের সাথে ব্লগিং করেছি; মাত্র ৫০/৬০ ব্যতিত সবাই আমার নামে নালিশ করেছিলেন।
  ২৪ শে মে, ২০২৫  রাত ৩:৩০
২৪ শে মে, ২০২৫  রাত ৩:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। 
আপনাকে একটি গান রেফার করছি - 
৯|  ২৪ শে মে, ২০২৫  সকাল ৭:২৭
২৪ শে মে, ২০২৫  সকাল ৭:২৭
নতুন নকিব বলেছেন: 
আপনার মেইলের উত্তর দেওয়া হয়েছে। সময় পেলে কাইন্ডলি চেক করবেন।
দেশের অধিকাংশ মানুষ ভালো নেই।
১০|  ২৪ শে মে, ২০২৫  সকাল ৭:৫৫
২৪ শে মে, ২০২৫  সকাল ৭:৫৫
ফেনিক্স বলেছেন: 
নতুন নকীব সাহেব আপনাকে রেজুমে লিখে দিয়েছে এই দুনিয়ার জন্য, নাকি পরকালে ব্যবহারের জন্য?
১১|  ২৪ শে মে, ২০২৫  সকাল ৯:২৮
২৪ শে মে, ২০২৫  সকাল ৯:২৮
রানার ব্লগ বলেছেন: যারা ফুটপাতে ঘুমায় তারা ওখানেই ঘুমাবে।  বাংলাদেশের রাস্ট্র ব্যবস্থা এমনি।  দুই একজন খাটে উঠে আসে কিন্তু তারা খাটে এসে খাট কাপিয়ে ফুটপাতিদের ভুলে যায়।
প্রমান আপনার আমার চোখের সামনেই আছে।
১২|  ২৪ শে মে, ২০২৫  সকাল ৯:৪৭
২৪ শে মে, ২০২৫  সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ''সূর্য দীঘল বাড়ি'' এই বাংলা মুভিটা দেখেছেন? 
দেশ ভাগের আগে থেকেই এই বঙ্গ ভুখন্ডটিতে অসংখ্য দরিদ্র মানুষ ছিলো। সময়ের সাথে সাথে দরিদ্রদের সংখ্যা বেড়েই চলেছে। 
দেশে করোনার পর থেকে দরিদ্র মানুষের সংখ্যা কয়েক গুন বেড়ে গিয়েছে। সেটা আজও অব্যহত আছে।
১৩|  ২৪ শে মে, ২০২৫  সকাল ৯:৪৮
২৪ শে মে, ২০২৫  সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
বাংলাদেশের সবচেয়ে দামী রেস্টুরেন্টে আপনার সাথে বসে এক কাপ চা খেতে চাই। গল্প করতে চাই।
১৪|  ২৪ শে মে, ২০২৫  বিকাল ৩:১৩
২৪ শে মে, ২০২৫  বিকাল ৩:১৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
কোন দেশের মানুষ যখন চরম দুর্নীতিবাজ  হয়ে যায় তখন সেই দেশের নষ্ট মানুষগুলো ধর্মকর্ম বেশী বেশীই  করে। 
বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে। 
অফিসের টপ টু বটম - বিগ বস থেকে স্মল পিয়ন পর্যন্ত মুখে দাড়ি মাথায় টুপি আর কপালে কালো দাগ। 
কিন্তু চরম ঘুষখোর। 
সব চেয়ে বড় কথা এরা বেশরম। 
কোন লজ্জা শরম নাই। 
১৫|  ২৪ শে মে, ২০২৫  রাত ৯:০৬
২৪ শে মে, ২০২৫  রাত ৯:০৬
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২৫  রাত ২:৫২
২৪ শে মে, ২০২৫  রাত ২:৫২
ফেনিক্স বলেছেন:
আপনার কথা শুনে মনে হয় যে, আপনি আজকে মংগল গ্রহ থেকে এসেছেন!