নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের পুনরুজ্জীবিত করার এবং ব্লগ কর্তৃপক্ষের আয় বাড়ানোর ৪টি আইডিয়া

০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২১



ব্লগ ঝিমিয়ে পড়েছে, এটা প্রায় সবাইই বলছেন। গত কিছু দিন ধরে কমেন্ট অনেক কম আসছে, কেন যেন ব্লগ আর আগের মতো নেই! এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে কি করনীয়? আমি কিছু আইডিয়া দিতে পারি। আপনারা তো জানেনই, আমি আইডিয়া দিতে উস্তাদ!

১ম আইডিয়াঃ somewhereinfacebook.net
এটা খুবই উচিৎ কথা যে, ফেসবুকে আমাদের ব্লগারদের অনেকে লিখেন। অনেক প্রথিতযশা ব্লগার এখন ফেসবুক প্লাটফর্মকে ব্যবহার করে জনপ্রিয় হইয়ে উঠেছেন। তাই, এখন যদি ব্লগ কর্তৃপক্ষ সামহ্যোয়ার ইন ফেসবুক নামক একটি প্রজেক্ট খোলার চেষ্টা করেন, তাহলে কেমন হয়? ব্লগাররা সেখানে ইচ্ছামতো ছবি আপলোড করতে পারবেন, পারবেন, ভিডিও দিতে, কিংবা লাইভ করতে। আমরা ব্লগে হাঁ হাঁ কিংবা রাগের ইমো দিতে পারি না। হয়তো দেখা যাবে পোস্ট দিয়ে রাগ না ঝেড়ে, সোনাগাজী ভাইয়ের লেখায় ধুমছে সবাই রাগের ইমতে ক্লিক করছে!!! তখন কি দারুনটাই না? হবে!!! ডোমেইন এখনো ফাঁকা আছে। দাম বছরে $9.99। চিন্তা করে দেখা যায় কি?

২য় আইডিয়াঃ somewhereinlinkedin.net -
এই ডোমেইনটাও ফাঁকা আছে। সামহোয়্যার ইন লিংকডইনে সামুর সব প্রফেশনালরা লিংকড হবেন, পোস্ট করবেন ইংরেজিতে। বছরে
$9.99 বিক্রি হচ্ছে ডোমেইনটি!

৩য় আইডিয়াঃ somewhereintwitter.net -
এখানে টুইট করবেন নামকরা সব ব্লগাররা। এমনকি হয়তো বড় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও আকৃষ্ট করা যাবে! এই ডোমেইনের দামও $9.99/বছরে।

৪র্থ আইডিয়াঃ সামহ্যোয়ার ইন ইউটিউব -

এটা ফাঁকা আছে কি না জানতে আপনাকে একটু খোঁজ নিতে হবে। :) ইউটুবার বা ভ্লগার তৈরীর দায়িত্ব নিবে এই প্রজেক্ট। ভ্লগের এড থেকে আয় হলে সামু কর্তৃপক্ষ হয়তো আমাকে এইসব আইডিয়া দেওয়ার জন্যে পে করবে!!!

আশা করি, ব্লগ কর্তৃপক্ষ আমার এই আইডিয়াগুলো প্রয়োগ করা যায় কিনা তা ভেবে দেখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.