![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের প্রিয় সামু ব্লগে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলতে চান, সচরাচর ইনিয়ে বিনিয়ে পোষ্ট লিখেন, তারা একটু বাজে স্বভাবের হয়ে থাকে। এদের দেখলে মনে হয়, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ একটি 'গাধাদের যুদ্ধ'। এরা নিজেরা যেমন বাজে জীবন লিড করে, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন খারাপ, এরা যেমন খারাপ বীজ থেকে জন্ম, সেজন্যে, মুখও খারাপ।
ব্লগের এইসব নোংরা জানোয়ারগুলো থেকে সাবধান থাকুন। 'শ্রাবণগাধা', 'জাহান্নামী একাত্তর'-দের দেখে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ ধারনা করবেন না, প্লিজ।
আপনার পোস্টে এসে বাজে কথা বললে, নিশ্চিন্তে 'মাদারটোস্ট' বলে দিন। মনে রাখবেন, আব্রাহাম লিংকন বলেছেন - 'ভালোদের সাথে ভালো আচরন করুন। আর, খারাপদের সাথে কঠিনের চেয়ে কঠিন হোন।'
সবাইকে ভালো থাকুন নিরন্তর।