নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে \'বয়কট ভারত\' নীতি যেভাবে প্রয়োগ করা সম্ভব

১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯

ওসমান হাদীকে খুন করে খুনি ফয়সাল ভারতে পালিয়েছে। এই খুনি মিয়ানমারে পালিয়ে যেতে পারতো। কিন্তু, তা না করে ফয়সাল ভারতে পালিয়েছে। এর অর্থ, ভারত অপরাধীদের আশ্রয়স্থল। তাই, ভারতের সাথে সব ধরণের সম্পর্ক বাংলাদেশের ছিন্ন করা উচিত। এটা যদি সম্ভব হয়, তাহলে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতি কীভাবে সামনে এগিয়ে যেতে পারবে?

আমি বিষয়টি আবেগ নয়, কৌশলগত–অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ধরছি। রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্নের মতো সিদ্ধান্ত বাস্তবে অত্যন্ত জটিল—কিন্তু ধরা যাক, বাংলাদেশ রাজনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্ক স্থগিত/সীমিত করল, তখন বাণিজ্য ও অর্থনীতি কীভাবে টিকে থাকবে ও এগোতে পারে—এই প্রশ্নের বাস্তবসম্মত উত্তর নিচে দেওয়া হলো।

১️. প্রথম সত্যটি পরিষ্কার করা জরুরি
ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী বাণিজ্য অংশীদার হলেও একমাত্র নয়। বাংলাদেশের মোট রপ্তানির ৮০%+ যায় ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান–এ, আর, বাংলাদেশের রপ্তানিতে ভারতের অংশ ৫–৭% এর বেশি নয়।

অর্থাৎ, ভারত ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে—এটি একটি মিথ।

২. ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হলে কোথায় চাপ পড়বে?
এক্ষেত্রে, আমাদেরকে বাস্তবতা বুঝে কৌশল নিতে হবে।

সম্ভাব্য চাপ:

ক) স্থলপথ ট্রানজিট
খ) ভারত থেকে কিছু কাঁচামাল আমদানি
গ) বিদ্যুৎ আমদানির একটি অংশ
ঘ) ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বাজারসমূহ

কিন্তু, মনে রাখতে হবে, এগুলো বিকল্পযোগ্য (Substitutable)।


======বিকল্প কৌশল ১: “সমুদ্রনির্ভর অর্থনীতি” (Ocean-based Trade Shift)======

কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের ভারতের উপর নির্ভরতা মূলত স্থলবন্দর ও ট্রানজিটে।

যা করণীয়:

ক) চট্টগ্রাম–মংলা–পায়রা বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহার
গ) সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা হাব হিসেবে ব্যবহার
ঘ) মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাথে সরাসরি শিপিং রুট

এতে করে, বাংলাদেশকে Land-locked থেকে Ocean-linked অর্থনীতিতে রূপান্তর করা যাবে।


======বিকল্প কৌশল ২: চীন–আসিয়ান–মধ্যপ্রাচ্য ব্লক======

এক্ষেত্রে, বাস্তবতা হচ্ছে, চীন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস। এছাড়াও, ASEAN (ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড) দ্রুত বাড়ছে সেই সাথে, আমাদের মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য হচ্ছে শক্তিশালী ক্রেতা এবং বিনিয়োগকারী।

বাংলাদেশের যা করণীয়:

ক) China+1 Supply Chain–এ নিজেকে বসানো
খ) ASEAN Free Trade Agreement (FTA)
গ) UAE, KSA, কাতারের সাথে Deep Trade Pact

এক্ষেত্রে, ভারত বাদ পড়লে চীন–আসিয়ান স্বাভাবিকভাবেই জায়গা নেবে


======বিকল্প কৌশল ৩: রপ্তানি বৈচিত্র্য (Export Diversification)======

ভারতের সাথে সমস্যার আসল সমাধান বাংলাদেশের রপ্তানি শক্তি বৃদ্ধি করা ।

সম্ভাবনাময় খাত:

১) IT ও সফটওয়্যার সার্ভিস
২) ফার্মাসিউটিক্যালস
৩) কৃষি প্রক্রিয়াজাত পণ্য
৪) হালকা ইঞ্জিনিয়ারিং খাত
৫) ডিফেন্স–নন–লেথাল (ইউনিফর্ম, বুট, ইকুইপমেন্ট)

আর, ভারতনির্ভর আমদানির চাপ রপ্তানি আয় দিয়ে অফসেট করা যাবে


======বিকল্প কৌশল ৪: “Labour Power Diplomacy”======

ভারত নয়, বাংলাদেশের আসল শক্তি হচ্ছে - 'মানবসম্পদ'। এক্ষেত্রে, যা করণীয়:

ক) ইউরোপ, জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্যে Skilled Labour Export
খ) Govt-to-Govt লেবার চুক্তি
গ) রেমিট্যান্স চ্যানেল শক্তিশালী করা
ঘ) রেমিট্যান্স হচ্ছে বৈদেশিক মুদ্রার সবচেয়ে স্থিতিশীল উৎস
ঙ) বিকল্প কৌশল ৫: SAARC নয়—BIMSTEC + OIC ফোকাস

ভারত যদি রাজনৈতিকভাবে প্রতিকূল হয়, SAARC কার্যত মৃত হয়ে যাবে। তবে, BIMSTEC–এ ভারত থাকলেও মূল শক্তি নয়। আর, OIC দেশগুলোতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেশি।

সেক্ষেত্রে, মুসলিম বিশ্ব + দক্ষিণ-পূর্ব এশিয়া = নতুন কূটনৈতিক ব্যালান্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ: “Single-country Dependency ভাঙা”।
ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হোক বা না হোক—বাংলাদেশের উচিত কোনো দেশের উপর অতিরিক্ত নির্ভরতা নয়, বরং, Multi-polar Economic Strategy প্রয়োগ করা। এটাই সার্বভৌম অর্থনীতির মূলনীতি।

একটি কঠিন কিন্তু সত্য কথা হচ্ছে, ভারত যদি অপরাধীদের আশ্রয় দেয়—তাহলে সমাধান কেবল আবেগ নয়, বরং, আন্তর্জাতিক আইন,
ইন্টারপোল, কূটনৈতিক চাপ এবং গ্লোবাল মিডিয়া ন্যারেটিভ দিয়ে সমস্যার সমাধান করা জরুরী। এখানে মনে রাখতে হবে যে, অর্থনীতি শক্তিশালী হলে কূটনৈতিক চাপও কার্যকর হয়।

সংক্ষেপে রোডম্যাপ-

ক) চীন–আসিয়ান–মধ্যপ্রাচ্য ব্লক
খ) রপ্তানি বৈচিত্র্য
গ) রেমিট্যান্স ও মানবসম্পদ
ঘ) মাল্টি-পোলার কূটনীতি
ঘ) ভারতের বিকল্প প্রস্তুত রেখে চাপ প্রয়োগ

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫

রিফাত হোসেন বলেছেন: বয়কট নীতিতে বিশ্বাস করি না, অন্তত ভারতের সাথে। তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে কিন্তু চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতাও রাখতে হবে অর্থাৎ নতজানু পররাষ্ট্রনীতি নয়। তারা প্রতিবেশি, তারা আমাদের দেশের সীমান্তকে অশান্তি করে দিবে শান্তি বাহিনী দিয়ে। সব পাহাড়ি খারাপ নয় কিন্তু অনেকেই রয়েছে যাদের রক্ত মগদস্যুদের মত। যেমন আমাদের মধ্যে মীরজাফর বা রাজাকার আছে বা পাকি বিহারি আছে। তবে...

আপনি যা বলেছেন এগুলোর সাথে পূর্ণ সহমত। শুধু শিরোনাম সংক্রান্ত বক্তব্য বাদে।
নিজেরা আগে ভাল হতে হবে, নামে নয় বরং কাজে মুসলিম হতে হবে। শুধু শুক্রবার জুম্মাতে কাতারে দাঁড়িয়ে নয় বরং ওজনে ঠিক দিয়ে, অতি মুনাফা না করে, সঠিক ভাড়া নিয়ে, প্রাপ্য সম্পদ দিয়ে, আমানতে খেয়ানত না করে, যথাযথ সময়ে অফিস করে, সরকারি/বেসরকারি কাজে ঘুষ না নিয়ে, খাদ্যে ভেজাল না দিয়ে, দয়া করে, ভদ্র ব্যবহার করে। আমাদের জাতিকে তথা মুসলিম নাগরিকদেরও অনেক সময় দূর যেতে হবে উন্নতির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.