![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
এক ব্যক্তি মাতাল অবস্থায় মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়ে ছিল। আত্মনিয়ন্ত্রণের লাগাম তার হাত থেকে খুলে পড়েছে। ঠিক সেই সময় এক দরবেশ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি থেমে দাঁড়িয়ে ওই লোকটির দুর্দশাগ্রস্ত ও লজ্জাজনক অবস্থার দিকে তাকালেন।
মাতাল যুবকটি অচিরেই চোখ মেলে তাকাল এবং অস্পষ্ট স্বরে এই পঙক্তিগুলি উচ্চারণ করল:
“যখন তারা কোন ঘৃণিত কিছুর পাশে দিয়ে যায়, তারা যায় ক্ষমার দৃষ্টিতে।
তুমি যখন একজন পাপীকে দেখো, দয়া করে মুখ ফিরিয়ে নিও না।”
তারপর সে কাতর কণ্ঠে বলল:
"ওহে সাধু,
পাপীর থেকে মুখ ফিরিয়ে নিও না,
তাকে করুণার দৃষ্টিতে দেখো।
আমি যদি অপমানজনক কাজ করে থাকি,
তবে তুমি মহানুভবের মতো চুপচাপ পাশ কাটিয়ে যাও।”
শেখ সাদী, গুলিস্তাঁ
আমার অনুভূতিঃ আমি জানি এটা খুব কঠিন কাজ। কত রকম পাপই তো তোমার চোখে পড়ে - গীবত, ঝগড়া, রেশারিশি, লোভ-লালসা! কিন্তু, মহানুভব হতে হলে, এসবকে পাশ কাটিয়ে যাওয়া ছাড়া আর কি কোন উপায় আছে?!!! শাইয়্যান, তুমি বরং মহানুভব হওয়ার চেষ্টা করো!
০২ রা জুলাই, ২০২৫ রাত ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেরকম কিছু ঘটার সম্ভাবনা নেই। কারণ, দরবেশের এলাকায় কোন রেপ ঘটবে না। সবাই আলোকিত মানুষ থাকবে।
ধন্যবাদ।
২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৩৭
কামাল১৮ বলেছেন: দরবেশ তাতে অংশগ্রহন করবে।সে মাদ্রাসায় পড়ে দরবেশ হয়েছে।
০২ রা জুলাই, ২০২৫ রাত ২:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই আমলে কি স্কুল ছিলো?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ধরেন মাতাল থাকার সময় দরবেশ না গিয়ে একজন মেয়ে পাশ দিয়ে যাইতেসিলো। মাতাল মেয়েটিকে জোর করে রেইপ করার মতো সিচুয়েশনে দরবেশ দেখে ফেলে । এখন তার কি করা উচিত ?