![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
কথা হচ্ছিলো সিলেটের একজন ইসলামী রাজনীতিবীদের সাথে যিনি আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আফগানরা এমন একটি জাতি যারা রাশিয়া এবং আমেরিকার মতো দুই দুইটি পরাশক্তির বিরুদ্ধে একাই যুদ্ধ করে নিজ দেশ থেকে হটিয়ে দিয়েছিলো। আফগানদের যুদ্ধ কৌশলের কারণে এই দুইটি পরাশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়।
সৈয়দ মবনু নামে পরিচিত এই রাজনীতিবিদ ও প্রখ্যাত লেখক বাংলাদেশ থেকে অনেক দূর পাড়ি দিয়ে আফগানিস্তানে পৌঁছে যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর কাছে প্রশ্ন রেখেছিলাম, জাতি হিসেবে কোন শক্তির বলে আফগানরা এই রকম মহাশক্তিগুলোর বিরুদ্ধে জয়ী হলো। কিভাবে তাঁরা সেই জয়কে ধরে রেখে জাতীয় পর্যায়ে নেতৃত্ব ধরে রাখতে সফল হলো।
তিনি নিজে থেকেই জানালেন, যখন আমেরিকা পরাজিত হয়ে নিজ দেশে সৈন্যবাহিনী সরিয়ে নিতে বাধ্য হলো, তখন আফগান মুজাহিদদের প্রথম পদক্ষেপ ছিলো দেশের ক্যান্টনমেন্টগুলো দখল করা। কারণ, তাঁরা বুঝেছিলেন, ফায়ার পাওয়ার যদি মুজাহিদের মতো আদর্শিক কোন বাহিনীর হাতে না থাকে, সেনাবাহিনীর বিপথগামী অগ্রনায়করা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। যে কারণে পাকিস্তান-বাংলাদেশে বা অন্য যেসব দেশ বিপ্লব হয়েছে, ফায়ার পাওয়ার আদর্শিক বাহিনীর হাতে না থাকার কারণে স্বল্প বা দীর্ঘ মেয়াদে গিয়ে তা ব্যার্থ হয়েছে।
আর, যেসব দেশে বিপ্লব সফল হয়েছে, সেসব দেশের ক্যান্টনমেন্টগুলো বিপ্লবীদের হাতে চলে গিয়েছিলো বলেই বিপ্লব টিকে গিয়েছে। আর, আফগানরা এটা খুব ভালো ভাবে বুঝেছিলেন বলেই, বিপ্লবের প্রথমেই ক্যান্টনমেন্টগুলো নিজেদের কব্জায় নিয়ে যান। পার্লামেন্ট দখলের চেয়ে ক্যান্টনমেন্ট দখলমুক্ত করা তাঁদের কাছে বেশি জরুরী মনে হয়েছিলো।
আর, বর্তমান অবস্থা বলছে, তাঁদের এই ধারণাই সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খোদা তাঁদেরকেই সাহায্য করেন, যারা নিজেদের সাহায্য করে।
ধন্যবাদ নিরন্তর।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দারুণ পর্যবেক্ষণ। তবে তালিবরা সশস্ত্র ছিল বলেই ক্যান্টনমেন্ট দখলে নিতে পেরেছে। আমাদের ছাত্ররা খালি হাতে ক্যান্টনমেন্ট দখলে গেলে ওয়াকারের বুকের পাথর সব ছাত্রদের মাথা সোজা ছুটে আসত।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আফগান মুজাহিদদের স্ট্র্যাটেজিকাল মুভ সফল হয়েছিলো। তাঁরা সেনাবাহিনীর মতো অস্ত্রশস্ত্রে শক্তিশালী ছিলেন না বলে শুনেছি।
আমি আমাদের ছাত্রদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছি না এই কারণে যে, তাঁরা বয়সে অনেক তরুণ! আর যুদ্ধে অভিজ্ঞতাহীন। অপরদিকে আফগান মুজাহিদদের ঝুলিতে রাশিয়ার মতো সুপার পাওয়ারকে হারানোর অভিজ্ঞতা ছিলো।
চারদিকের বর্ডারও তাঁদেরকে সাহায্য করেছিলো।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৭
নিমো বলেছেন: ইতিহাসকে পাতিহাস বাবালেতো সমস্যা। আফগান মুজাহিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রাশাকে সরিয়েছে। পরে তালিবান তাদের বাঁশ দিয়েছে। আর এখন সাধারণ আফগানদের হাতে হারিকেন। আপনি কি এমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? হা!-হা!.সেটা হওয়ার সুযোগ নাই।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশে সেরকম হওয়ার সম্ভাবনা খুব কম। বর্ডার একটি ফ্যাক্টর।
ধন্যবাদ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
আফগানদের সফলতার মুলে আপনার রোবোটিক আইডিয়া; ওরা সৌদীর কাছে রবোটিক বিক্রয় করছে। আপনি মিথ্যুক, আপনার এমপ্লোয়ি মাসে ৫৪ লাখ বেতন পায়।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই এমপ্লোয়ি এখন আর নেই। তাকে ছাটাই করে দিয়েছি।
ধন্যবাদ নিরন্তর।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মাসে নয়, বছরে ৫৪ লাখ পেতো।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৭
সুলাইমান হোসেন বলেছেন: অকুতোভয় আফগান মুজাহিদের অসাধারন বিরত্ব,এবং আল্লাহ তায়ালার রহমত তাদের সাথী হওয়ার বদৌলতেই মুজাহিরা বিজয়ী হয়েছে।আল্লাহ তায়ালা তাদের এই বিজয়কে স্থায়ীত্ব দান করুন।ধন্যবাদ শাইয়্যান ভাই।