নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

দাঁড়িপাল্লায় হাঁসি - কান্না | শাইয়্যান & সুনো

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১১:০০

তাকে বলো হ্যালো!


জীবনের পথে চলি, হাঁসি দিয়ে বলি - "খারাপ যা পাই, ভালো'র গল্প বলি।" দুটি ভালো কাজ করি, যখন খারাপ আসে পাশে। হাঁসি ছড়িয়ে দেই, হৃদয় মঞ্চ মাঝে। যখন দেখি ভুলের পথে কেউ চলে, দুটি ভালো কাজ করি পথে খারাপকে ফেলে! হাঁসি আর দয়ায় গড়ে তুলি মন, আমরা সবাই মিলে গড়ে তুলি নতুন জীবন।

দাঁড়িপাল্লা হোক ভরপুর আলোয়, ভালোবাসার গল্পে দিন কাটুক সুখে। হাসির শব্দে, মুছে যাক আঁধার। জীবনের গান গাই, বাজুক শান্তির বার্তা। চোখে যদি দেখি দুঃখের ছায়া, ভালো কাজ করি ছেড়ে খারাপের কায়া। অন্ধকারে আলো জ্বালাই, ভালোবাসায় সবাই একত্রে সাজাই।

দাঁড়িপাল্লা ভারী হোক, ভালোর দিকে। জীবনের গল্প হোক, সবার কাছে মিষ্টি। হাসি দিয়ে শেষ করি প্রতি দিন, ভালো কাজে হোক আমাদের জীবন।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৪

ইপিআর সৈনিক বলেছেন:



একাত্তরের পরাজিত রাজাকার ও পরাজিত জামাত-শিবির কখনো বাংলায় ঠাঁই পাবে না; তাদের মিথ্যুক সাপোর্টারেরাও পালাবে একদিন।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আওয়ামী লীগের শত অত্যাচারের মুখেও ডঃ মুহম্মদ ইউনুস পালান নাই। এই দেশেই ছিলেন।

আর, আজ তিনি দেশের প্রধান, শত্রুদের মুখে ছাই দিয়েছি! :)

২| ২৮ শে জুলাই, ২০২৫ ভোর ৫:০১

ইপিআর সৈনিক বলেছেন:



আপনার কাছে কোন আইডিয়া নেই, আছে মি্থ্যার ঝুঁড়ি ও গার্বেজ।

২৮ শে জুলাই, ২০২৫ ভোর ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়া, আপনার তো ছাল-চামড়া কিছু বাকি নেই!!!

ইজ্জতটাও খুইয়েছেন!!! এভাবে ব্লগিং করে কি পাচ্ছেন আপনি???


আপনি ভাবছেন, এটা গেরিলা যুদ্ধ। তাই না? কিন্তু, এভাবে কি গেরিলা যুদ্ধ হয়?!!! আপনি মুক্তিযোদ্ধাদের অনেক নিচে নামিয়ে এনেছেন। ব্লগে তাঁদেরকে নিয়ে হাসা-হাসি হয়, আপনি এর বড় কারণ।

আমার কেন যেন মনে হয়, আপনি মুক্তিযোদ্ধাদের ইচ্ছা করে হেয় করাচ্ছেন। তাঁদের উপর আপনার কোন কারণে হয়তো রাগ আছে।


এভাবে কড়া কথকা বলার জন্যে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.