নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কানাডায় বাংলাদেশী এসাইলাম সিকারদের মিথ্যা মামলা - বাংলাদেশ সরকারকে ব্যাবস্থা নিতে হবে

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪

আমার নিজের একটি অভিজ্ঞতা দিয়ে ঘটনা শুরু করছি। কয়েক মাস আগে, আমি বিদেশে আরেকটি মাস্টার্স করার জন্যে ইউনিভার্সিটি এজেন্ট খোজা শুরু করেছি। হঠাৎ একদিন দেখি, একজন এজেন্ট আমার কাছে ম্যাসেজ পাঠিয়েছেন - 'কানাডা ভিজিট ভিসা ১২ লক্ষ টাকা'।

আমি একটু অবাক হলাম, ভিজিট ভিসার জন্যে টাকা লাগবে কেন! একটু সন্ধিহান হয়ে কল করলাম, ব্যাপারটা কি জানার জন্যে। হোয়াটসএপে কল করার পরে জানতে পারলাম, কানাডায় আমাকে তার 'পার' করে দিবেন, এজন্যেই, এই টাকা লাগবে। আমি বললাম - আমাকে পার করে দেওয়া পরে কি হবে? পরে তো ফেরত আসতেই হবে!

তখন জানলাম, আসল ঘটনা! তিনি বললেন যে, আমাকে পার হয়েই এসাইলামের জন্যে মামলা করতে হবে। তাদের কানাডিয়ান আইনজীবী আছেন। তাকে দিয়ে মামলা করলেই কানাডায় থাকায় অনুমতি পাওয়া যাবে।

আর, এভাবেই, গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে দলে দলে বাংলাদেশিরা কানাডা যাচ্ছেন। গিয়ে মিথ্যা মামলা করছেন। অনেকে সাময়িক রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন। ব্যাপার সেটা না।

বাংলাদেশে তাদের জীবন হুমকির সম্মুখীন, কিংবা তারা আমাদের দেশে নির্যাতিত, এটা কোর্টে প্রমাণ করতে পারলেই শুধু সেখানে থাকার অনুমতি পাওয়া যায়। আসলেই কি বাংলাদেশে সেরকম অবস্থা চলছে? এটা তো দেশের জন্যে খুব লজ্জাজনক! এছাড়াও, কয়েক বছর পরে, মামলা যদি মিথ্যা প্রমাণিত হয়, এই হাজার হাজার বাংলাদেশিদের কানাডা সরকার ফেরত পাঠিয়ে দিতে পারে। তখন, দেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হরে।

সেজন্যে, এখনই সরকারকে এই সম্পর্কে ব্যবস্থা নিতে হবে, ম্যান অনৈতিক কাণ্ড বন্ধ করার জন্যে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পারস্য কবি আপনাকে ধুয়ে দিচ্ছে যে?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনি বুয়াদের ছেলে - মেয়েদের ভাষায় কথা বলছেন। :)

ধন্যবাদ নিরন্তর।

২| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৮

অরণি বলেছেন: ব্লগ জমে উঠেছে! :D

৩| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৫

কামাল১৮ বলেছেন: কানাডায় অনেক বাংলাদেশী আছে।তারাজানে কাদের জীবন বাংলাদেশে বিপন্ন।উকিল বাংলাদেশের মক্কেলও বাংলা দেশের তারা সত্য জানে।জামাতের লোকও বলে সে আওয়ামী লীগের কর্মি তাই তার জীবন বিপন্ন।আপনি আসলে আপনিও বলবেন আপনি আওয়ামী লীগের লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.