নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার রাজনীতিতে আমি বিশ্বাসী না। ধর্মের ব্যাপারে চুল পরিমান ছাড় দেই না। \nআমার আমিত্বে আমিময়।

সাখাওয়াত হোসাইন সাকিল

আমি বাঙ্গালী। বাংলা আমার রক্ত। বিরোধিতা করি চলমান সামাজিক ও রাজনৈতিক আচার।

সাখাওয়াত হোসাইন সাকিল › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:২৪



স্বাধীনতা সে তো ধর্ষিতা নারীর গলা কাটা লাশ,
স্বাধীনতা সে তো দূর্নীতির এক অনন্য ইতিহাস।

স্বাধীনতা সে তো মিউজিয়ামে রাখা কৃত্রিম মূর্তি,
স্বাধীনতা মানে রিশা, তনু আর খাদিজার সৃতি।

স্বাধীনতা মানে নিরহ মানুষকে বাসে পুড়িয়ে মারা,
স্বাধীনতা মানে ফেলানিকে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রাখা।

স্বাধীনতা মানে সংখ্যালঘুদের মন্দিরের মুর্তি ভাঙ্গা,
স্বাধীনতা মানে ছাত্রলীগের ছেলেদের কোরআন জ্বালিয়ে দেয়া।

স্বাধীনতা মানে কোটার মাধ্যমে অযোগ্যদের সুযোগ করে দেওয়া,
স্বাধীনতা মানে বেকার ছেলের নিশ্চুপ কান্না।

স্বাধীনতা মানে ত্রিশ লক্ষকে দুই লক্ষ করা,
স্বাধীনতা মানে একজন মুক্তিযোদ্ধার ভিক্ষা করে চলা।

স্বাধীনতা মানে রাজপথে পরে থাকা আবরার নামক ছাত্র সমাজের লাশ,
স্বাধীনতা হলো সুর্বণচরের ধর্ষিতা নারীর আর্তচিৎকার।
|
স্বাধীনতা মানে কলেজ ক্যাম্পাসে গাঁজার চাষ করা,
স্বাধীনতা মানে পরীক্ষা দিলেই পাশ করা।।

স্বাধীনতা হলো সৃতিসৌধএ ফুল নিয়ে যাওয়ার সময় পথশিশুর পেটে লাথি দেওয়া।।
এই আমাদের সাতচল্লিশ বছরের সমুজ্জ্বল স্বাধীনতা।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৩

সাখাওয়াত হোসাইন সাকিল বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:

হাউকাউ বক্তব্য, বিরক্তিকর ভাষা, অপ্রয়োজনীয় ভাবনা

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩২

সাখাওয়াত হোসাইন সাকিল বলেছেন: আপনার কাছে এমনটা মনে হতেই পারে। ধন্যবাদ

৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫০

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা বড্ড অগোছালো মনে হলো, গুছিয়ে লিখার চেষ্টা করুন।

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩১

সাখাওয়াত হোসাইন সাকিল বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো

৪| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৫

আরোগ্য বলেছেন: স্বাধীনতার বহিঃপ্রকাশ ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.