![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার শ্রেণীর লোক সকাল-বিকাল আল্লাহতা‘আলার লানত ও অভিসম্পাতের(অভিশাপের) মধ্যে থাকে। অর্থাৎ এদের উপর আল্লাহতা‘আলার
গযব নাযিল হয়(নাউযুবিল্লাহ)। তারা হলঃ-১। সমকামী(অর্থাৎ পুরুষে অথবা নারীতে নারীতে সঙ্গম)।
২। স্ত্রীর মলদ্বারে (অর্থাৎ পিছন দিক দিয়ে) সঙ্গমকারী।
৩। পশু-পাখী, জীব-জন্তুর সাথে সহবাসকারী।
৪।ঋতু অবস্থায় (অর্থাৎ হায়েয নেফাস অবস্থায়) নিজের স্ত্রীর সাথে সহবাসকারী।
হযরত ইসা (আঃ) একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন রাস্তায় একটা বালক আগুনে পুড়ছে। কিছুক্ষণ পর আগুন একটা বৃদ্ধের রূপ ধারণ করল। এবং বালকটা আগুনে রূপান্তরিত হয়ে বৃদ্ধকে পুড়াচ্ছে। হযরত ইসা(আঃ) কাছে যেয়ে জিজ্ঞেস করলেন ব্যাপার কি? তোমাদের এ অবস্থা কেন? তখন বালকটি বলল, এই বৃদ্ধ আমার প্রেমে পড়ে আমার সাথে অপকর্ম করেছে। তাই আল্লাহ আমাদেরকে এ শাস্তি দিলেন যে, আমি একবার আগুন হয়ে তাকে জ্বালাই, পরবর্তীতে বৃদ্ধ আগুন হয়ে আমাকে জ্বালায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজহ করুন। আমীন।
©somewhere in net ltd.