![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমি সামুতে আইডিয়া শেয়ার করি সেই ২০১৮ সাল থেকে। কেউ এতো দিন এগুলোকে গার্বেজ বলেন নাই। কিন্তু, গত কিছু দিন ধরে, কিছু ব্লগার এগুলোকে নিয়ে কটাক্ষ করছেন। তাই, ভাবলাম, কি করা যায়? আমি তো আইডিয়া দিতে এবং তা নিয়ে কাজ করতে খুব ভালোবাসি! কয়েকজন ব্লগারের জন্যে তো তা বন্ধ করে দেওয়া যায় না।
তাই, একটি নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। 'আইডিয়া'জ বাংলাদেশ' নামক একটি ওয়েবসাইট করেছি যেখানে আমি আমার আইডিয়াগুলো দিতে পারবো। আগ্রহী সাবস্ক্রাইবাররাও নিজেদের আইডিয়া তাতে পাবলিশ করতে পারবেন।
প্রতি ৩ দিন অন্তর অন্তর এই ওয়েবসাইটে আমি আইডিয়া পোস্ট করছি। যদিও মাত্র ৩ দিন হয়েছে Idea's Bangladesh-এর প্রকাশের। আস্তে আস্তে পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 'আইডিয়া ক্লাব' শুরু করার ইচ্ছা।
আপনারা সবাই আমন্ত্রিত।
০২ রা আগস্ট, ২০২৫ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
থাকে না। টাইপিং ভুল।
ধন্যবাদ।
২| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ১০:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
সিলেটে আমার পছন্দের তালিকা:
১। মিষ্টি পরোটা
২। সাতকরার আচার
৩। শাহজালাল রঃ সাহেবের মাজারের হালুয়া (আজ থেকে ৩০-৪০ বছর আগের হালুয়া)
৪। মনিপুরী চাদর
৫।
৬।
৭।
চলমান - - - - -
সিলেটের পছন্দের ব্লগার:
১। ল
২। সত্যপথিক শাইয়্যান
৩। আবদুল হাক
কোনো দিন সময় ও সুযোগ করে বিস্তারিত লিখবো। সত্যপথিক শাইয়্যান, জীবন চলার পথ কোনো যানবাহনের পথ নয়, এই চলার পথে কোনো “ইউ টার্ন” নেই। আপনার বয়স হয়েছে, অন্যের দ্বারা প্রভাবিত ও প্ররোচিত হওয়ার বয়স মনে হয় এখন আর আপনার নেই। আমি অন্ধগ্রামের মতো গন্ডগ্রামের মানুষ, আপনি সিলেটের মতো আধুুনিক শহরের মানুষ, এই বিষয়ে আপনি আমার চাইতে শত সহস্রগুণ ভালো জানার কথা।
০২ রা আগস্ট, ২০২৫ রাত ১০:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সিলেটের মিষ্টি পরোটাকে আমরা 'বাখরখানি' বলি। আমারও খুব প্রিয়।
আমাকে পছন্দের ব্লগারের তালিকায় রাখার জন্যে কৃতজ্ঞ।
তবে, জীবনে পরিবর্তন দরকার হলে, তা মেনে নেওয়া উচিৎ। পরিবর্তনের পথে বাঁধা হয়ে দাঁড়ানো উচিৎ নয়। এটা বড় আমার কথা নয়। বড় বড় মনিষীর কথা।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ১০:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার জন্য সামান্য উপহার। আপনাকেও শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৫ রাত ৯:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি আমাকে আইডিয়া দিন। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অফিসারের কাছে কি সার্ভিস রিভলবার, সার্ভিস পিস্তল থাকে? কোনো ভাবে সম্ভব?