![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর বিদ্রোহের ৪র্থ বার্ষিকী আজ।
সেই দিনটিকে সামনে রেখে কিছু ছবি
নিন্দা জানাই এই জঘন্য হত্যাকাণ্ডের আর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
শাকিল ১৭০৫ বলেছেন: হুম
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: আজ ৪ টি বছর ধরে ৭৪ টি প্রানের বদলে ৫০০০+ সৈনিক ও তাদের পরিবার যে নিদারুন কষ্ট এ আছে তার খবর কি কেউ রেখেছে???
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
শাকিল ১৭০৫ বলেছেন: বুঝলাম না !
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
পিয়ার আহসান বলেছেন: বাংলাদেশের সাহসী সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
শান্ত কুটির বলেছেন: @মিঠুন! তো আপনার কথামত এই ৭৪ জনকে হত্যা করার দায়েঐ ৫০০০+ বন্দিকে বিনা বিচারে মুক্ত করে দেয়া হোক এবং তাদের পরিবার সহ তাদের কে পুরস্কৃত করা হোক। তাই না?
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
সাদা রং- বলেছেন: তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
বাংলার হাসান বলেছেন: আজ ২৫ শে ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া নারকীয় নৃশংস হত্যা দিবস। ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদের যেমন কোন প্রকৃত তালিকা তৈরী হয় নাই। কেননা ৭১ এ তৎকালীন নেতাদের কোন আত্মীয় স্বজন শহীদ হবার রেকড খুব একটা আছে বলে জানি না। তাই হয়তো প্রয়োজন পড়েনি শহীদের তালিকা প্রনয়নের। তদরুপ পিলখানায় ঘটে যাওয়া নারকীয় নৃশংস হত্যার স্বীকার হয়নি আমাদের কোন এমপি, মন্ত্রীর সন্তান তাই এর বিচার হলেও কি আর না হলেও কি। কে ছিল এই নারকীয় নৃশংস হত্যার মুল কারীগর তা কি আজও আমরা জানতে পেরেছি? না কখনো জানতে পারবো?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
চৌকশ বলেছেন: আমার স্বশ্রদ্ধ সালাম। সালাম জানাচ্ছি ঐ সকল শহীদকে যারা প্রান দিয়েছিলেন এই দিনে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @শান্ত কুটির ৫০০০ জন কে আমি মুক্ত করতে বলি নাই ............. যারা অপরাধী তারা সাজা পাক আমার কোন আপত্তি নাই ........... কিন্তু ৫০০০+ এর ৮০% ও এই হত্যাকান্ডে এর সাথে জড়িত নয় ।
কিন্তু তাদের পক্ষে বলার কেউ নাই।
আর বিচার যে কি হচ্ছে তা আমি ভালই জানি..... যদি কখনবা জানার চেষ্টা করনে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শাকিল ১৭০৫ বলেছেন: ??????
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ৫৭ জন সেনা কর্মকর্তার পাশাপাশি কতজন বিডিআর কে মারা হলো সংখ্যা কি খোজ নিয়েছে?
@শান্ত কুটির আপনাকে আমি বলি ১৯৮৫ সালে আমার জন্ম ঐ পিলখানায় ..... জীবনের সবটুকু সময় কাটিয়েছি ঐ পিলখানাতে ... ও খানকার মাঠে খেলে আমি বড় হয়েছি । আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ও বিডিআর এ কর্মরত ছিলেন জীবনের ৫৭ টি বছর (আমার পোস্ট পড়লে জানতে পারবেন) ।
এবার আসি ঐ দিন ও আমার পরিবার এবঙ আমি পিলখানায় অবস্থান করেছিলাম নিজ বাসায় নিজের সামনে অনেক কিছুই দেখেছি বাট বরার কিছু নেই।
ভাই আমি আপনাকে শুধু এই টুকু বলব হত্যাযঞ্জ চালিয়েছে গুটি কয়েক ৫০-৬০ জন একটি দল যা পরবর্তী বেচে যাওয়া আর্মি অফিসার দের বক্তব্য শুনলে ই বুঝতে পারবেন।
এবার আমি অপরাধ এর কথা নিরপরাধ কে সাজা দেওয়া কি অপরাধ নয়?
আপনি আগ্রহী থাকলে আমার সাথে সাক্ষাৎ করে দেখতে পারেন আমি আপনাকে তথ্য প্রমান সহ দেখাবো যে নিরপরাধ ও সাজা পাচ্ছে।
আপনি কি তাহলে মানবেন ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
শাকিল ১৭০৫ বলেছেন: আমরাও জানতে চাই
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
ভোলার ডাইরী বলেছেন: থলের বিড়াল বেরিয়ে আসবে , শুধু দরকার ক্ষমতার পরিবর্তন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
শাকিল ১৭০৫ বলেছেন: এই বিড়াল খানা জাদুর থলের ভিতর রাখা আছে তাই বের করা অনেক কষ্ট হবে
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: এই ইতিহাস ভোলার নয়, মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। আর যেন কখনো এই রকম মর্মান্তিক ঘটনা না ঘটে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
জননেতা বলেছেন: মিঠুন_বিশ্বাস_রানা ভাই আমার খুব জানার আগ্রহ। অনুগ্রহ করে আপনের জোগাজোগ এর ঠিকানা দিন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
শাকিল ১৭০৫ বলেছেন: শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @জননেতা
Click This Link
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: বিডিআর বিদ্রোহের পেছনে কোনো বহিঃশক্তির হাত অথবা কোন ষড়যন্ত্রতত্ত্ব ছিলনা। বিদ্রোহের প্রধান কারণ ছিল বিডিআর জওয়ানদের বেতন-ভাতা, চাকরির সুযোগ-সুবিধাসংক্রান্ত বঞ্চনাবোধ ও তা থেকে জমে ওঠা ক্ষোভ। আমার মনে হয় এটি এতো নৃশংস হওয়ার কারন বিডিআর জওয়ানেরা ঘটনাটি পরে আর নিজেদের কন্ট্রোলে রাখতে পারেনি ফলে তাদের চেইন অফ কমান্ড ভেঙ্গে যায়। বহিঃশক্তি অথবা ষড়যন্ত্রতত্ত্ব এগুলো আমাদের রাজনিতিবিদদের ঘোলা পানিতে মাছ শিকার করার পুরনো অভ্যাস।
আর মূল দাবি ছিল
আর বলা হল আমরা আর্মি অফিসার চাই না আমাদের সরকার নিজস্ব অফিসার দিক না হলে বিসিএস এর মাধ্যমে পারমান্টে অফিসার দিক। তিন বছরের জন্য ভাড়া করা অফিসার চাই না। ( মূলত দাবি এটাই ছিল যা পরে মিডিয়া ও সরকার ডালভাতে নিয়ে গেছে)
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
যা বলার বলবো বলেছেন: In the history BD, it will be listed under biggest
Conspiracy_theory