| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আজ একটা ঘটনা শুনে মনটা দুঃখে ভরে গেলো। মনে হলো, আমাদের দেশের অনেক মানুষ গুণীজনদের বেঁচে থাকার সময়ে সম্মান দিতে জানেন না। মারা যাওয়ার পরে হায় হায় করেন।
আজ শুনলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন বেঁচে থাকার সময়ে খুব কষ্টে ছিলেন। তাঁর আর্ট যখন বিক্রি হতো না, তিনি সেগুলো দিয়ে নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিতেন। অথচ আজ? তাঁর পেইন্টিংগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়। কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যে তাঁর একটি পেইন্টিং প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে! অথচ, সেই টাকা তাঁর কোন কাজে লাগছে না!
ডঃ; ইউনুসের বয়স হয়েছে। তাঁকে সারা বিশ্ব সম্মান করে। আর, আমরা? তাঁকে উঠতে বসতে অসম্মান করি। লোকটাকে এভাবে অসম্মান করে আমরা কি পাচ্ছি! আমি সত্যিই জানি না!
২|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১১:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি "আজকে" জানলেন যে, বাংগালীরা আর্ট কিনতো না; আপনি যদি সঠিকভাবে পড়ালেখা করতেন, ৮ম শ্রেনীতে উহা বুঝে যেতেন যে, বাংগালীরা সামান্য ভাতের অভাবে ছোটবেলা থেকে পংগু শরীর টানে; আর্ট কিনতে পারে আপনার মতো লোকজন, যারা মিথ্যার দোকান করে বেড়ায়।
৩|
০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:১৩
মাথা পাগলা বলেছেন: আপনারা বলেন, সুদখোর শ্রদ্ধেয় ইউনুস স্যারের মতো একজন সৎ নিষ্ঠাবান নোবেল বিজয়ী মানুষ এই সমগ্র উপমহাদেশে একটিও নেই। কিন্তু কি কারনে বলেন, বলতে পারেন না। ইউনুস বিগত ১ বছরে সন্মান পাবার জন্য উনি কি করেছেন, একটু বলবেন? আমি তো দেখি জংগী মনোভাব সম্পন্ন অনির্বাচিত মব সৃষ্ট দল গঠন করে ইউনুস সাহেব ক্ষমতায় বসে আছেন। পাকিস্তানের সাথেও পিরিত বাড়ছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি ভালো মানুষ নন, সেজন্য জাতির বিপক্ষেে যেই লোক ক্যু করায়েছে পাকিস্তান ও আমেরিকাকে নিয়ে তার জন্য আপনার খারাপ লাগছে; সে জাতির যতটুকু ক্ষতি করেছে, সেটা আপনার লিলিপুটিয়ান শিবিরী মগজে ঢুকছে না।