|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আইডিয়ার রাজ্য--- এটা হবে আমার ৩য় বই। 
আজ বইয়ের মূল পান্ডুলিপি স্টুডেন্ট ওয়েজের মাশফিক তন্ময় ভাই জমা নিয়েছেন।
আগের দুইটি বই উত্তরন প্রকাশনী থেকে বের হয়েছিলো - ২০২২ ও ২০২৩ সালের বইমেলায়। প্রকাশক জানিয়েছেন যে, বই দুটো ভালো চলেনি। কেন চলেনি? আমার মতে, আমার বইয়ে পাঠককে টানার মতো কিছু ছিলো না। এবারেরটা কেমন চলবে?
প্বথিবীর উন্নত দেশগুলোতে আইডিয়া নিয়ে অনেক বই বের হয়। কেন যেন, আমাদের দেশে এখনো হয় নাই! এই কথা চিন্তা করেই, আমার ১০০টা আইডিয়া নিয়ে 'আইডিয়ার রাজ্য' বইটি বের করছি। 
আশা করি, এবারে পাঠকগণ সাড়া দিবেন
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:০২
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
জী, চেষ্টা করি। 
আমি সামুতে অনেক আইডিয়া দিয়েছি।
সব জলে গেছে, মনে হয়!
শুভেচ্ছা নিরন্তর।
২|  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৫
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনার কত টাকা খরচ হবে?
  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:০৩
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
প্রকাশক কোন টাকা চান নাই, 
এখন পর্যন্ত!!!
ধন্যবাদ নিরন্তর।
৩|  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:১০
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:১০
জেনারেশন একাত্তর বলেছেন: 
গত ২ বইতে কত টাকা গেছে আপনার পকেট থেকে?
  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:১৮
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
এখানে বলেন বলা উচিত হবে কি? প্রকাশক শুনলে অপমানিত বোধ করতে পারেন। 
উনি আমাকে ১০০ বই কিনে নিতে অনুরোধ করেছিলেন। নতুন লেখক হিসেবে আমার কাছে প্রস্তাব মন্দ মনে হয় নাই। কিন্তু, আমার ডিসিশন ভুল ছিলো। এভাবে বই কিনে আত্মীয় বন্ধু বান্ধবদের গেলানো উচিৎ  হয় নাই!
সেজন্যে, আমি ২০২৪ সালের বইমেলায় বই না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন বুকস্টোরে বই আপলোড করা শুরু করি একটি বইয়ের এজেন্সির মাধ্যমে। 
এতে অনলাইন প্রেজেন্স যেমন বেড়েছে, বই বিক্রিও খারাপ না!!!
ধন্যবাদ নিরন্তর।
৪|  ৩১ শে অক্টোবর, ২০২৫  সকাল ৮:৫০
৩১ শে অক্টোবর, ২০২৫  সকাল ৮:৫০
কলাবাগান১ বলেছেন: চ্যাট জিপিটি কে এখন বললে শুধু ১০০টা ১০০০ নতুন আইডিয়া লিখে দিবে
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৪
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু কিছু টিপস ছাড়ুন
তাহলে ই তো আগ্রহ সৃষ্টি হবে !