নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইসলামী হুকুমত কায়েম - খোদা প্রদত্ত একটি দায়িত্ব

২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২১



আমরা স্বাধীনতা বিরোধীদের অস্বীকার করতে পারি, কিন্তু, তাই বলে ইসলামী হুকুমত কায়েমের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। কারণ, মানুষের উপর মহান সৃষ্টিকর্তা থেকে এটা একটি দায়িত্ব। জোটবদ্ধ ভাবে এই দায়িত্ব পালনের নির্দেশ পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে।

হ্যাঁ, অন্যান্য অনেক দলের মতো এক সময়ে ইসলামী দলগুলোতেও স্বাধীনতা বিরোধীরা স্থান করে নিয়েছিলো। কিন্তু, সেই অতীতের কারণে আপনারা ইসলামকে অস্বীকার করতে পারেন না। স্বাধীনতা বিরোধী কেউ যদি এখনো ঘাপটি মেরে থেকে থাকে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। তাদের ত্যাগ করা প্রয়োজন। তারা অতীতেও যেমন ঝোপ মেরে কোপ মেরেছে, ভবিষ্যতেও মারবে। শয়তান কেয়ামত তক থেকে যাবে।

কিন্তু, এদের সংখ্যা তো অতি নগণ্য হওয়ার কথা! এই নগণ্য কয়েকজনের জন্যে আপনি মহান সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করছেন!!! আর, দুষ্টের দমন, শিষ্টের পালন তো একমাত্র দায়িত্ববানরাই করতে পারেন! সেই দায়িত্ববানদের এগিয়ে আসার সুযোগ দিন। আর, কে না জানে, ইসলামী আন্দোলন দলের নেতা-কর্মীরাই এদিক থেকে সবচেয়ে এগিয়ে।

আমরা দেখেছি, যে নৌকার পক্ষে কাজ করেছে, সে নৌকা চালাতে জানে না। যে ধানের পক্ষে ভোট দেয়, তাদের অনেকেই কাস্তে চালাতে জানে না। কিন্তু, হাতপাখার পক্ষের মানুষেরা, হাতপাখা কিভাবে চালাতে হয়, তা চালাতে জানেন। চাইলে আপনিও পারবেন।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও হাতপাখা চালিাতে জানি এবং কারেন্ট গেলেই হাতপাখা চালাই।

২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভেরী গুড, ভাই। আমিও চালাই।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ইসলামিক আন্দোলন ফ্যাসিবাদের দোসর।

২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রমাণ ছাড়া কথা বলে উচিৎ নয়। বোকারাই এমনটা করে।

৩| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি মনে হয় শেষ দশবছর ঘুমিয়ে ছিলেন । চরমোনাই হুজুর বলেছিলেন শত কারণে লিগ কে ভোট দেয়া যায় বাট বিএনপিকে ভোট দেয়ার কারণ নেই। লিগ আবার ফেরত আসবে তখন চরমোনাই আসল রুপে ফেরত আসবে।

২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বলেছিলেন। আপনাকে উনার কথা বুঝার জন্যে ইসলামী ফিলোসফি বুঝতে হবে।

উনি তুলনাবাচক ভাবে কথাটি বলেছেন। উনি বুঝিয়েছেন, বিএনপি কত খারাপ। তাই বলে, আগুয়ামী লীগকে ভোট দিতে বলেন নাই।

এখন, দেখুন, বিএনপি নেতৃবৃন্দ কিভাবে বিভিন্ন জায়গায় তাদের জাত চিনাচ্ছেন।

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: ইসলামী হুকুমত কি এখনো কায়েম হয়নি?

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চারদিকে এতো অনাচার দেখার পরেও মনে হচ্ছে কি যে সব কিছু খোদার নিয়মে চলছে?

ধন্যবাদ নিরন্তর।

৫| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজাকারের চেয়েও রাজাকার
বলবে এবার বাংলা টাইগার

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওরে বাপ রে! :)

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: ইন্ডিয়ার শাসন ব্যবস্থা কমেন হওয়া উচিত? ধর্ম নিরপেক্ষে না কি হিন্দু ধর্ম অনুযায়ী?

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খোদা সর্বত্র বিরাজমান। খোদার পাঠানো ধর্ম যুগে যুগে সম্প্রসারিত হয়েছে। ভারত খোদার রাজ্যের বাইরে কি?

ভারত যদি বেদানুযায়ী 'একমেবাদ্বিতীয়ম' ব্যবস্থা কায়েম করে এবং বলে 'অল্লো রসূল মহাম্মদ রকং বরস্য' --- তাহলে সমস্যা কোথায়?

আপনাকে মনে রাখতে হবে - "লা-ইলাহা হরতি পাপম..."

ধন্যবাদ নিরন্তর।

৭| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



ইহাও রোবোটিক ডিজাইনের মতো বিশাল আইডিয়া।
আপনার কোন কথা বিশ্বাসযোগ্য নয়।

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে নতুন রূপে দেখে ভালো লাগছে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৭

কামাল১৮ বলেছেন: শিবিরের কথার প্রতিধ্বনি।

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হবে হয়তো। সব ইসলামী দলই খোদার হুকুম কায়েম করতে চান।

ধন্যবাদ নিরন্তর।

৯| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪২

কলাবাগান১ বলেছেন: আপনার সিভি তো সবাইকে দেখানো হয়েছে.......তো কবে আসছেন পড়তে বিদেশে নাকি সেটা ও একটা অজুহাত সিভি দেখানোর....। বিদেশে তো ইসলামি হূকমত পাবেন না..আরব দেশে পড়তে গেলে পাবেন হয়ত

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!! আসবো, পড়তে। ইউরোপেই।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



শান্তির ধর্মকে! আপনি রাজনৈতিক গাইড বানিয়ে দিলেন !

২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



থিওরির প্রয়োগ প্রয়োজন।

ধন্যবাদ নিরন্তর।

১১| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আসসালামু আলাইকুয়াম।
শুভ সকাল।

আসলে আপনি কি বলতে চাইছেন- আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে।

২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।

জী, খোদার প্রতিনিধি দ্বারা আইন বলবত থাকবে।

ধন্যবাদ নিরন্তর।

১২| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: ধর্মীয় বিশ্বাসের উপরে ভিক্তি করে কোন শাসন ব্যবস্থা সবার জন্য কল্যান কর হবেনা। সেখানে যারা ঐ ধর্মের অবিশ্বাসী তাদের প্রতি নির্যাতন চলতেই থাকবে।

২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অতীত বলছে, অন্য ধর্মের মানুষেরাও ইসলামের ছায়াতলে সমঅধিকার নিয়ে ভালো থেকেছেন।

বরং, আমাদের দেশে এতো দিন ধরে অন্য ধর্মের ভাইবোনদের উপরে অনেক অত্যাচার হয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

১৩| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: অতীত বলছে, অন্য ধর্মের মানুষেরাও ইসলামের ছায়াতলে সমঅধিকার নিয়ে ভালো থেকেছেন।
বরং, আমাদের দেশে এতো দিন ধরে অন্য ধর্মের ভাইবোনদের উপরে অনেক অত্যাচার হয়েছে।
ধন্যবাদ নিরন্তর।


মানুষ সব সময়েই ভালো দিকটা গ্রহন করে।

যদি ধর্ম ভিক্তিক শাসন ভালো হতো হবে অবশ্যই এতো দিনে সেটাই সকল সমাজ গ্রহন করতো।

২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মানুষ সব সময়েই ভালো দিকটা গ্রহন করে।
মানুষের ডিসিশনের অপেক্ষায়ই রয়েছেন ইসলামী দলগুলো।

ধন্যবাদ নিরন্তর।

১৪| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: মানুষ সব সময়েই ভালো দিকটা গ্রহন করে।
মানুষের ডিসিশনের অপেক্ষায়ই রয়েছেন ইসলামী দলগুলো।

ধন্যবাদ নিরন্তর।


দুনিয়াতে যদি ধর্মভিক্তিক শাসন চলতো তবে সবাই পরকালের জন্য প্রস্তুত হইতো। প্রতি দিন উপাসনালয়ে যাইতো, বিজ্ঞান গবেষনা বন্ধ হয়ে যাইতো, হাসপাতালের চেয়ে ধর্মগুরুর ঝাড়ফু, পানিপড়ায় ক্যান্সারের চিকিতসা হইতো। গান বাজনা, মুভি বন্ধ হইয়া ধর্মীয় উপাসনার গান চলতো। নারীরা বাড়ী বসে থাকতো।

সোসাল মিডিয়া, ব্লগ আসতো না ;)

বাংলাদেশৈও কখনোই ধর্মীয় শাসন আসবেনা। কারন মোল্যারা বর্তমানের আধুনিক শিক্ষা থেকে অনেক পিছিয়ে, সচেতন মানুষ কখখনোই তাদের শাসন করতে গদিতে বসাবেনা।

আপনার ইসলামী শাসন আন্দলোনের কোন নেতা আছে যারা তথ্য প্রযুক্তি বা সংস্কৃুতি নিয়ে কাজ করবে? আধুনিক বিজ্ঞান বোঝার মতন কোন জ্ঞান কি ইসলামী দলগুলিতে কেউ আছে? যারা সামনের বিশ্বের সাথে তাল মেলাতে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিতে যাবে???

২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী না হলেও, জোর সমর্থক গত ১০ বছর ধরে।

আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করি, ব্লগিং করি, মুক্ত চিন্তা করার চেষ্টা করি।

আমার মতো অনেকেই আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

১৫| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১০

শ্রাবণধারা বলেছেন: আপনার সেই ৩০ জন অধিকারভুক্ত দাসীরা কেমন আছেন - যাদের নিয়ে আপনি ফূর্তি করেন?

একটা বিষয় লক্ষ্য করেছেন কি - আপনার মত দুঃশ্চরিত্র এবং বদমাইশ লোকেরাই বাংলাদেশে ধর্মভিক্তিক শাসন চায়?

২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি একজন বিকৃত ও বিক্রিত মস্তিষ্কের ব্লগার। আপনার কথার কোন দাম নেই।

১৬| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২

নতুন বলেছেন: ইসলামের কিতাবগুলি এসেছে আরবীতে। তাই আরবরা অবশ্যই সবার চেয়ে ইসলামের কিতাবগুলি ভালো বোঝে তাইনা?

আরবরা কোরান ভিক্তিক শাসন কায়েম করছেনা। তারা আধুনিক রাস্টের দিকে যাচ্ছে।

আর আমাদের দেশের ৫% মানুষ যেখানে আরবী ভাষার অর্থ বোঝে না। সেখানে সেইসব কিতাবের নির্দেশনায় ভবিষ্যতের শাসন ব্যবস্থা করতে চাইছে কিছু মানুষ? :|

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ইসলাম শুধু আরবি দেশের মানুষেরাই ভালো বুঝে!!! এতো দিনে এই বুঝলেন!!!! ইয়া মাবুদ!!!

১৭| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৩

নতুন বলেছেন: ইসলাম শুধু আরবি দেশের মানুষেরাই ভালো বুঝে!!! এতো দিনে এই বুঝলেন!!!! ইয়া মাবুদ!!!


কি করমু ভাই, আমি তো আমার এতো দিনের অভিঙ্গতা দিয়ে এইটা বুঝলাম যে মানুষ অন্য ভাষ যতই শিখুক।

কখনোই মাতৃভাষা ভাষীদের মতন বলতে, লিখতে, বুঝতে পারবে না।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আচ্ছা!!!

তাহলে, সূরার শুরুতে 'আলিফ লাম মীম' বলতে আল্লাহ্‌ কি বুঝিয়েছেন, আরবিদের একটু জিজ্ঞাসা করে জানাবেন, উনারা কি উত্তর দিয়েছেন।

ধন্যবাদ নিরন্তর।

১৮| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৫

নতুন বলেছেন: তাহলে, সূরার শুরুতে 'আলিফ লাম মীম' বলতে আল্লাহ্‌ কি বুঝিয়েছেন, আরবিদের একটু জিজ্ঞাসা করে জানাবেন, উনারা কি উত্তর দিয়েছেন।


কোন লাইনের সর্ট ফর্ম যদি সেই লেখক না বলে দেয় তবে আপনি কি বুঝতে পারবেন? অনুমান করতে পারবেন মাত্র।

এখন আমি সপশা বলতে আপনার নামের সর্ট ফর্ম বোঝাতে পারি যেমন সত্য পথিক শাইয়্যান

আবার সমাজ-পরিবেশ-শিক্ষা আন্দোলন , সরকারি পল্লী শাখা ।

আপনি যদি বলেন যে আরবী মাতৃভাষা ভাষীর চেয়ে বাংলাদেশী আলেমেরা আরবী বেশি বোঝে তাহলে আমার কিছুই বলার নাই। /:)



২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেখছেন, খোদা আরবী ভাষী বলে যারা গর্ব করেন, তাদের মুখে কিভাবে স্ক্রু মেরে দিয়েছেন?

ওরা নিজেরাই জানে না, কোরআনের পরিপূর্ণ অর্থ!! তাহলে, আমাদের জানাবে কি!!!!


কানায় কানায় হলো মেলা,
বোবাতে খায় রসগোল্লা গো!!! :)

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেখছেন, খোদা আরবী ভাষী বলে যারা গর্ব করেন, তাদের মুখে কিভাবে স্ক্রু মেরে দিয়েছেন?

ওরা নিজেরাই জানে না, কোরআনের পরিপূর্ণ অর্থ!! তাহলে, আমাদের জানাবে কি!!!!


কানায় কানায় হলো মেলা,
বোবাতে খায় রসগোল্লা গো!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.