| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শ্রদ্ধেয়,
অনেক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আজ আপনি দেশে পা রেখেছেন। এই ভালোবাসা যেন আপনাকে শক্তি দেয়, খোদা যেন দেশ ও দশের মঙ্গল করার আপনার ইচ্ছাকে সামনে এগিয়ে নিয়ে যান, পরম করুণাময় আপনার মনে যেন আমাদের ভূমির অভাগা মানুষদের প্রতি ভালোবাসা অটুট রাখেন সেই দোয়া দিয়ে শুরু করছি।
আপনাকে অন্যান্য জনপ্রতিনিধিদের মতো জনবিচ্ছিন্ন হলে চলবে না। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের ভূমিতে বিগত বেশিরভাগ জনপ্রতিনিধিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার বিনিময়ে সাধারণ খেটে খাওয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিলো। তাঁরা অন্যের মুখ থেকে জনগণের খবর জানতে পারতেন। জনগণ তাঁদের নাগাল পেতো না।
আপনার দেহের চারপাশের যে অদৃশ্য শক্তি আজ কোটি জনগণকে আপনার কাছে টেনে নিয়ে এসেছে, আপনি সেই শক্তির প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি নিজ নিরাপত্তার দোহাই দিয়ে জনগণকে দূরে ঠেলে দেন, তাঁরাও এক সময়ে বিগত অনেক রাষ্ট্রনায়কদের মতো আপনাকেও ভয় পেয়ে, আশাহত হয়ে দূরে সরে যাবে।
এইজন্যে, প্রটোকল ভেঙ্গে মাঝে মাঝে গ্রামে গিয়ে দরীদ্র, সাধারণ মানুষদের খোজ নিবেন। তাঁদের সাথে থালা ভাগ করে দুপুরের ভাত খাবেন। শীতের সময়ে রোদ পোহাতে পোহাতে গ্রামের কোন সস্তা চায়ের দোকানে বসে চায়ের কাঁপে চুমুক দিতে দিতে দরিদ্র মানুষদের সাথে কথা বলবেন। তাঁদের নিজ সুখ-দুঃখের কথা গল্পচ্ছলে শোনাবেন। আর, গ্রামের মানুষদের দুঃখের ভাগীদার হয়ে নিজ হাতে তাঁদের দান-দখিনা করবেন। ঠিক আপনার বাবার মতো!
আর, তাঁদের কখনো ভুলে যাবেন না, যারা বিপদে আপনাকে এবং আপনার দলকে এতো দিন টেনে নিয়ে এসেছেন!
তবেই, আপনি একদিন 'শহুরে নেতা' থেকে 'জনগণের আসল নেতা' হয়ে উঠবেন। তখন, আপনি একদিন অনুভব করতে পারবেন, আপনার চারপাশের অদৃশ্য শক্তি বলয় আরো বড় হয়ে যাচ্ছে। এক সময়ে এমন একদিন আসবে, যেদিন আপনার মেকি কোন নিরাপত্তা লাগবে না। জনগণই আপনাকে তাঁদের নিরাপত্তার চাঁদরে ঢেকে দিবে। তাঁরাই হয়ে উঠবে আপনার আসল প্রহরী।
আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, মহান খোদাতায়ালার ইচ্ছায়, সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি জনগণের একজন প্রকৃত নেতা হয়ে আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে থাকবেন।
গাফুরুর রাহিম আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.