![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
প্রিয় পল,
মানুষের ভিতরটা কি তুমি বুঝতে? কখনোই ভাবিনি কোন গান আমাকে কাঁদাবে! তোমার গান শোনার আগে কোন গানই আমাকে কাঁদাতে পারে নাই, কখনোই! কিন্তু, তুমি জানো, প্রথম দেখাতে তোমার গান আমাকে কাঁদিয়েছিলো!
আর, অনেক দিন পরে কাঁদলাম, যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে!
যেখানেই থাকো, ভালো থেকো!
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
উনার ঠিকানা কি জানেন? একটা আস্ত চিঠি পাঠিয়ে দিই, কি বলেন?
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৮
আবেদি১২৩ বলেছেন: স্যার , আমি জানি না , উনি কে ছেলে নাকি মেয়ে , যদি ছেলে হয় ওই বেটা রে ধইরা , ডিসিউম ধিশিয়াম , ২ তা ঘুষি মারতে হবে. প্রবলেম হলো যদি বেডি হয় তাহলে তো নারী নির্যাতন মামলা খাবো. মহা ঝামেলা মনে হচ্ছে।
কিন্তু কিছু একটা অবশই করতে হবে। আমার স্যার কে টাউড বলসে, কত বড় সাহস
স্যার আপনার লেখা " কেউ যদি আমেরিকা থেকে আপনাকে স্যোশাল মাধ্যমে অপমান করে, তাকে কিভাবে থামাবেন?" এই টা পড়লাম , অনেক কিছু শিখলাম স্যার , আপনার কাছে অনেক কিছু শেখার আছে।
শুভেচ্ছা নিরন্তর।
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, কালকে এই ব্যাপারে আরও নতুন কিছু জানবেন।
আপাতত, আসুন গান শুনি, আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটি। আপনার প্রিয় গান কোনটা আশা করি জানাবেন। ---
৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২১
আবেদি১২৩ বলেছেন: স্যার , একটা জিনিস জানার ছিল , যদি অনুমতি দেন , তাহলে বলতে পারি
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবশ্যই জিজ্ঞাসা করবেন।
তবে, আগামীকাল উত্তর দিতে পারবো।
আজ রাতটা শুধু গানের!!!
৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩০
আবেদি১২৩ বলেছেন: স্যার , আমার অনেক প্রিয় গান আছে , তার মধ্যে ১ টা দিলাম
https://www.youtube.com/watch?v=bTlKOWXWPv0
এইটা আমার অনেক প্রিয় গান স্যার
৫| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩১
আবেদি১২৩ বলেছেন: স্যার , আমার অনেক প্রিয় গান আছে , তার মধ্যে ১ টা দিলাম
view this link
এইটা আমার অনেক প্রিয় গান স্যার
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমারও খুব প্রিয়। ছোটবেলার প্রেম!!!
শাহ আজিজ ভাইয়ের চীনা ফাইটার বিমানের কথা পড়ার পরে এই গানটি শুনতে ভুল করবেন না!!!
৬| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৭
আবেদি১২৩ বলেছেন: aha aha ,, what a song sir .. what a song.. sir need to asked something, if u allow plz
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উহু! গানটি ভালো করে শুনুন, প্লিজ।
এরপরে, এইটা -
৭| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৪
আবেদি১২৩ বলেছেন:
. Sir, Need a Advice in urgent basis. plz allow me
৮| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৮
লুধুয়া বলেছেন: আরেকটা নিজের ID দিয়ে নিজের ব্লগে কমেন্ট। এটা কোন লেভেলের বাটপারি।
৯| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৪
আবেদি১২৩ বলেছেন: @লুধুয়া আপনি কি আমাকে বাটপার বলসেন ? স্যার আমারে বাটপার বলসে আমাকে একটা চিঠি ট্র্যাফ্ট করে দেন, উনারাও দৌড়ের উপর রাখতে হবে
১০| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৩
আবেদি১২৩ বলেছেন: @লুধুয়া শুনেন, আমি গত কালকে থেকে স্যার এর action পোস্ট দেখিয়া , স্যার আর ভক্ত হয়েছি। যদি আপনি আমাকে বকা দেন, তাহলে কিন্তু স্যার আমার হয়ে আপনার নাম বিশেষ চিঠি দিবে। স্যার কিন্তু , পৃথিবীর যেকোনো জায়গায় থাকেন , স্যার আপনার বিরুদ্ধে বেবস্থা নিতে পারবে। আপনি কিন্তু আমার স্যার কে এত হালকা ভাবে নিবেন না।
বিশ্বাস না হলে , স্যার এর " কেউ যদি আমেরিকা থেকে আপনাকে স্যোশাল মাধ্যমে অপমান করে, তাকে কিভাবে থামাবেন?" পড়ে আসুন।
বড়ই ডেঞ্জার আমার প্রিয় স্যার
am i right sir
১১| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: মনে হচ্ছে এটা একটা মিউজিকের পোস্ট।
১২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৩
লুধুয়া বলেছেন: ভাই আপনি কি কোনো মানসিক সমস্যায় আছেন? এইভাবে কেনো নিজেকে হাসির পাত্র বানাচ্ছেন।
১৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৮
আবেদি১২৩ বলেছেন: ভাই ঠিকই বলেছেন, পুরাই মানসিক সমস্যার মধ্যে আছি, বুঝান না স্যার, আর অ্যাকশন পোস্ট দেখে ভক্ত হয়ে গেছি। মানসিক সমস্যা না থাকলে কি এমন করি! শুভেচ্ছা নিরন্তন।"
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৮
আবেদি১২৩ বলেছেন: আহা আহা , কি সুন্দর গান , স্যার "জনারণ্যে একজন" উনি কি আপনাকে সরি বলেছে?