|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অশ্রুহীন মন
অশ্রুহীন মন
	মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........
হরতালের আগের দিন সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি মসজিদে নিজের ব্যাগে রাখা হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক যুবদলকর্মী।
তেঁজগাও থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয়নগর এলাকার তেঁজগাও জামে মসজিদের ভেতরে নিজের ব্যাগে লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন মতিঝিল থানা যুবদল কর্মী মাসুদ।
তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
এছাড়া সোমবার বিকালের পর রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মিরপুর, ফকিরাপুল, তেঁজগাও, বিজয়নগর, মালিবাগ, পল্টন এলাকায় এসব ককটেল বিস্ফোরিত হয়।
Click This Link
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই মার্চ, ২০১৩  রাত ৮:২০
০৫ ই মার্চ, ২০১৩  রাত ৮:২০
অশ্রুহীন মন বলেছেন: 

২|  ০৪ ঠা মার্চ, ২০১৩  রাত ৯:২৮
০৪ ঠা মার্চ, ২০১৩  রাত ৯:২৮
পাগলামামা বলেছেন: শালা মারা যাইনি? মসজিদে যে বোমা নিয়ে প্রবেশ করেছে, তাকে আল্লা এত কম সাজা দিলেন?
  ০৫ ই মার্চ, ২০১৩  রাত ৮:২২
০৫ ই মার্চ, ২০১৩  রাত ৮:২২
অশ্রুহীন মন বলেছেন: শয়তান মরবে সবার পরে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৩  রাত ৯:২৬
০৪ ঠা মার্চ, ২০১৩  রাত ৯:২৬
মুক্তকণ্ঠ বলেছেন: