![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
জনাব ওমর খাইয়াম,
আপনি যদি চাঁদগাজী/ফারমার২/ফিনিক্স হয়ে থাকেন, এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনাকে বার বার ব্যান করাটা আমার ভালো লাগছে না। আমি নিজে এখনো মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাঁদের আদর্শের বাইরে কোন কিছু করি না বলেই মনে করি। আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি একজন মুক্তিযোদ্ধা।
ব্লগের সবাই আপনাকে আওয়ামী লীগের সাপোর্টার মনে করেন। কিন্তু, আপনি তো তা নন! যদি হতেন, তাহলে, আপনি কখনোই শেখ হাসিনাকে 'কচ্ছপ' বলে সম্বোধন করতেন না! কয়েক বছর আগে, আপনি শেখ হাসিনাকে কচ্ছপ বলেছিলেন। তাহলে কেন আপনি জুলাই আন্দোলনকে যারা সাদা মনে সমর্থন দিয়েছিলেন, তাদেরকে গাল-মন্দ করছেন! আওয়ামী লীগ আমলে দুর্নীতি, হত্যাযজ্ঞ হয়েছে, এটা তো মিথ্যা নয়!
আপনার কাছে যদি তাদের দেশদ্রোহিতার কোন প্রমাণ থাকে, তা আশা করি উপস্থাপন করবেন। আপনাকে বার বার ব্যান হতে দেখাটা আমাকে খুব কষ্ট দেয়।
আশা করি, আপনি উত্তর দিবেন।
শুভেচ্ছা নিরন্তর,
শাইয়্যান
২| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো পোষ্ট।
৩| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি কি বলেন সেটা পরে তাঁর মনে থাকে না।
৪| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আগে মনে করতাম তিনি অমুসলিম। পরে জানলাম তিনি মুসলিম না হলেও মুসলিম কমিউনিটির সদস্য। মরলে হয়ত তাঁকে কবর দেওয়া হবে।
৫| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: সামু ব্লগের ডার্থ ভেডার তিনি । ।
৬| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: উনি সৈয়দ কুতুব-এর একটি পোস্টে আমাকে পরোক্ষভাবে "শিবির" বলে তকমা দিয়েছেন তাকে কমেন্ট ব্যান করার জন্য (সূত্র)। তার এ ধররেন অযাচিত ট্যাগিং ও মন্তব্যের জন্য আমার ব্লগে তাকে বহু আগেই স্থায়ীভাবে কমেন্ট ব্লক করা হয়েছিলো। সম্প্রতি আরো কিছু নতুন নিক যোগ করা হয়েছে। আপনার পোস্টের মাধ্যমে তার নতুন নিক নিশ্চিত হওয়ার পর সেটিকেও কমেন্ট ব্যান করা হলো।
মুক্তিযোদ্ধা হওয়া মানেই অন্য মানুষদের ছোট করে দেখা, পাবলিক প্ল্যাটফর্মে ট্যাগিং বা অন্য কোন অশোভন নামে সম্বোধন করার লাইসেন্স পাওয়া নয়। অন্যদের সম্মান না করলে সম্মান প্রত্যাশা করা বোকামি। ধন্যবাদ।
৭| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১১:০১
Sulaiman hossain বলেছেন: চাঁদগাজী@সোনাগাজী@চেংগীসখান@যামিনী সুধা@ফেনিক্স@ওমর খাইয়াম@আরো অনেক গুপ্ত আইডি আছে বলে মনে হয়।
সামহোয়্যারইন ব্লগের প্রতি উনার ভালোবাসা অতুলনীয়, যেকারনে সামু ছেড়ে দেওয়া উনার জন্য সম্ভব বলে মনে হয়না।
৮| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১১:১০
কাঁউটাল বলেছেন: ছাগল খাইয়াম একটি বিকৃত মানসিকতার অধিকারী ব্যক্তি।
৯| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১১:৪৯
ওমর খাইয়াম বলেছেন:
পোষ্ট পড়েছি।
১৯৭১ সালে বাংগালী জাতি প্রাণ দিয়ে এই দেশটি স্বাধীন করেছিলেন, জাতি যেন অন্যান্য আধুনিক জাতির মতো ভালো থাকতে পারেন। তখন ৩০ ভাগ লোকজন উহা চাহেনী; কারণ, ওরা নীচু প্রকৃতির বাংগালী ছিলো; ওরা রাজাকার সৃষ্টি করে আমাদের অস্ত্রহীনদের হত্যা করেছিল। ৫৫ বছর পর, আমেরিকা ও পাকিস্তানের সাহায্যে তারা ও তাদের উত্তরসুরীরা সাময়িকভাবে দেশ দখল করেছে; তারা ইহাকে বিপ্লব বলে চালাচ্ছে; এবং জাতিকে সুদানের অবস্হায় নিয়ে গেছে।
যারা দেশ স্বাধীন করেছিলেন, আপনি তাঁদের উত্তরসুরী নন।
[native code]
}
০২ রা জুলাই, ২০২৫ রাত ২:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের ভূমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধা তৈরী হয়েছে।
১৯৭১ সালে যেমন মুক্তিযোদ্ধা তৈরী হয়েছে, তেমনি ব্রিটিশদের মাঝে যারা অত্যাচারী ছিলো তাদেরকে খেদাতে মুক্তিযোদ্ধা তৈরী হয়েছিলেন। তেমনি, এরও আগে, আমাদের ভূমে অত্যাচারী গৌড় গোবিন্দকে সরাতে দরবেশ শাহ জালালের নেতৃত্বে মুক্তিযোদ্ধা তৈরী হয়েছিলো। তারও আগে, আর্যদের আগ্রাসনের বিরুদ্ধে বৌদ্ধ মুক্তিযোদ্ধা তৈরি হয়েছিলেন।
এভাবেই, আমাদের ভূমিতে যুগে যুগে মুক্তিযোদ্ধা তৈরি হয়েছেন। যেমন - ৩৬ জুলাই এঁর মুক্তিযোদ্ধারা এসেছেন।
মুক্তিযোদ্ধাদের এই ইতিহাস আপনাকে বুঝতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
আমি অন্যদের কমেন্টের উত্তর দিবো পরে।
১০| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:২৮
কামাল১৮ বলেছেন: একদল ধার্মিক অন্য দল জ্ঞানী।আপনি শেষোক্তদের দলে।একদল অন্য দলকে পছন্দ করে না।আমি নাস্তিক, আমাকে দুই দলই পছন্দ করে না।
১১| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৩১
ওমর খাইয়াম বলেছেন:
আমাদের দেশের সোস্যাল মিডিয়া যাঁরা পরিচালনা করছেন, তাঁরা ইহার ভুমিকাকে সঠিকভাবে বুঝেন না; ফলে, তাঁরা আমাকে সব সময় ব্যান করে আসছেন (২০১২ সাল থেকে)। একা সামুতে আমাকে নিয়ে ৪০০'এর মতো পোষ্ট এসেছে; অনেকেই আমাকে কটু কথা বলেছেন।
০২ রা জুলাই, ২০২৫ রাত ২:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কটু কথা বললে, কটু কথা শোনার প্রস্তুতি নিতে হয়।
আপনি অনেক ব্লগারকে কটু কথা বলেছেন। পিগমী, গুহামানব ইত্যাদি বলেছেন। অনেকেই এটা সহ্য করতে পারেন নাই।
এই নিয়ে আপনার খেদ থাকার কথা শুনে অবাক হলাম!
ধন্যবাদ।
১২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৩১
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আপনাক লাইক না করার কারণ সবকিছুতে ভারত টেনে আনা।
১৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৮
কামাল১৮ বলেছেন: কুতুব,আমি কাউকে বলিনাই আমাকে লাইক করো।আমি আমার মতো।
১৪| ০২ রা জুলাই, ২০২৫ রাত ২:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
পথিক! তুমি পথ হারাইয়াছ?
০২ রা জুলাই, ২০২৫ রাত ২:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কি কোন ভুল করেছি, ভাইয়া?
শুভেচ্ছা নিরন্তর।
১৫| ০২ রা জুলাই, ২০২৫ রাত ২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সময় এমন এক শিক্ষক, যে গন্ডমূর্খকেও ডিগ্রি দিতে পারে! আর আপনি তো শিক্ষিত ও সুশিক্ষিত একজন মানুষ। - আপনি সময়ের জন্য অপেক্ষ করুন। আপনার প্রশ্ন, আপনি উত্তর পাবেন। সেই দিন আমাকে জানাতে ভুলবেন না।
১৬| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৩:০৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনিও কিন্ত "৩৬শে জুলাই স্বাধীনতার" মুক্তিযোদ্ধা; ১৯৭১ সালের সব রাজাকার ২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২৫ রাত ১০:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আজকে একটা ফাটাফাটি হবে