![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
ব্লগার জাদিদের সাম্প্রতিক পোস্টে কিছু ভুল তথ্য ছিলো। আমি সেই দিকে যেতে চাচ্ছি না। কারণ, সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু, অবাক করা বিষয় হচ্ছে, জাদিদ সাহেব ব্লগার ওমর খাইয়ামের কয়েকটি মন্তব্য 'মুছে' দিলেও, ব্লগার আরইউ-এর আমাকে করা ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য মুছেন নাই। জাদিদের মতো পরিণত মানুষ এটা কি করলেন!!!
আমি ব্লগার জাদিদকে জানি অনেক দিন ধরেই। উনি আমার বাসাতেও এসেছিলেন। আমাকে দেখেছেন। আমি তাই সরাসরি জানতে চাই, উনি ব্লগার আরইউকে এন্টারটেইন করলেন কেন?
আমি রাগ হয়ে ব্লগার আরইউ-কে সেই পোস্টে গালাগাল করেছি, এটা আমার করা উচিৎ হয় নাই। কিন্তু, জাদিদের আচরণে আমি কষ্ট পেয়েছি।
২| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ২:২৭
ওমর খাইয়াম বলেছেন:
এডমিন সাহেব গত *কয়েক বছর, বিবিধ সময়ে, সামুকে লাভজনক করার জন্য ও টেকনিক্যালী আপডেট করার জন্য মতামত চেয়ে অনেকবার পোষ্ট দিয়েছিলেন; ব্লগারেরা ঝাপিয়ে পড়ে মতামত দিয়েছে ও পন্হা জানিয়েছেন। কিন্তু এডমিন সাহেব কোন পদক্ষেপ নেননি।
৩| ০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৬:১৩
জাদিদ বলেছেন: অযাচিত ভুল বুঝাবুঝির কারনে আমি পোস্টটি সরিয়ে নিয়েছি। আমি অযাচিত কোন বিতর্ক চাই না। আমার কোন আচরনে কেউ কষ্ট পেলে তা আমার জন্য বিব্রতকর এবং অস্বস্তির কারন হয়ে দাঁড়াবে। যেহেতু আপনি কষ্ট পেয়েছেন, তাই আমি দুঃখ প্রকাশ করছি।
ভালো থাকুন।
৪| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:০৪
কামাল১৮ বলেছেন: মতামত আর তথ্য এক জিনিস না।
৫| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:০৬
সৈয়দ কুতুব বলেছেন: জাদিদ সাহেব@লেখা সরানো উচিত হয় নি। এ টাইপ লেখা সামুতে আসে না বললেই চলে। আপনারা যদি সমালোচনায় কাবু হয়ে লেখা সরিয়ে নেন কেমনে কি ? আপনার লেখায় কেউ আরেকজন কে সমালোচনা করলে যার নামে সমালোচনা করেছেন তিনি জবাব দিবেন । আপনার লেখা কেন সরানো লাগবে ?
৬| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:৫২
ওমর খাইয়াম বলেছেন:
@কুতুব,
ইনি হলেন সামুর এডমিন, পোষ্ট দিয়ে পোষ্ট সরায়েছেন।
এডমিন সাহেব নিজেই সোস্যাল মিডিয়ায় লিখতে জানেন না, তিনি মিডিয়ার এই অত্যাধুনিক শাখার এডমিন।
৭| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: আরইউ কে আমি চিনি না। কোনোদিন দেখি নাই। কথাবার্তাও হয়নি। তবে নিশ্চিত ভাবে বলতে পারি 'আরইউ' ভালো মানুষ নয়।
৮| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ১০:০৩
আরইউ বলেছেন:
সত্যপথিক শাইয়্যান,
দেখুন, অবস্থা কতটা বেগতিক হলে ব্লগারদের “ঝামেলা” এড়াতে পোস্ট সরিয়ে নিতে হচ্ছে! জাদিদ আপনাকে চেনে কি না, উনি আপনাদের বাসায় গিয়েছেন কি না, এসব বলে আপনি কেন বাড়তি সুবিধা নিতে চাইছেন? এসব তো পরগাছা টাইপের আচরণ! আপনি আগেও বলেছেন, “আপনাকে চেনে” কিংবা “আপনার সঙ্গে দেখা/কথা হয়েছে” তাই আপনার নামে সমালোচনা করা যাবে না, এমন ধাঁচের কথা। এটি অত্যন্ত ইম্যাচিউরড আচরণ।
জাদিদের পোস্টে আমি সম্ভবত বলেছিলাম, শেখ হাসিনার পতনের পর ব্লগে সবচেয়ে বড় পল্টি আপনি দিয়েছেন; সাথে ঢাবিয়ান ও নতুন নকিবের কথাও বলেছিলাম। আপনি এরশাদ-মার্কা পল্টি দিয়েছেন; এটা কি মিথ্যা? এটা তো কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। সত্য কথা বলা কীভাবে ব্যক্তি আক্রমণ হয়?
আপনি একসময় নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত ছিলেন। ধরুন, আমি আপনাকে “এক্স-হিজু” বললাম। এটাও কি ব্যক্তি আক্রমণ? আপনি ব্লগে নিয়মিত বালখিল্য আচরণ করেন, অতিরঞ্জিত কথা বলেন। আমি যদি আপনাকে “াবাল” বলি, তাতেও তো কোনো মিথ্যে নেই। তা হলে এটি কীভাবে ব্যক্তি আক্রমণ হয়?
মানুষকে “চিনি-এই করেছি-ওই করব” বলে ইমোশনাল অ্যাবিউজ করা একটি প্রিডেটরি ব্যবহার; এটি মানসিক অসুস্থতার লক্ষণ। আপনার আশপাশের মানুষজন আপনার কাছ থেকে নিরাপদ নন; আমি তাদের জন্য সহমর্মিতা ও শুভকামনা জানাই।
আপনার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৫ রাত ২:২৪
ওমর খাইয়াম বলেছেন:
এডমিন সাহেব গত জয়েক বছর, বিবিধ সময়ে, সামুকে লাভজনক করার জন্য ও টেকনিক্যালী আপডেট করার জন্য মতামত চেয়ে অনেকবার পোষ্ট দিয়েছিলেন; ব্লগারেরা ঝাপিয়ে পড়ে মতামত দিয়েছে ও পন্হা জানিয়েছেন। কিন্তু এডমিন সাহেব কোন পদক্ষেপ নেননি।
উনার অদক্ষতার কারণে সামুর এই খারাপ অবস্হা।