| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
যে মানুষেতে তোমায় দেখে,
সেই মানবেই তোমার বাস।
সেই সে মানুষ বনবাসে
ছাড়ে দীর্ঘশ্বাস হে প্রভু,
ছাড়ে দীর্ঘশ্বাস!
কী সেই অভাবে, চরণতলে,
মস্তকে ধুলোয় উড়ি।
যে প্রাণেতে তোমায় ধরে
নিত্য তোমাতে মরি হে প্রভু,
নিত্য তোমাতে মরি।
কত লোকে, লোকান্তরে,
করছে হায় হুতাশ!
সেসব প্রাণের দূর্বিপাকে
তোমার কি বসবাস, হে প্রভু,
তোমার বসবাস?
=====
গান - Dhirghoshash
=========================
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেই সে মানুষ বনবাসে
ছাড়ে দীর্ঘশ্বাস হে প্রভু,
ছাড়ে দীর্ঘশ্বাস!
...........................................................
জীবনের ব্যর্থতা, মানুষের জীবনের সহিত খেলা করে
যখন তার মন থেকে দীর্ঘশ্বাস বের তখন ব্যর্থতা সমূহ
এক এক করে সামনে আসে ।
যিনি এই ব্যর্থতাকে সামলে নিয়ে ঘোড়দৌড়ে অংশ নিতে
পারে, তিনিই সার্থক ।