| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ব্লগার জেনারেশন একাত্তর ভাইয়ের সাথে একটু টিট টিট হওয়ার পরে, ২ দিন ধরে কোন পোস্ট করি নাই। আশা করি, এই দুই দিন আপনারা আমার পোস্ট মিস করেছেন!
এতো গেলো পুরনো কথা। এবারে, নতুন কথায় পাড়ি। আজ সকালে সিলেটে এসেছি। আমাদের স্বপ্নপুরী -কানিজ ফাতেমা জায়গীরদার শিশু - কিশোর পাঠাগারের পক্ষ থেকে সিলেটের ১০টি স্কুল ও মাদ্রাসার ২৫-জন শিক্ষার্থীকে বাৎসরিক স্টাইপেন্ড দিতে যাচ্ছি। আগামী তিন বছর আমরা এইসব স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাবো।
এজন্যে, আমরা ১৪-জন স্টাইপেন্ড স্পনসরদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। তাঁরা আগামী তিন বছর তাঁদের বাবা-মায়ের স্মরণে এই স্টাইপেন্ড স্পনসর করে যাবেন বলে কমিট করেছেন।
এই নিয়েই শনিবার পর্যন্ত ব্যস্ত থাকবো। তবে, চাঁদগাজী ভাইয়ের সাথে টিট টিট হলেও, আশা করি, উনি আমার কথায় মাইন্ড করেন নাই। যদিও, আমি কিছু মন খারাপ করেছিলাম। তবে, সিলেটে আসার পরে হযরত শাহ জালাল (রহঃ)-এর দরগাহ মাজার ও আত্মীয়দের কবর জিয়ারত করে মন ভালো হয়ে গিয়েছে!
এখন ধুমায় ব্লগিং করা যাবে। দিনে ২-৩টা পোষ্টও করে বসতে পারি। যদিও ব্লগার সৈয়দ কুতুব মাইন্ড খেয়ে বসতে পারেন!
সবাই ভালো থাকুন নিরন্তর।
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ব্লগিং খুব এঞ্জয় করি। তাই, এতো দিন ধরে করে যাচ্ছি।
আমি একজন রিসার্চার হিসেবে মনে করি, এসবে মনের শান্তি মিলে।
আপনি আমার বানানো এই ডকুমেন্টারি দেখতে পারেন -
ধন্যবাদ নিরন্তর।
২|
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজেই মরডারেটর ।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাভা ভাই কি রিটায়ার করছেন?
এই সম্পর্কে কিছু জানলে জানাবেন, প্লিজ।
ধন্যবাদ নিরন্তর।
৩|
০৭ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:১৬
সুলাইমান হোসেন বলেছেন: আমি আপনাকে অনেক মিছ করেছি।আপনি অনেক আইডিয়া দিতে পারেন, কিন্তু সামুতে দুই একটি আইডিয়া দেন না কেন,যেন আমরা উপকৃত হতে পারি।আপনার একটি আইডিয়াতে আমার অনেক উপকার হয়েছে,যেটা অনেক আগে দিয়েছিলেন।সেটা হলো— পাাপ করার চাইতে ঘুমিয়ে থাকা অনেক ভালো
৪|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: খুব শ্রীঘই চাঁদগাজীর সাথে আপনার সুসম্পর্ক হয়ে যাবে।
৫|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: একটা কথা বলতে ভুলে গেছি।
ছবিটা সুন্দর হয়েছে।
৬|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কেউ মিস করেছে কিনা বলতে পারছি না; তবে ব্লগার মিররডল হয়তো এই কয়টাদিন সামুতে ঠু মেরে খুশি ছিল। ![]()
৭|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৫
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: প্রিয় শাইয়্যান ভাই, শুভেচ্ছা নিন। শুরুটা দেখে একটু তিতা হয়ে গেছিলাম। লাস্টে যখন দেখি ধুমাইয়া করবেন, মনটা ফ্রেশ হয়ে গেলো।
*পুনশ্চঃ- নুনুগাজী, ধনগাজী, চনুগাজী এই জাতীয় ক্রনিক সিফিলস আক্রান্ত সারমেয় হইতে যোযন যোযন দুরত্ব বজায়ে রাখুন।
আপনার মুল্যবান মস্তিষ্কে এইসব জন্তু জায়গা পায় কেমনে? আজব!
৮|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৬
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: * Correction:- লাস্টে যখন লেখলেন ধুমাইয়া ব্লগ করবেন, মনটা ফ্রেশ হয়ে গেলো।
৯|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: উপরের মন্তব্যটা মুছে দেবেন। ভুলে দিয়ে ফেলেছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: ধুমাইয়া ব্লগিং করে যান, সময় কাটানোর উত্তম মাধ্যম হচ্ছে লেখালেখি।
আচ্ছা- আপনি একজন গায়ক + আইটি পার্সন আপনি এসব মাজার, দরগা, মাইজভাণ্ডারী এসব নিয়ে থাকেন কেন? এসব করে কি আপনার ভালো লাগে?