|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

আমার শ্বশুর মরহুম দিদারুল আলম চৌধুরীর মৃত্যুর পরে তাঁর এই বইটি আমাকে তাঁর স্মৃতিস্বরূপ দেওয়া হয়। যত দূর জানতে পারি, তিনি তাঁর বাবার নিকট থেকে এই বইটি পেয়েছিলেন। আমার শ্বশুর বাংলাদেশের হাতে গোনা কয়েকজন নাগরী ভাষার পুথিপাঠকদের মাঝে একজন ছিলেন। আমার কাছে সংরক্ষিত যে কয়েকটি প্রাচীন জিনিসপত্র রয়েছে, সেগুলোর মাঝে এই বইটি অন্যতম। 
সিলেটি নাগরী লিপি মধ্যযুগে বাংলা ভাষা চর্চায় ব্যবহৃত হতো। আনুমানিক ১৩০৩ খ্রিস্টাব্দের দিকে এই লিপিটি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, পশ্চিমবঙ্গ (বাঁকুড়া) এবং আসাম (বরাক উপত্যকা)-এ জনপ্রিয় ছিলো। 
আমার শ্বশুর খুব ভালো শ্লোক ও ধাঁধা বলতে পারতেন। আমার বিয়ের পরে তাঁর সাথে প্রথম সাক্ষাৎকারেই তিনি আমাকে ধাঁধা জিজ্ঞাসা করেছিলেন, যার মাথামুণ্ডু কিছুই আমি বের করতে পারি নাই। 
আমার শ্বশুর আমাকে একবার জানিয়েছিলেন, তাঁর পূর্বপুরুষ কয়েকশত বছর আগে ইরান থেকে আসার সময়ে সাথে করে সেদেশের চিহ্নস্বরূপ এক ধরণের স্পেশাল 'বাঁশ' নিয়ে এসেছিলেন। সেই স্মৃতি ধরে রেখে আমার শ্বশুরালয় প্রতি বছর শীতে 'বাঁশের পিঠা' উৎসব করেন। এই বাঁশের পিঠাকে সিলেটি ভাষায় 'চুঙা পিঠা' বলে। 
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:২৫
৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি একজন মুক্তিযোদ্ধা, 
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন, 
এরপরে, শেখ হাসিনাকে 'কচ্ছপ' বলেছেন। 
তারপর আবার, শেখ হাসিনার গুরু তাজউদ্দীন আপনারও গুরু!!!
আপনি জাতির জন্যে নিপাহ ভাইরাস!
২|  ৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১৫
৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি গার্বেজ আইডিয়ার উৎস। 
জিয়াকে হত্যা করেছিলো উনার ঘনিষ্ঠ অফিসারেরা; সবকিছুর মুলে ছিলো ক্যা: মাহফুজ ( ১নং সেক্টের ক্যা: )। 
কিছু না'জেনে আইডিয়ার গার্বেজ লোড করেন ব্লগে।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৩৮
৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি জংগী হিজবুতে ছিলেন, এখন জল্লাদ শিবিরে আছেন; আপনি জাতির জন্য ভয়ংকর মানুষ।