![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমাদের রাজনৈতিক দলগুলো তাদের মিছিল ও সমাবেশগুলোতে লক্ষ লক্ষ সমর্থকের উপস্থিতি নিয়ে গর্ব করে। নিজেদের গায়ে বড় দলের তকমা লাগায়। এই লক্ষ লক্ষ সমর্থক দিয়ে কি হবে যদি বিপদের সময়ে এই সমর্থকদের না পাওয়া যায়? সাবধান করার জন্যে একটি ঘটনা বলি।
পৃথিবীর শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সাঁ)-এর ওফাতের মাত্র দুই বছর আগের ঘটনা। হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে এই যুদ্ধের সময়ে শত্রুদের আক্রমণে প্রথম দিকে খুবই খারাপ অবস্থা হয়ে যায় মুসলমানদের। মুসলিমদের ১২ হাজার সৈন্যদলের প্রায় সবাই মহানবী (সাঁ)-কে রেখে পালিয়ে যেতে থাকেন। বুখারী শরীফে আছে, মাত্র ৯-১০জন সাহাবী যুদ্ধক্ষেত্রে অসীম বিক্রম দেখিয়ে পাল্টা আক্রমণ করে যান।
যুদ্ধের সেই ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তওবা-এ এভাবে বর্ণিত আছে -
‘হুনাইনের দিনকে স্মরণ করো, যখন তোমরা নিজেদের সংখ্যাধিক্যতে তুষ্ট ছিলে; কিন্তু তাতে তোমাদের কোনো কাজ হয়নি; বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তা তোমাদের জন্যে সংকীর্ণ হয়ে গিয়েছিলো এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়েছিলে।'
সেই যুদ্ধে যেঁ গুটি কয়েকজন সাহাবী মহানবী (সাঁ)-এর পাঁশে থেকে তাঁকে রক্ষা করেন, তাঁদের মধ্যে একজন মহিলা ছিলেন। এই মহিলা সাহাবী (রা) যখন দেখেছিলেন আমাদের প্রিয় নবীজি বিপদে, তখন নবীজিকে বাঁচাতে সেই নারী একটি লাঠি দিয়ে অসীম সাহসের সাথে শত্রুর সাথে লড়াই করতে থাকেন।
খোদা আমাদের এমন সাহস দান করুন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নামটা প্রকাশ করতে এখন ইচ্ছা করছে না।
ধন্যবাদ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি ভয়ংকর মিথ্যুক, আমাদের নবীজীর পক্ষে যুদ্ধ করেছে আপনার তৈরি রোবোটিক সৈন্যরা।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি নতুন ইতিহাস লিখছেন????
ধন্যবাদ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
সামরিন হক বলেছেন: তাই!? এ ঘটনাটা জানতাম না।কোন রেফারেন্স আছে এ ব্যাপারে ?
বিজন রয়ের মতো আমিও তার নামটা জানতে চাই।
শুভেচ্ছা আপনাকে
আল্লাহ সবার সহায় হোন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাঁর নাম - হযরত উম্মে আম্মারাহ (রা)।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫
প্রামানিক বলেছেন: বোখারি শরীফের হাদীস হলে বিস্তারিত বর্ননা করাই ভালো।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি সাইয়্যেদ জাওয়াদ কাজউইনি'র একটি বক্তৃতা থেকে এই বর্ণনা পেয়েছি। তারপরে, বিভিন্ন হাদিসগ্রন্থ এবং সিরাহ থেকে বর্ণনা চেক করেছি।
ধন্যবাদ নিরন্তর।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হুনাইনের যুদ্ধের বর্ণনা এই বুখারী শরীফ অনলাইনের এই হাদিসে পাবেন - https://sunnah.com/bukhari:4323
আগের হাদিসগুলোতেও পাবেন।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার পায়খানা-রোবোটিক্স ফ্যাক্টরী কি আপনার বাসায়?
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: তার নাম কি?