![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমাদের পাঠাগারের বয়স এখন এক
সিলেটে আমাদের 'স্বপ্নপুরী - কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগার'-এ শিশুদের নিয়ে কাজ শুরু করেছি তা প্রায় ১ বছর হয়ে গেলো। দিনে দিনে আমাদের পাঠাগারে আসা শিশুদের সংখ্যা বেড়ে চলেছে। আজ যেমন National Children's Task Force-এর সিলেট শাখার শিশুরা আমাদের পাঠাগার পরিদর্শনে এলো, তেমনি নিয়মিত অন্যান্য শিশুরাও আসছে।
আমরা পথশিশুদের নিয়ে পডকাস্ট করার চিন্তা করছি
এই আইডিয়া আমি ঢাকায় শিশুদের নিয়ে কাজ করা এক সমাজকর্মীকে দিয়েছিলাম। তিনি এগিয়ে এসেও বাস্তবে পরিণত করতে পারেন নাই। আমি সিলেটের National Children's Task Force-কেও একই আইডিয়া দিয়েছি। তাঁরা খুব আগ্রহী হয়েছেন। আমি সত্যিই একদিন এই পডকাস্ট করে বসবো। খুব সিম্পল আইডিয়া। 'একদিনের জন্যে একজন পথশিশুর একটি আশা পূরণ করবো আমি'।
কি ধরণের আশা করতে পারে একটি পথশিশু?
আমাদের পডকাস্টে কেন আসবে একজন পথশিশু? সে তো 'কামাই' করতে ব্যস্ত! আমি এই প্রশ্নের জবাবে বললাম- "তাদের যে কোন আশা পূরণ করবো আমরা। একদিনের জন্যে সে হবে রাজা/রাণী! কোন পথশিশু হয়তো প্লেনে চড়তে চাইবে। অথবা, কোন পাঁচতারা রেস্টুরেন্টে খাইতে চাইবে। অথবা, সুন্দর কাপড় পড়তে চাইবে। কিংবা, কক্সবাজারে ঘুরতে যাইতে চাবে। অথবা, বাবা-মাকে হজ্ব/উমরাহ করাতে চাইবে।"
খুবই ব্যয়বহুল একটি পডকাস্ট হবে! মাথা ঘুরছে কিভাবে সামলাবো এই ভেবে!
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই কঠিন একটি কাজ। স্বীকার করেছি।
তবে, আমাদের এগিয়ে যেতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
পথ শিশুদের দেখায়ে পকেট ভারী করছেন এনজিও'র ডলারে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের প্রতিষ্ঠান এণজিও নয়।
সোশ্যাল বিজনেস করার এবং শেখানোর চেষ্টা করছি আমরা।
ধন্যবাদ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩০
সুলাইমান হোসেন বলেছেন: খুবই প্রশংসনীয় একটি উদ্যেগ গ্রহন করিয়াছেন,আল্লাহ তায়ালা এই জটিল কাজকে আপনার জন্য খুভই সিম্পল কাজ বানিয়ে দেন
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমিন।
আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ নিরন্তর।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো কাজ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: "আমি সিলেটের পথশিশুদের একটি আশা পূরণ করবো"।
হা হা! কি বিরাট দানবীর আসছেন পথশিশুদের আশা পূরণ করবেন!
ওরে গাধা, আপনি আপনার আশা পূরণ করেন!
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি 'জেনারেশন একাত্তর' ব্লগারের লেজ?
লেজ নাড়তে থাকুন। কাঁটা না গেলেই হলো!!!
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: করেন আশা পূরণ করেন। আপনি পারবেন কাণে আপনার অনেক টাকা আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫০
এইচ এন নার্গিস বলেছেন: পথ শিশু নিয়ে ভাবনা খুব ভালো উদ্যগ । তাদের প্রধান চাহিদা অন্ন ,বস্ত্র আর বাসস্থান । তাদেরকে বিনাপয়সায় পড়াশুনার ব্যাবস্থা করা । মুখস্ত বিদ্যা না দিয়ে করে খেতে পারার মতো কিছু স্কিল শিক্ষার ব্যাবস্থা করা। যেমন ফ্রিলান্সিং ,পশুপালন, ব্যাবসার পুঁজির ব্যাবস্থা করা ইত্যাদি । সবচেয়ে বেশি দরকার মেয়ে শিশুদের নিরাপত্তার ব্যাবস্থা করা । তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দুষ্ট মানুষ তাদের ব্যাবহার যেন না করতে পারে। আপনার এই উদ্যগের পাশে আছি ।