নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ঈগলের মতো উল্লাসে ডেকে উঠুন!!!

১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৭



কখনো ঈগলের দিকে লক্ষ্য করে দেখেছেন কি? কিভাবেই না ঈগল মা তার ছানাদের একে একে বাসা থেকে #ধাক্কা দিয়ে শুন্যে ভাসিয়ে দেয়, মৃত্যু #ঝুঁকি থাকা সত্তেও!
.
তার মনে তখন সন্দেহের দোলা- ''পারবে তো তার ছানাগুলো বাতাসে ভাসতে?'' সব সন্দেহ ঝেড়ে ফেলে নিজের মায়ের কাছ থেকে ছোটবেলায় শেখা শিক্ষাগুলো কাজে লাগায় সে। নিজ মাথা দিয়ে ঠেলে বাতাসে ভাসিয়ে দেয় ছানাদের। মা হিসেবে এটাই হয়তো তার সর্বোচ্চ উপহার।
.
অন্যদিকে, বাচ্চাগুলোর মনের অবস্থা চিন্তা করে দেখুন। যে জন্মদাত্রী মা মুখে তুলে এতোদিন খাইয়েছে, সেই মা-ই তাদেরকে উঁচু বাসা থেকে এভাবে ঠেলে ফেলে দিচ্ছে! নিচে কঠিন জমি। সেখানে পড়লে নির্ঘাত মারা যাবে। মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাদের।
.
মায়ের কাছ থেকে একে একে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া বাচ্চাগুলো প্রথমে বুঝতে পারে না কি করবে। নিরেট পাথরের মতো পড়ে যেতে থাকে মাটির দিকে যেখানে মৃত্যু অপেক্ষা করছে. বাঁচার আপ্রাণ চেষ্টায় শূণ্যে কখনো চরকির মতো পাক খেতে থাকে তাদের দেহ, আবার কখনো ডান বা বামে কাত হয়ে ডান ঝাপ্টিয়ে চেষ্টা করতে থাকে বাঁচার। তাদের #ডানাগুলো প্রবল বাতাসের ধাক্কায় কুলিয়ে উঠতে পারে না।
.
মাটি আর মাত্র কয়েক গজ দূর। এ সময় তাদের বেঁচে থাকার প্রবল চেষ্টা নিজেদের মাঝে থাকা সহজাত প্রবৃত্তি থেকে বের করে আনে কিভাবে বাতাসে ভেসে থাকতে হয় সেই শিক্ষা।
.
ঈগল ছানা বাতাসে ডানা মেলে পরিপূর্ণ ভাবে। বেঁচে থাকার আনন্দে পাহাড়ী প্রান্ত জুড়ে তার উল্লাসের ধ্বনি ছড়িয়ে পড়ে- 'চিহহহহহ!'
.
আকাশে ডানা মেলে নতুন এক শিকারী!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:


দখলদার ব্লগারের মত একাধিক পোষ্ট করায় আপনার লেখাটি বর্জন করলাম। :P

১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



'হংকং চায়না' এখন বাংলাদেশ ফুটবল দলের উপরে দখলদারি চালাচ্ছে।

বাংলাদেশ ১ গোলে পিছিয়ে।

ধন্যবাদ নিরন্তর।

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





বাংলাদেশ ড্র করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.