![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
পাকিস্তানের ১২৯ রানের জবাবে, বলতে গেলে ভারত উড়ন্ত সূচনা করেছে। যদিও ২য় ওভারে ১টি উইকেট হারিয়েছে। গিল আউট হয়েছেন।
কে জিতবে বলে মনে হয়
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাকিস্তান ফিরে আসছে বলে মনে হয়। ৫ম ওভার শেষে ভারত ৪৮/২।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৬ষ্ঠ ওভারে ভারতীয় ব্যাটসম্যান তিলক পাকিস্তানী স্পিনার নেওয়াজকে ২টি ৪ মেরেছেন। এই ওভারে ১১ এসেছে।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৭ম ওভারে ১ম ৩ বলে কোন রান আসে নাই। পাকিস্তানী স্পিনার আবরার বল করছেন।
মোট ৩টি ডট বল, বাকি বলগুলোতে ৩ রান এসেছে।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৮ম ওভারে পাকিস্তানী স্পিনার মুকিম বল করছেন।
সূর্যকুমার ৩য় বলে ১টি চার মেরেছেন।
এই ওভার থেকে ৭ রান এসেছে।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১১
সৈয়দ কুতুব বলেছেন: ভারত জিতে যাবে । এক শাহিন আফিরিদি যে খেলা দেখিয়েছে বাকিদের কচু গাছের সাথে ঝুলে মরে যাওয়া উচিত ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো বলেছেন। ধন্যবাদ নিরন্তর।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৯ম ওভারে ৩ রান এসেছে। তিলক একটি ক্যাচ উঠিয়েছিলেন। আউট হোন নাই।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১০ম ওভারের ১ম বলেই তিলক স্পিনার মুকিমকে একটি ৬ মেরেছেন। সূর্যকুমারও ১টি ৪ মারলেন।
এই ওভারে ১৪ রান এসেছে।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১১তম ওভারে স্পিনার আবরার বল করছেন।
এই ওভারে তিলক - সূর্যকুমার জুটি ৫০ পূর্ণ করলেন।
এই ওভারে ৫ রান এসেছে।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১২তম ওভারে বা-হাতি স্পিনার নেওয়াজ বল করেছেন।
তিলক ৩০ রান, সূর্কুমার ২৩ রান।
এই ওভারের ৪র্থ বলে একটি ক্যাচ উঠেছিলো। বোলার নেওয়াজ সেই ক্যাচ নিতে পারে নাই। একটি এল,বি,ডব্লিউ-এর আবেদন এসেছে। থার্ড আম্পায়ার তা গ্রহণ না করে আউট দেন নাই।
ওভারে ৪ রান এসেছে।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৩-তম ওভারের স্পিনার সাইমের ২য় বলে তিলক ভার্মা ৩১ রান করে বোল্ড!
বল বেশ টার্ন খেয়েছিলো!
ডুবে নেমেছেন।
এই ওভার থেকে ৩ রান এসেছে।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৪তম বলের ২য় বলে নেওয়াজ সূর্যকুমারের কাছে ১টি ৪ খেয়েছেন।
বল একটু হলে ফ্লডারের হাতে চলে গিয়েছিলো।
৪র্থ বলেও সূর্যকুমার আরেকটি ৪ মেরেছেন।
এই ওভারে ১০ রান এসেছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৪র্থ ওভারের প্রথম দুই বলে দুইটি ৪ মেরেছেন, অভিষেক শর্মা।
এরপরে, সাইমের ৪র্থ বলে অভিষেক আউট!