নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

খোদা কি তাদের ক্ষমা করবেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩

দেশের কিছু ইসলামী ব্যাংকের অবস্থা খুব খারাপ। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকগুলোর একাউন্ট খালি করে টাকা পাচার করেছেন। কাল রাতে চিন্তা করছিলাম, এস আলম গ্রুপ কেন শুধু ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করলো? তারা অন্য ব্যাংকগুলোর মালিকানা কি কিনতে পারতো না? যদি না পেরে থাকে, তাহলে কি শরীয়া ভিত্তিক ব্যাংকগুলোর ব্যাবস্থাপনা দূর্বল?

ইসলামের নাম ব্যবহার করে এস, আলম গ্রুপের এইরকম দস্যুগিরি কি খোদা ক্ষমা করবেন?

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করেছে মূলত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে। এটি শরীয়ার ব্যর্থতা নয়, বরং শরীয়ার নামে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মানবিক ও প্রশাসনিক ব্যর্থতা। আর আল্লাহর কাছে ক্ষমা তখনই সম্ভব যখন হকদারদের অধিকার ফেরত দেওয়া হবে এবং সত্যিকার অনুশোচনা করা হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

নতুন বলেছেন: ইসলামের নাম ব্যবহার করে এস, আলম গ্রুপের এইরকম দস্যুগিরি কি খোদা ক্ষমা করবেন?


এরা কি খোদার কি করবে সেই ভয়ে ভীত?

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভীত হলে কি এমন কাজ করতে পারতো!!!

শুভেচ্ছা নিরন্তর।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২২

সৈয়দ কুতুব বলেছেন: এস আলমের পার্টনার নাবিল গ্রুপ জামায়াতের এলাই। ভয়ংকর ঝণ খেলাপি। ;)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রতিটি হকদারের পাওনা বুঝিয়ে দিতে হবে যদি তা সরিষা পরিমানও হয়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যায় তো অন্যায়ই
আল্লাহ ক্ষমা করতে পারেন যদি সে অনুতাপ করে ক্ষমা চায়। পাওনাদারের হিসাব বুঝিয়ে দেয়

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৮

আমি নই বলেছেন: ডাকাত সেই বাড়ীতেই ডাকাতি করতে যায় যে বাড়ীতে সম্পদ বেশি থাকে। আমার জানা মতে সবচাইতে বেশি মুলধন ইসলামি ব্যাংক গুলোতেই ছিল। আর তারা কিডন্যাপ করে করে ব্যাংকের শেয়ার কিনত, কেউ কিছু বলার সাহস পেতনা।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ধর্মের নাম ব্যবহার করে সকলেই মন্দ কাজ করছে। কারন ধর্মের কথা শুনলেই মানুষের মন নরম হয়ে যায়। একজন ভিক্ষুক পর্যন্ত আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চায়।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

নতুন নকিব বলেছেন:



এস আলম গ্রুপ ইসলামী ধারার ব্যাংকগুলোতে হাসিনার সহায়তায় রাষ্ট্রীয় পেশিশক্তি ব্যবহার করে অবৈধভাবে লুটপাট চালিয়েছে। ওর দেশে-বিদেশের সমস্ত সম্পদ বিক্রি করে ব্যাংকগুলোর দায় শোধ করা উচিত।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১

ধুলো মেঘ বলেছেন: অন্য ব্যাংক গুলোকে লিকুইডীটি রিজার্ভ রিকয়ারমেন্ট ১০%, অর্থাৎ মোট আমানতের ৯০% তারা ঋণ হিসেবে বিতরণ করতে পারবে, সেখানে ইসলামী ব্যাংকগুলোর এলআরসি মাত্র ৪%, অর্থাৎ তারা আরো অতিরিক্ত ৬% আমানত বিনয়গ করতে পারবে। এস আলম মূলত সেই সুযোগটাই নিয়েছে। নরমাল ব্যাংক হলে যেখানে ৯০% লুট করা যায়, ইসলামী ব্যাংক হলে সেখানে লুট করা যায় ৯৬%। তার পাশাপাশি যেসব ব্যাংকের লিকুয়িডিটি পজিশন ভালো ছিল, যেমন এন্সিসি এবং কমার্স ব্যাংক - সেগুলোকেও তারা টার্গেট করেছিল।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৬

বিজন রয় বলেছেন: খোদা কি তাদের ক্ষমা করবেন?

করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.