নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জরিপঃ আপনি কি চান ব্লগার ওমর খাইয়াম আপনার পোস্টে কমেন্ট করুন?

১০ ই জুলাই, ২০২৫ রাত ১২:২৪



ব্লগার ওমর খাইয়াম একটু কঠিন মন্তব্য করেন। অনেকের পক্ষেই তা সহ্য করা সম্ভব হয় না। কেউ তাকে ব্যান করেন, আবার কেউবা রিপোর্ট করেন। আপনি যদি তাকে কখনো বলেন যে, আপনার পোস্টে তিনি যেন আর কমেন্ট না করেন, তাহলে কি তিনি আপনার পোস্টে মন্তব্য করবেন? আমার মনে হয় তিনি করবেন না।

আমার গত পোস্টে তিনি আমাকে অনেক কটু কথা বলেছেন। আমিও উত্তর দিয়েছি কটু কথায়! এজন্যে আমি লজ্জিত। আমি চাই, তিনি যেন আমার পোস্টে কমেন্ট করেন, উনার মতো করেই। আমি জানি, উনার বিহেভের জন্যে, একদিন উনি লজ্জিত হবেনই।

তাই, আমি নিজের আগ্রহ থেকে জানতে চাচ্ছি - আপনি কি চান ব্লগার ওমর খাইয়াম আপনার পোস্টে কমেন্ট করুন?

আশা করি, ব্লগ কর্তৃপক্ষ আমার এই ধৃষ্টতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার উনাকে নিয়ে এত ঘন ঘন পোস্ট দেওয়ার কী কারণ? আপনি লজ্জিত বলেও মনে হয় না। গতকাল দেখলাম নিজেরকে সরকারী চাকরিজীবীর ছেলে বলে বেশ গর্ব করছিলেন। অন্যদের দিনমজুরের ছেলে বলে কত কটূক্তি করছিলেন। আপনার লেখার ধারাবাহিকতা নাই।

১০ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঘন ঘন পোষ্ট দিচ্ছি কারণ -

আমি এখনো মনে করি, উনি আমার দেখা সেরা ব্লগারদের একজন!

উনি ব্লগকে অনেক কিছু দিয়েছেন। অ্যারো অনেক কিছু দেওয়ার আছে। আমি উনার ব্লগিং থেকে অনেক কিছু শিখেছি।

২| ১০ ই জুলাই, ২০২৫ রাত ৩:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
আপনি যদি আমার কোন কাজে বিরক্ত হোন আমি চাইবো আপনি আপনার বিরক্ত প্রকাশ করুন।
আমি আপনাকে ব্যান করবো না।

আমি তেমন কোন পোস্টও করি না।
তারপরও শ্রদ্ধাভাজন শাহ আজিজ আমাকে ব্যান করেছেন।
আমি জানি না আমি কি এমন অন্যায় করলাম।

১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি লিখেন না, ভালো কমেন্টও করতে পারেন না।

শাহ আজিজ ভাই ভালো ব্লগার। আপনাকে অপরচুনিটি দেওয়ার কথা না!!!

৩| ১০ ই জুলাই, ২০২৫ ভোর ৪:৫৫

কাছের-মানুষ বলেছেন: ওমর খাইয়াম হলেন ইরান ও পারস্যের কবি ও দার্শনিক! তিনি কমেন্ট করলে সমস্যা কি!

আমি চাই তিনি কমেন্ট করুক!

১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কোন সমস্যা নেই!
সমস্যা হচ্ছে - উনাকে ভালো করে 'গেট ওয়েল সুন' বলতে পারেন না সবাই!!!!

ধন্যবাদ।

৪| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ৭:৪৯

নজসু বলেছেন:



আমি যখন নতুন নতুন পোষ্ট দিতাম, তখন মনে মনে খুব চাইতাম শ্রদ্ধেয় চাঁদগাজী আমার পোষ্টে কমেন্ট করুন। আমার লেখার সমালোচনা করুন। মনের আশা পূরণ হতো। উনি কমেন্ট করতেন। কিন্তু কি আশ্চর্য! উনি কখনই আমার পোষ্টে নেতিবাচক কমেন্ট করেননি। বরং আমি পোষ্ট দেয়া বন্ধ করলে উনি আমার পুরাতন পোষ্টে গিয়ে নতুন পোষ্ট দেয়ার জন্য তাগাদা দিয়েছেন।

সুতরাং সমালোচনা আর কঠিন মন্তব্যকেও জয় করা যায়। ওমর খাইয়াম মুড়ি কাঁঠাল সবার মন্তব্য গ্রহণ করার মনমানসিকতা একজন লেখকের থাকা উচিত।

ভালো থাকবেন। শুভকামনা।

১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি আজকাল গুঁতো দিয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন। কিন্তু, অভদ্র ভাষায় গালাগালি করেন।

উনাকে গেট ওয়েল সুন বলা দরকার সবাই মিলে!

ধন্যবাদ নিরন্তর।

৫| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৫৭

শায়মা বলেছেন: আমার মতে.....
ভাইয়া লিখতে ভালোবাসে....... লিখুক।
ভাইয়া আলোচনা করতে ভালোবাসে.... আলোচনা করুক.....
তবে এসব কিছুই নিজের ব্লগে..... মানে নিজেই লিখবে যার যার ইচ্ছা হবে তার পোস্টে গিয়ে মন্তব্য করবে যেমন কুতুবভাইয়া, সাজ্জাদ ভাইয়া আর ভাইয়া তাদের সাথে আলোচনা সমালোচনা করবে, বকাঝকাও করবে মানে কুতুবভাইয়া, সাজ্জাদভাইয়া, রাজীব নূর ভাইয়া ছাড়া বাকী আমাদেরকে যা খুশি বলবে কিন্তু তাকে ব্যান করা যাবে না...... কেউ রিপোর্ট করলেও দেখা হবে না........ :)



আর অন্যের পোস্টে ভাইয়া অকারনে গায়ে পড়ে মাঝে মধ্যে সম্পূর্ন অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে এসে গন্ডগোল লাগিয়ে দেয়....... এটা করা যাবে না.....

সমালোচনার নামে নেতিবাচক সমালোচনা বা তার বৈদেশী স্টাইলে সমালোচনার ফলে কোনো ভালো ফলাফল পাওয়া যায় না, এইভাবে কথা বলার স্টাইল না জানার কারণে উলটা পাল্টা যা মনে ফেলা আসে তাই বলে ফেলা .......এটা করা যাবে না..... শুধু আমি বৈদেশী তাই এইভাবে বলি আর তুই অশিক্ষিত বাঙ্গালী তাই আমার ক্রিটিসাইজ নিতে পারিস না এটা বলা যাবে না....এটা বললে ভাইয়ার বৈদেশী ব্লগেই লেখা উচিৎ....

অনেক সময় ভাইয়া কিছু একটা হিংসাত্বক কথা বলে বা ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব রাগের কারণে যেমন আমি কেনো অপু ভাইয়ার পোস্টে কমেন্ট করবো তাই আকাশ থেকে পেড়ে আনা একটা কমেন্ট দিয়ে বসে থাকে এবং সেই কমেন্টের কারন দর্শাতে বললে বা উল্টা কমেন্ট করলে আর কোনো তর্কে যায় না..... এক্কেবারে লেজ গুটিয়ে কানা হয়ে বসে থাকে..... এটা খুবই খারাপ স্বভাব।

এতই যদি তার্কিক, এতই যদি বৈদেশী মনোভবাবাপন্ন তাইলে তর্কে আসো ভাই......ভাবখানা এমন তোরা মুরুক্ষ, মুরুক্ষের সাথে আমি তরক্ক করি না...... আমার কাছে এটা মনে হয় ঐ প্রবাদটির মত মুর্খ ততক্ষণ শোভা পায় যতক্ষন চুপ থাকে। তাই মনে হয় ভাইয়া চুপ হয়ে যায় তখন আর নিজের সময় না নষ্ট করে অন্যের পিছে লেগে পড়ে আর কারো...... এটাও ভালো ব্লগারের কাজ না মনে হয় আমার। এটা শুধু একের পর এক অন্যের পিছে লেগে থাকা স্বভাবের কাজ!

ভাইয়াকে যারা তোষাামদ করে তাদের দোষ ভাইয়া দেখতেই পায় না। লেখা চুরির অভিযোগ উঠলেও ভাইয়া তাদেরকে বলে তারা নাকি ভালো লেখক। ভাইয়ার নিজের লেখাই কি অরগানাইজড রাইটিং? জাস্ট ফেসবুক স্টাইলে একটা বড় কমেন্টের মত। সেই ভাইয়া আবার অন্যের লেখার সমালোচনা করে। ভাইয়া অন্যের রাইটিং গারবেজ বলে আমি নিশ্চিৎ ভাইয়ার রাইটিং এলেবেলে পরীক্ষকের কাছে পড়লেও ভাইয়া জিরো পেত।

ভাইয়া ব্লগ রুল মানে না এটা সবচেয়ে বড় অপরাধ। এ কারণে ভাইয়া অপরাধী। কিন্তু ভাইয়া মনে করে আমরাই রুল জানিনা। আমাদের দেশের ব্লগ কিচ্ছু জানে না তাই ভাইয়া গালি( তির্যক কমেন্ট) দিয়ে শেখাবে। বকাঝকা করে শেখাবে এমন কিছু মনে হয় .......
তাই আমরা যেহেতু জানিনা কেমনে ব্লগ চালাতে হয়, কি করতে হয় তাহলে ভাইয়া নিজেও একটা ব্লগ বানিয়ে ফেলতে পারে। তারপর বসে বসে যাকে যা খুশি বকাঝকা করবে......:)

এসব কারণে আমার মনে হয় ভাইয়াকে নিজের ব্লগে থাকতে দেওয়াই ভালো। নিজের মনে আপন মনে লিখবেন, যারা কথা বলতে চায় বলবেন, ভাইয়া যা খুশি বলুক যারা সেসব দেখতে চায় না দেখবে না.......তবে অন্যের ব্লগে কমেন্ট করার অধিকার ভাইয়ার শোভা পায় না.....কারণ ভাইয়া হাজার চেষ্টা করলেও আউট অব কন্ট্রোল...... নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না.......

এসব কারণে আমারও মনে হয় আমিসহ অনেকেই চায় না ভাইয়া তাদের ব্লগে কমেন্ট করুক। (যতক্ষন কমেন্ট করার সময় ব্লগ রুল মাথায় রাখতে হয় এটা মনে না থাকে) :)


উই অল লাভ ভাইয়া কিন্তু কি আর করার ....... বয়স হলে নাকি আমরা বাচ্চা হয়ে যাই ...... আর আমি তো চিরদিনই বাচ্চাই থাকতে চাই ....... :)






১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




১) উনি লিখতে ভালোবাসেন। তাই, তাঁকে লিখতে দেওয়া উচিৎ বলে মনে করি।

২) কমেন্টও এক ধরণের লেখা। তাই, উনি কমেন্ট ছাড়া থাকতে পারেন না। কমেন্ট বাজে করলে, বাজে ভাবে উত্তর দিলেই তো হয়!!! তাহলেই উনি নিরুত্তর হয়ে যান। আমার গত পোস্ট তার প্রমাণ। উনি আমাকে গালি দিয়েছেন, আমি উনার পরিবার শুদ্ধ ধুয়ে দিয়েছি। কিন্তু, কমেন্ট ব্যান কেন!!!

৩) উনাকে কমেন্ট ব্যান করেও থামানো যায় নাই। উনি নতুন নিকে হাজির হয়ে পোস্টের তেরোটা বাজিয়ে দিয়েছেন। তাহলে, কি লাভ হলো!! তাকে থামানো গিয়েছে??? তাই, আমার মতো 'মিথ্যুক' 'বালছাল' কমেন্ট করা ব্লগারদের উপরেই তাকে ছেড়ে দিতে হবে।

৪) তাই, কমেন্ট ব্যান কোন সমাধান নয়। উনি মানসিক ভাবে দূর্বল ও অসুস্থ্য। তাকে কমেন্ট করার সুযোগ করে দিয়ে আমাদেরকে 'গেট ওয়েল সুন' বলার সুযোগ করে দিতে হবে।

৫) আমিও বাচ্চা থাকতে চাই। বড় হলেই ঝামেলা! :)

৬) শুভেচ্ছা নিরন্তর।

৬| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৪

ধূসর সন্ধ্যা বলেছেন: ওমর খৈয়ামকে আজ পর্যন্ত কোন পোস্ট সঠিক মন্তব্য বা যৌক্তিক সমালোচনা করতে দেখেছেন আপনি? একটা মন্তব্য আমাকে দেখান দেখি যেখানে সে পোস্টের মূল বক্তব্য বুঝে সেটার সমালোচনা করেছে। নতুন নকিবের পোস্টে তার মন্তব্যগুলো দেখে বলেন তো সেখানে সে কিভাবে মন্তব্য করেছে?

৭| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার শায়মাপু ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.