নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি কতটা সম্পদশালী মানুষ আপনি চিন্তাও করতে পারবেন না!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

আমি নিজেকে একজন সম্পদশালী মানুষ হিসেবে জানি। আমি কিভাবে এতোটা সম্পদশালী হলাম সেটার রহস্য আজ আমি আপনাদের বলবো। ব্লগার জেনারেশন একাত্তর আমার ব্যবসা নিয়ে প্রায়ই কটাক্ষ করেন। বলেন, আমি যা বলি, তা ভুয়া! আমার বুঝি কিছুই নেই! অথচ, আমার সম্পদের পরিমাণ তিনি চিন্তাও করতে পারবেন না!

আসলে, আমার কাছে এমন একটি মহামূল্যবান জিনিস আছে, যা আমাকে সম্পদশালী বানিয়েছে। সেই সম্পদ আমি এমন ভাবে রক্ষা করে চলেছি, তা চাইলেও কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। কেউ যদি আমাকে যদি এমনকি কয়েক ট্রিলিয়ন ডলার দেয়, আমি তা বিক্রি করবো না।

যে জিনিস কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েও কেনা যায় না, তা কি মূল্যবান নয়? আর, এরকম একটি জিনিস আমার কাছে থাকার ফলে আপনি আমাকে একজন সম্পদশালী মানুষ বলবেন না?

আপনার হয়তো আগ্রহ হচ্ছে, কি এমন জিনিস আমার কাছে আছে যা কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েও আপনি কিনতে পারবেন না!

সেই জিনিসটা হচ্ছে - মহান আল্লাহ'র প্রতি বিশ্বাস ও রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ভালোবাসা।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি আল্লাহের নামেও মিথ্যা বলে যাচ্ছেন; আপনি ভয়ংকর প্রতারক।

আপনার ১ জন এমপ্লয়ি যখন বছরে ৫৪ লাখ বেতন পেতো; আপনি অবশ্ঐ টাকা পয়সার মালিক; তবে, টাকা কিভাবে আসছে, সেটা চিন্তার বিষয়। তবে, আপনি প্রতারক ছাড়া অন্য কিছু নন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি কার কত টাকা তা দিয়ে সম্পদ বিবেচনা করেন!

আপনি সত্যিই একজন দরীদ্র ঘরের মানুষ!!! :)

ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: উ্ত্তম কথা

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




প্রত্যেক ঈমানদার মানুষের এমন সম্পদ থাকুক দোয়া করি।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আপনি রোবটের বিজনেস করেন জানতে পেরেছি । আফগানিসতানে আমি মেয়ে রোবট সাপলাই দিবো যাতে মহিলাদের উদধার করতে সহজ হয় ? বিজনেস আইডিয়া কেমন ? আরব দেশে তো ভালো সেল হওয়ার কথা ?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি রোবটের বিজনেস করতাম। এখন করি না।

তবে, আমার একটি আইটি ফার্ম আছে। জুলাই পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় ক্রাউড ফান্ডিং কোম্পানি আমাদের ক্লায়েন্ট ছিলো।

আপনার আইডিয়া মন্দ নয়!!! কি ধরণের রোবট সাপ্লাই দিতে চান? কি ধরণের ফাংশন হবে?

ধন্যবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০২

মাথা পাগলা বলেছেন: আপনার কাজ নিয়ে আমি কিছু জানি না তবে ব্লগে আপনি অনেক ভুল-ভ্রান্তি ছড়ান যেটা ক্লাস ৪~৫ এর বাচ্চাও ধরতে পারবে। সম্পদ নিয়ে আপনার এরকম ছেলেমানুষি পোস্ট দেখে আমার ভিন্ন কিছু মনে হচ্ছে। আপনার কোম্পানীর নাম কি?

আর আপনার সম্পদের অথেনটিসিটি প্রুফ করতে চাইলে এসব ইমোশনাল কথা না বলে, উকিল ডেকে ইনকাম-ট্যাক্স অ্যাটাস্টেট করে সামুতে পোস্ট করে দিন। নাম-ঠিকানা দিয়ে দিন যাতে, যাতে আপনার পছন্দের দল জামাত-শিবিরদের টাকার দরকার হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর আমার মতো গরীব মানুষদের টাকার দরকার হলেও যোগযোগ করতে পারবে, আশা করি ভাইদের খালি হাতে ফিরিয়ে দেবেন না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!!

ইনকাম-ট্যাক্স অ্যাটাস্টেট করতে উকিলের নাম সাজেস্ট করুন জলদি!!! :)

শুভেচ্ছা!

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৮

সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার একটি পোস্ট।তবে একাত্তরের জেনারেশন দের মগজে এগুলো ঢুকবে না।এগুলো ঢুকতে হলে জেনারেশন আপডেট করতে হয়।মাতৃগর্ভ থেকে আগে বের হতে হয়।জেনারেশন একাত্তর এখনো মাতৃগর্ভ থেকে নির্গত হয়নি।ধন্যবাদ শ্যাইয়্যন ভাই

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ, সুলাইমান হোসেন ভাই।

খোদা যেন আমাদের সবাইকে সেইরকম সম্পদশালী মানুষ বানান এজন্যে তাঁর কাছে হাত পাততে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি‌ কতটা সম্পদশালী আমি জানি না; তবে আপনি‌ বাংলা ছবির গরীবের বন্ধু আবদুল্লাহ বলে আমার বিশ্বাস!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ছবিটি দেখিনি।

খোদা সবাইকে ভালো রাখুন।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৫

ক্লোন রাফা বলেছেন: আর কেউ বিশ্বাস না করলেও আমি করি। কারন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারের উত্তরসূরীরা , লুটপাট করে এতো ধনসম্পদ অর্জন করেছে। যা তাদের পরবর্তী ১৮ জেনারেশন বসে খেয়ে যেতে পারে। কাজেই ...।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লুটপাটকারীদের কোন দল নেই।

ধন্যবাদ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৩

লুধুয়া বলেছেন: আপনার কাছে কতো সম্পদ আসে জানিনা।কিন্তু আপনি একজন মিথ্যাবাদী ব্যক্তিত্বহীন মানুষ। টোকাইয়ের পার্সোনালিটি আপনার থেকে বেটার হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ঐ বাংলার বেশিরভাগ মানুষই নাপাক।

কিছু বুঝতে পারলেন?

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ইমানদার: ইসলামিক ও হালাল প্রতারক।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি অশিক্ষিত 'দরীদ্র' ঘরের সন্তান।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৮

ঊণকৌটী বলেছেন: আপনি গত বছর আগস্ট মাসে যখন আন্দোলনের প্রথম দিকে সামুর পোস্টে আমাকে বলেছিলেন আপনি বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক | প্রশ্ন হলো বিলিয়ন ডলার এর এতো অবসর কোথায় ? যে সামু তে আমাদের মত বেকার দের আড্ডায় এতো সময় দে আমার সন্দেহ হতে পারেন আপনি অনেক ডলার এর মালিক কিন্তু তা চিট ফান্ড জাতীয় কিছু হবে হয়তো কারণ এই দেশের বোকা মানুষের সংখ্যা অনেক তাদেরকে পুঁজি করে অনেক 420 মানুষ কোটি কোটি ডলার কামায় তাই সন্দেহ আপনে তার একজন নয়তো ? যতোটুকু জানি এই আপনার ধরণের লোকজনই দেশ টাকে ফোঁপালা করে দিচ্ছে |বিদ্র :( বড় বড় কথা বলে যে বড় সে নয় মানুষ যাকে বড় বলে বড় সেই হয়)

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: ঊণকৌটী@আপনি মাসে কোটি টাকা কামান জেন-জি হয়ে । আপনি নিজেকে বেকার কেনো বলেন ? আপনার বা সামুতে কি কাজ ?

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৫

ঊণকৌটী বলেছেন: আমি জেন-জী না, 1971 এর যুদ্ধে আমি দেখেছি তখন আমার বয়স 7 ছিলো dumbur এর যুদ্ধ দেখেছি, আমার হোটেল, resort ,এবং developer এর কাজ করি কিন্তু আমার মেয়েরা ষাট বছর বছর হয়ে গেছে তুমি বিশ্রামে যাও অতএব আমি বেকার এবং নূতন জীবনে ফিরে এসেছি, বয়সে কোন ফ্যাক্টর না ভাই ,তুমি আমি ভাই বাস এইটাই থাকবে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.