নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এই মহাবিপদে রাজনৈতিক নেতৃত্বের প্রতি একটি আহবান

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৪


ছবিঃ হেন্ডমেইড অস্টিন কাউবয় হ্যাট, সাইজ মিডিয়াম, এসেম্বলড ইন আমেরিকা

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। গত শুক্রবার এবং এর পরবর্তী ভূমিকম্পগুলো তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঢাকায় গত শুক্রবার সকালের কম্পনের পরে, আর পরিচিতজনদের মুখে ভীতি দেখে আজ রাত জাগার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৭ দিন, পালা করে একেকজন রাত জাগবো। প্রথম রাতটায় আমিই জেগে থাকছি।

প্রস্তুতিস্বরূপ, ঘরে হ্যালমেটের অভাব বোধ করছি। সকাল পর্যন্ত বেঁচে থাকলে, আমরা যে কয়েকজন ঘরে আছি, সবার জন্যে হ্যালমেট কিনে আনবো। মাথা বাঁচাতে আমার মতে এর চেয়ে উপরকারী বস্তু আর কিছু নেই! এছাড়া, পর্যাপ্ত পিলো ও বালিশ আসে-পাশে রেখেছি। দরকার পড়লেই স্বজনদের এগিয়ে দিবো।

আমাদের ডায়নিং টেবিলটা যথাস্থানে আছে বলেই মনে হচ্ছে। বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। কিন্তু, রাতে গার্ড ব্যাটা ওটার দরজা তালা মেরে রাখে। আর, আশে-পাশে যে বড় বড় দালান! মাথার উপর যে কোন কিছু ছিটকে পড়তে পারে। তাই, দরকার মনে হলে, ডায়নিং টেবিলের নিচে লুকানোর চিন্তা আছে।

টেবিলের উপর থেকে সব কাঁচের জিনিসপত্র সরিয়ে রেখেছি। এখন আর ওটার নিচে লুকালে কোন অসুবিধা হবে না।

বাসায় বড় একটা হাতুড়ির অভাব ফিল করছি। আটকা পড়লে বের হতে সাহায্যে আসতো। ওটা কাল কিনে আনবো, ইনশাআল্লাহ।

পানির যোগান আছে। বাসায় খাবার পানি ভর্তি বোতল আছে। কিন্তু, অগুলো ভেঙ্গে গেলে কি হবে? চিন্তা করছি কি করা যায় পানিকে ধরে রাখতে। একটা কলস থাকলে ভালো হতো। স্টিলের কলস!

মোবাইলফোনের স্ক্রিনের দিকে তাকালাম। পর্যাপ্ত চার্জ আছে।

রাজনীতি আমার প্রিয় বিষয়গুলোর একটি। কিন্তু, কেন জানি না, এখন তা নিয়ে কচকচ বিষাক্ত লাগছে। একটু বড় করে শ্বাস নিতে চাই। আর চাই, রাজনীতিক নেতারা এলাকায় এলাকায় ভূমিকম্পের প্রস্তুতিমূলক ড্রিলের ব্যবস্থা করুন।

এটুকু কি বেশি চাওয়া হয়ে যাবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

কিছু মনে করবেন না, আপনার মাথায় তো অনেক আইডিয়া, দেশের-

এই সংকট কালীন মুহূর্তে ভূমিকম্প নিয়ে কোন বিজনেস আইডিয়া আছে কি?

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সবাই হ্যালমেট কিনতে পারবেন না। দামের কারণে।

আপনি শক্ত কাউবয় হ্যাট আমাদানী করে দেখতে পারেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.