|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অশ্রুহীন মন
অশ্রুহীন মন
	মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........
 আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ভেজাল কেলেঙ্কারি যেন থামছেই না! ঘোড়ার মাংস কেলেঙ্কারি ধামাচাপায় না যেতেই চকলেট বারে প্লাস্টিক মিশিয়ে বাজারজাত করে নতুন বিতর্কে জড়ালো সুইজারল্যান্ডভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নেসলে’!
আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ভেজাল কেলেঙ্কারি যেন থামছেই না! ঘোড়ার মাংস কেলেঙ্কারি ধামাচাপায় না যেতেই চকলেট বারে প্লাস্টিক মিশিয়ে বাজারজাত করে নতুন বিতর্কে জড়ালো সুইজারল্যান্ডভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নেসলে’!
অবশ্য এই কেলেঙ্কারি ধরা পড়ে যাওয়ায় ‘দুঃখ প্রকাশ’ করেছে নেসলে কর্তৃপক্ষ!
নিরীক্ষায় চার প্রকারের ‘কিট ক্যাট চাঙ্কি চকলেটে বার’-এ প্লাস্টিক খুঁজে পাওয়ার পর দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “ক্রেতাদের ‘স্বার্থে’ পিনাট বাটার, হাজেলনাট, চক ফাজ ও কারামেল’ নামক চকলেট বারগুলো বাজার থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে।”
এছাড়া, এ ধরনের খাবার কিনে থাকলে তা মূল্য ফেরত নিয়ে ফেরত দিতে ক্রেতাদের প্রতি পরামর্শ দিয়েছে নেসলে কর্তৃপক্ষ।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪৭
২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪৭
অশ্রুহীন মন বলেছেন: ভাই কি নিয়মিত এই কিট ক্যাট চকলেট খান?
২|  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৪
২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গার্লফ্রেন্ডরে আর দেওয়া যাইবো না।
  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৯
২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৯
অশ্রুহীন মন বলেছেন: আপনার টাকাতো বেচে গেলে ভাই.........।
৩|  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৭
২৫ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৭
আমি ব্লগার হইছি! বলেছেন: আমি নিয়মিত কিটক্যাট খাই কিন্তু দিন দিন দাম বাড়ছে আর টেষ্ট ফালতু হয়ে যাচ্ছে।
  ২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ২:৩৭
২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ২:৩৭
অশ্রুহীন মন বলেছেন: তা আপনার কমেন্ট দেখে আমি বুজতে পেরেছি। ধন্যবাদ ভাই
৪|  ২৭ শে মার্চ, ২০১৩  দুপুর ১:২৮
২৭ শে মার্চ, ২০১৩  দুপুর ১:২৮
সাদা রং- বলেছেন: প্রেম ভালো বাসায় তো দেখি পোলাপাইনে এসব চকলেট বেশি খায়।
  ২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৮
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৮
অশ্রুহীন মন বলেছেন: এখন তাদের কি উপায় হবে? ধন্যবাদ ভাই
৫|  ২৭ শে মার্চ, ২০১৩  দুপুর ১:৪৮
২৭ শে মার্চ, ২০১৩  দুপুর ১:৪৮
শায়েরী বলেছেন: Amar
Khube posonder kitkat 
  ২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩২
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩২
অশ্রুহীন মন বলেছেন: মন ভোরে খেয়ে নিন। কারন পছেন্দের খাবার সাথে কোন কিছুরই তুলনা হয়না.........
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪০
২৫ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪০
আমি ব্লগার হইছি! বলেছেন: এই জন্যেই তো দিন দিন কিটক্যাট এর কোয়ালিটি খারাপ হচ্ছে।