নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সোহানা, তোমাকে অনেক বড় হতে হবে, সাইয়েদা হুররা-এর মতো বড়!

১০ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৫



মা সোহানা,
দিন দিন তোমার দুষ্টামি বেড়ে চলেছে।! আজ তোমার মা এসে অভিযোগ দিলেন, তুমি বুঝি ফ্রিজে স্কুলের ইউনিফর্ম লুকিয়ে রেখেছো! মা যখন স্কুলের কাপড় ইস্ত্রি করার জন্যে খুঁজছিলেন, তুমি বুঝি বলেছো- "সোহানাকে আর স্কুলে যেতে হবে না!" অনেক খুঁজে তিনি ফ্রিজের ভিতর তোমার কাপড় পেয়েছেন!

মাশা বিয়ার কার্টুন তোমার পছন্দ
মাশা একটি কার্টুন চরিত্র। সারাক্ষণ সে তার বন্ধু ভাল্লুকের সাথে খেলা করে আর দুষ্টুমি করে বিরক্ত করে। তুমি কি মাশা'র মতো হতে চাও, সোহানা? মাশা যেমন বন্ধু ভালুক-কে বিরক্ত করে তার পরিপাটি বাসাকে তছনছ করে, তুমিও আমার গোছানো রিডিং রুমকে তছনছ করতে ভালোবাসো। আমি তখন ভাবি, ছোটবেলায় আমি তোমার চেয়েও বেশি দুষ্ট ছিলাম!

তোমার আবদারে সুপারম্যান ছায়াছবি দেখতে গেলাম
সোহানা, তোমার বয়স মাত্র চার। অথচ, এই বয়সেই তুমি 'সুপারম্যান' চিনো! অথচ, তোমার বয়সে আমি 'চাচা চৌধুরী', নন্টে -ফন্টে, ফ্যান্টম পছন্দ করতাম। আমি তোমার মা ও তোমাকে নিয়ে যেদিন রাইফেলস স্কয়ারের বাবুল্যান্ডে গেলাম, তুমি সুপারম্যান ছায়াছবির পোস্টারের পাশে দাঁড়িয়ে ছবি তুললে! আমরা তোমার আগ্রহ আর এক হাতে মুষ্ঠি পাকিয়ে সুপারম্যানের মতো উড়ার ভঙ্গি করতে দেখে ছায়াছবিটার টিকেট কিনলাম। সত্যিই, দারুণ এক মুভি!



কিণ্ডার জয় খেতে তুমি ভালোবাসো
অখাদ্য একটা বাচ্চাদের খাবার! আমি মুখে দিয়ে 'ওয়াক থু' করে ফেলে দিয়েছি! এতো মিষ্টি জিনিস বাচ্চারা খেতে ভালোবাসে আমার বিশ্বাস হয় না! কিন্তু, আমি যখন বাইরে থেকে বাসায় ফিরি, তুমি কিন্ডার জয় না আনলে ঠোঁট ফুলয়ে অভিমান করো! আমি তাই কিন্ডারজয় কিনে আনি। নেট থেকে যত দূর জেনেছি - কিন্ডার এর গল্প শুরু হয় ১৯৬৮ সালে, ইতালির ছোট্ট শহর আলবার কেন্দ্রস্থলে। এখানেই, মিশেল ফেরেরো একটি দারুণ একটি আইডিয়া তৈরি করেছিলেন যা পরবর্তীতে আজকের আমরা যে কিন্ডার ব্র্যান্ডটি চিনি তা হয়ে ওঠে এমন একটি পণ্য যা বাচ্চারা উপভোগ করতে পারে। এই হচ্ছে কিন্ডার চকোলেটের ইতিহাস।

তুমি কি জানো তোমার নামের শেষে কেন বাবার ফ্যামিলি টাইটেলটি নেই?
তোমার দাদার দাদার দাদা একজন মিরাশ তালুকদার ছিলেন। এলাকার নামকরা ব্যবসায়ী ছিলেন। তোমার দাদার বাড়িকে সবাই হাজী বাড়ি হিসেবে চিনে, কারণ, পুরো গ্রামের প্রথম হাজী তোমার বাবার পূর্বপুরুষ। এই নিয়ে অনেক আত্মীয়-স্বজন তোমার বাবাকে প্রশ্ন করেন। তাঁরা বিস্ময়ে চোখ কপালে তুলে ফেলেন যখন প্রথম শুনেন আমাদের ফ্যামিলি টাইটেল না বসিয়ে আমি তোমার নাম রেখেছি - সোহানা মাহনূর আল হুররা। তুমি বড় হলে জানবে, তোমার নাম রাখা হয়েছে পৃথিবীর প্রথম নারী জলদস্যু সাইয়্যেদা হুররা-এর নামানুসারে, যিনি ছিলেন গ্রানাডার নির্বাসিত রাজপরিবারের সন্তান। সাইয়্যেদা হুররা এমন একটি জলদস্যু দল গড়ে তুলেছিলেন, যাঁদের কাছে পর্তুগীজ উপনিবেসবাদীরা পরাজিত হয়েছিলো। আমি চাই, তোমার উপর তাঁর ছায়া সব সময়ে বিরাজমান থাক যাতে তুমি অন্যায়ের বিরুদ্ধে সব সময়ে লড়তে পারো।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন: বড়ো হবার মতো করে গড়ে তোলতে হয়।বড় হতে হবে বললে কেউ বড় হয় না।

২| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৮

কাঁউটাল বলেছেন: ❤️❤️❤️❤️❤️

৩| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০২

লোকমানুষ বলেছেন: কি অপূর্ব আর হৃদয়ছোঁয়া লেখা!
সোহানার প্রতিটি দুষ্টুমি, হাসি আর অভিমান যেন শৈশবের সবচেয়ে সুন্দর রঙগুলো দিয়ে আঁকা এক ছবি। মাশা-বিয়ারের মতো খেলাধুলা, সুপারম্যানের মতো সাহসী ভঙ্গি, আর কিন্ডার জয়ের মিষ্টি অভিমান—সব মিলিয়ে সে যেন একেবারে প্রাণবন্ত ছোট্ট পৃথিবী।

আর নামের পেছনের যে ইতিহাস, তাতে আছে দৃঢ়তা, ন্যায় আর সাহসের শিক্ষা—যা তাকে বড় হয়ে শুধু ভালো মানুষই নয়, মানুষের মতো মানুষ হতে অনুপ্রেরণা দেবে।

এমন যত্ন, ভালোবাসা আর মূল্যবোধে বেড়ে উঠলে সোহানা নিশ্চয়ই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে দাঁড়াতে পারবে...।

৪| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরিবারের সবাই হাসিখুশি থাকুক চিরকাল ।

৫| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা। প্রানবন্ত।

৬| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সোহানার জন্য দোয়া ও ভালোবাসা রইল।

৭| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার বড় মায়ের নাম সোহানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.