নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার পূর্বপুরুষ দেশের সাথে ধোঁকাবাজি করেন নাই

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০২



শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক দুর্নীতি হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে। এখনো হচ্ছে। দেশে আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে গত কয়েক মাস ধরে মববাজি হয়েছে, দুর্নীতি তো হচ্ছেই। তার মানে কি দাঁড়ালো? দেশের মানুষ যদি দুর্নীতি/রাহাজানি করেন, তার দায়ভাগ কি সরকার নিবে? কেন নিবে? দেশের সিংহভাগ মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা কোন সরকার প্রধানেরই নাই, এটা বুঝা যাচ্ছে। এভাবে, শেখ হাসিনারও ছিলো না।

শেখ হাসিনা এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন, যারা শুধু নিজেরা খারাপ থেকে দূরে থাকেননি, দেশের জনগণের জন্যেও ভালো কাজ করেছেন। সেই পরিবারের সন্তান হয়ে শেখ হাসিনা খারাপ হবেন তা কি করে হয়!!! যদিও, নবী নুহের ছেলে নবীর কথা শুনে নাই। ফলে, বিপদে পড়েছিলো। কিন্তু, শেখ হাসিনা তো একজন মুসলমান! নবী নুহের ছেলের সাথে তাঁর তুলনা চলে না।

শেখ হাসিনা একজন নারী হয়েও আমাদের পুরুষতান্ত্রিক সমাজে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এর কয়েক মাস পরেই তাঁর পতন হয়। সেই যুদ্ধ ঘোষণার সাথে সরকার পতনের কোন যোগসূত্র আছে কি? তাঁর সরকারের অনেকেই দূর্নীতির সাথে জড়িত ছিলেন বলে শোনা যাচ্ছে। তারাই বেইমানী করেছেন শেখ হাসিনার সাথে? হতে পারে।

শেখ হাসিনা ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে প্রথম দিকে ভালো আচরণ করেন নাই। সুমন ভাইকে পার্টির বাজে মানুষদের চাপে মনোনয়ন দেন নাই। পরে সুমন ভাই দেখিয়ে দিয়েছিলেন জনগণ তাঁর পক্ষে আছে। খোদা এভাবে বদলা নিয়েছেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৫

নতুন বলেছেন: শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক দুর্নীতি হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে। এখনো হচ্ছে। দেশে আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে গত কয়েক মাস ধরে মববাজি হয়েছে, দুর্নীতি তো হচ্ছেই। তার মানে কি দাঁড়ালো? দেশের মানুষ যদি দুর্নীতি/রাহাজানি করেন, তার দায়ভাগ কি সরকার নিবে? কেন নিবে? দেশের সিংহভাগ মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা কোন সরকার প্রধানেরই নাই, এটা বুঝা যাচ্ছে। এভাবে, শেখ হাসিনারও ছিলো না।


আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানালে আপনি দুনিতি দমনে কি কি করতেন?

শেখ হাসিনা কি সেই রকমের চেস্টা করেছেন? অবশ্যই করেন নাই। তিনি দুনিতির সাথে আপস করেছেন, তাদের দলের ক্ষমতা বৃদ্ধেতে দলে রেখেছেন।

আপনি দেশে দুনিতি দমনে কি কি করা উচিত সেই লিস্ট বানালে দেখা যাবে উনি কি কি করতে পারতেন কিন্তু করেন নাই।

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আমার পোস্টে উল্লেখ করেছি যে, আমাদের দেশ পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা চালিত। শেখ হাসিনার মন্ত্রী পরিষদ পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তিনি একজন মহিলা হয়ে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই।

আপনি বলছেন - "তিনি দুনিতির সাথে আপস করেছেন, তাদের দলের ক্ষমতা বৃদ্ধেতে দলে রেখেছেন।".

...........তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, আমার মনে হয়, তারা শেখ হাসিনার কথা শুনেন নাই।

শেখ হাসিনার ব্যাংক একাউন্টে দুদক ১৭টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৯৫৮ টাকা পেয়েছে (ইত্তেফাক, ১১ মার্চ ২০২৫)।

যে হাজার কোটি টাকা পাচার হয়েছে, সেগুলো কি শেখ হাসিনার একাউন্টে গিয়েছে, নাকি তাঁর দলের মানুষেরা খেয়েছে?

ভালো থাকুন নিরন্তর।

২| ১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫০

নতুন বলেছেন: যে হাজার কোটি টাকা পাচার হয়েছে, সেগুলো কি শেখ হাসিনার একাউন্টে গিয়েছে, নাকি তাঁর দলের মানুষেরা খেয়েছে?


দলের মানুষ অন্যায় করলে তার দায় নেতা নেবে না???

দলের সবাইকে নিয়ন্ত্রন করতে না পারলে প্রধানমন্ত্রী থাকার অধিকার আছে?

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





১) নতুন বলেছেন: দলের মানুষ অন্যায় করলে তার দায় নেতা নেবে না???
========
দলে এতো এতো মানুষ। উনি দেশ সামলাবেন, নাকি দলের সব মানুষের দিকে লক্ষ্য রাখবেন? যদি কাছের মানুষেরা বেইমানী করে, উনি কী করতে পারতেন? আশা করি উত্তর দিবেন।


২) নতুন বলেছেন - দলের সবাইকে নিয়ন্ত্রন করতে না পারলে প্রধানমন্ত্রী থাকার অধিকার আছে?
=========
আপনি দলের মানুষের দুর্নীতির দায় উনার কাঁধে চাপাচ্ছেন কেন! আওয়ামী লীগ অনেক বড় দল। বিএনপি জামায়াত থেকেও বড়। সেখানে উনি মিলিত ভাবে কোন অর্থনৈতিক দূর্নীতি করে থাকলে বলুন। শেখ হাসিনা কি সেইসব দূর্নীতিতে ইন্ধন যুগিয়েছেন? যুগিয়ে থাকলে উনার শাস্তি প্রাপ্য। না দিয়ে থাকলে, দলের অন্যান্য নেতার দূর্নীতির ভাঁড় উনার কাঁধে দেওয়া অনুচিত বলে মনে করি।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ব্লগের একটি অংশ আপনাকে নিয়ে 'মকারি' করে। নানা রকম দুষ্টু-মিষ্টি মাল্টি নিক দিয়ে ডাকাডাকি করে।
যারা বেশিরভাগই মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ এর আদর্শ কে বিশ্বাস করে।
পোষ্টি পড়ে মনে হচ্ছে আওয়ামী সমর্থকদের একটু খুশি করতে চাইছেন।
ব্যাপারটি খারাপ না.... তবে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণকারী দের ও
হতাশ করবেন না প্লিজ..... মুক্তিযুদ্ধের উপরে ও পোষ্ট চাই।

ধন্যবাদ নিরন্তর‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.