| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
জানি, তোমরা ফিরবে না।
আমিও একদিন ঠিক তোমাদের সাথে ওপারে মিলবো -
কিছুটা কালের তরে!
'কি চেয়েছি', 'আর কি পেয়েছ' এই প্রশ্নগুলো ভুলে -
অশ্রু সজল চোখে, সুখের কিছু পরশ বুলিয়ে, শুধাবে কি-
''কি দিয়েছো আমাদের তরে?"
তখন তব দু'তালুতে, শরমিন্দায় মাথানত লিলুয়া বাতাসে -
মুখটি লুকিয়ে বলবো -
ক্ষমা করো, ক্ষমা করো, অপেক্ষারত আমায় -
যবে থেকে ফিরবে না বলেই সংকল্প করলে।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১৩
কামাল১৮ বলেছেন: কিছু মৃত্যু পাখির পালকের মতো হালকা।কিছু মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী।জুলাই আন্দোলনে নিহততের মৃত্যু পাখির কালকের মতো হালকা।প্রতিটা মৃত্যুই শোকের।