| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমি একজন খোদা ভীরু মানুষ। কিছুটা সংসার বিমুখও! হামেশাই চিন্তার জগতে হারিয়ে যাই। নিজের এই ব্যাকুলতা ঢাকতে ব্লগজগতে পড়ে থাকি। আমার বিবিজান এই ব্যাপারটা বুঝতে পারেন। এজন্যে, তিনি প্রায়ই অনুযোগ-অভিযোগ করেন।.
...আমার এই সংসার বিমুখতার পিছনের কারণ কি তা নিয়ে আমার বিবিজানের কিছু পর্যবেক্ষন রয়েছে।.....তিনি গান লিখে তা জানিয়েছেন!
গানটা আশা করি ভালো লাগবে।
২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!
খোদা আমাকে চিনেন, আমিও খোদাকে চিনি।
কিছু বুঝলেন?
ধন্যবাদ।
২|
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১০
dupur১২৩ বলেছেন: হাহা আপনি তো দেখি আমার থেকে একধাপ উপরে বুজছেন।
মোদি নিজেকে বায়োলজিক্যাল বলে. আপনি যেমনে খোদা কে চিনা চিনি বলছেন, কোন দিন না আবার ..................................
![]()
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি দেখি ক্লাউনদের মতো কথা বলছেন!!!
মজা পাচ্ছি!
শুভেচ্ছা।
৩|
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার আচরণ স্বাভাবিক নয়; পরিবারের প্রতি নজর দেন, স্ত্রীর মতামতকে মুল্যায়ন করেন।
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৫ বছরে আপনাকে দেওয়া সব 'ট্যাগ' দেখছি আমার উপর দিয়ে ৬ মাসেই চালিয়ে দিচ্ছেন!!!!
ধন্যবাদ নিরন্তর।
৪|
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
কামাল১৮ বলেছেন: যে যত বেশি পাপি সে তত বেশি খোদা ভিরু হয়।যার অস্তিত্বের কোন প্রমান নাই তাকে ভয় পাবার কি দরকার।
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি পাপী। তবে, তাকওয়া এমন একটি শব্দ যা ফলো করতে পাপী হওয়া লাগে না।
বরং, বিশ্বাসটাই বড়।
কমেন্টের জন্যে ধন্যবাদ।
৫|
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি মরডারেটর তাই সামুতে পড়ে থাকেন।
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মডারেটরদের সামুতে পড়ে থাকা লাগে না।
আধুনিক যুগে অনেক সফটওয়্যার আছে।
আর, রোটাও থাকার কথা।
শুভেচ্ছা নিরন্তর।
৬|
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৩
dupur১২৩ বলেছেন: আপনি মজা পাচ্ছেন দেখে আমি ও মজা পাচ্ছি, কারণ , মানসিক রুগী দের সাথে কথা বলে সবাই মজা পায়। দেশে অশিক্ষিত জ্ঞানী লোকের বড়ই অভাব। দেশ আপনাকে নিয়ে বড়োই গর্বিত।
Before things get any worse, please talk to a psychiatrist.
Wishing you a quick and complete recovery.
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আহা, রাগ কচ্ছেন কেন!!!
আমি আপনাকে ক্লাউন বলে মজা করেছি। আপনি আসল ক্লাউন নন।
কারণ, আসল ভাঁড়রা হাসায়, মানুষ পিটুনি দিলে বা ঢিল ছুড়লেও হাসে। আমি সার্কাসে ভাঁড়দের দেখেছি!!!
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৬
dupur১২৩ বলেছেন: আপনি খোদাভীরু শুনে খুবই ভালো লাগলো। সংসার বিমুখ তাই ভাবি আপনাকে গান দিয়ে বুঝিয়াছে , আলহামদুল্লিয়াহ আপনারা সুখে আছেন। কোরানের একটা আয়াত দিচ্ছি , জানি আপনি বুজবেন না তাও দিলাম।
....... ভালো থাকবেন।
“তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা করো না; কে প্রকৃত পরহেজগার, তা আল্লাহই ভালো জানেন।” সূরা আন-নাজম (৫৩:৩২)
অর্থাৎ—নিজেকে নির্দোষ, উত্তম বা সবার চেয়ে ভালো বলা ঠিক নয়; কেবল আল্লাহই জানেন কার অন্তর প্রকৃতভাবে ভালো।
সুস্থতা কামনা করি
ডা.ওমি, মনোরোগ বিশেষজ্ঞ