![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
কার্নেগী তরুণ বয়সে স্কটল্যান্ড থেকে আমেরিকায় চলে যান। সেখানেই শুরু করেন ছোটখাটো কাজ। তা করতেই করতেই এক সময় তিনি আমেরিকার সবচেয়ে বড় ইস্পাত কারখানা'র মালিক হোন। তারপরেও তিনি থেমে থাকেননি। কঠোর অধ্যবসায়ের জোরে একসময় এমন অবস্থায় পৌঁছে যান যে তাঁর অধীনে ৪৩ জন কোটিপতি কাজ শুরু করেন। আমি যে সময়ের কথা বলছি, সে সময়ে আমেরিকায় নগণ্য সংখ্যক কোটিপতি ছিলো।
একবার একজন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, কিভাবে এতোজন মানুষ তাঁর সাথে কাজ করে এতো টাকার মালিক বনে গেলো? উত্তরে তিনি কি বললেন জানেন? তিনি বললেন- ''লোকেদের কাছে পয়সা আসা মানে মাটি খুঁড়ে সোনা বের করার মত।''
মাত্র কয়েক তোলা স্বর্ণের জন্য মানুষ কয়েক টন মাটি খনন করে। কিন্তু, তাদের দৃষ্টি সোনার দিকে থাকে বলে সেই কয়েক টন মাটি তোলার কষ্ট তাদের কাছে কোন কিছুই মনে হয় না। নির্বিবাদে তারা সে কষ্ট মেনে নেয়।
আপনার জীবনের লক্ষ্য কি শুধুই মাটি খোঁড়া, নাকি তা খুঁড়ে স্বর্ণের কাছে পৌঁছানো? এখানে মনে করা জরুরী যে, অধিকাংশ মানুষই তা-ই পায় যার খোঁজ তারা করে।
২| ০৬ ই জুন, ২০২৫ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এরকম লেখা পড়লে মনের জোর অনেক গুন বেড়ে যায়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২৫ রাত ১১:৩৯
আধুনিক চিন্তাবিদ বলেছেন: মানুষের জীবনের লক্ষ্য সময় ও স্থানের সাথে পরিবর্তনশীল। স্বর্ণের কাছে পৌছাতে গিয়ে অনেকেই জীবনে এমন কিছু জিনিস মিস করে যার কাছে পরবর্তীতে স্বর্ণের মূল্যও তুচ্ছ হয়ে যায়।