![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবনে যে কয়টা ভর্তি পরীক্ষা দিয়েছি তার প্রতিটির সাথে ই একটা করে হাস্যকর বলেন অথবা দুর্ভাগ্য বলেন তা জড়িয়ে রয়েছে।
দুর্ঘটনা নাম্বার ১: শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ যেদিন ফর্ম কিনতে যাব ঠিক
সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মানিব্যাগ ই খুঁজে পাইনা কি আর করব বুঝতে পারতেছিলাম না । যাই হোক এক ফ্রেন্ড এর সাহায্যে ফর্ম কিনা আনলাম
যেইদিন পরীক্ষা এর আগের দিন রওয়ানা দিলাম ।
গেলাম রাতে ঘুমাইতে একটু লেট ই হয়ে গেছিলো সকাল বেলা যখন ঘুম ভাঙল ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাসাআল্লাহ ১০.৩০ বাজে পরীক্ষা আবার ১০.০০ টায় ছিল
রেডি হইয়া গেলাম যাইতে যাইতেই সময়ই গেলো শেষ হয়ে।
কি আর করা পরীক্ষা দেইনাই তো কি হইছে সিলেট গেলাম প্রথম বারের মত তাই এই ফাকে একটু দেইখা আসলাম আরকি :-&
দুর্ঘটনা নাম্বার ২: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এটার যেদিন পরীক্ষার জন্য রওয়ানা দিমু ওইদিন বাধল বিপত্তি।
হানিফ এর বাসের টিকিট কেটে রাখছিলাম যথারীতি বাসে বিকাল ৩ টার দিকে মনে হয় যাত্রাবাড়ী থেকে বাসে উঠলাম ।
বাস যখন দাউদকান্দি তে আসলো ঠিক তখন ই আমি ব্যাগ চেক করতে গিয়ে দেখি আমি প্রবেশ পত্র আনিনাই :-&
কি আর করা আবার দাউদকান্দি থেকে ঢাকা আইসা এক বড় ভাই এর মাধ্যমে বাসা থেকে প্রবেশ পত্র আনাইলাম
যখন আবার শ্যামলী বাসের টিকিট কেটে রওয়ানা দিলাম তখন রাত ৮.৩০ টা । তিনটার দিকে চট্টগ্রাম গিয়া বাসের কাউন্টার এ বাকি রাত নির্ঘুম কাটিয়ে সকাল বেলা গিয়ে পরীক্ষা দিয়ে আসলাম। যদিও চান্স পাইনাই
দুর্ঘটনা নাম্বার ৩ : ঢা বি ঘ ইউনিট
এইটার কথা আর কি বলমু :-& আমি যে ঘ ইউনিট এর ফর্ম কিনছি তাই ভুলে গেছিলাম রে ভাই
যে দিন পরীক্ষা সেই দিন দুপুর বেলা কার্ড খেলতেছিলাম তখন রুম এর এক বড় ভাই আমারে কয় কিরে তোর না আজকে পরীক্ষা আমি কইলাম কি কন মিয়া ভাই :-&
পরে শিওর হইলাম যে পরীক্ষা আমার ছিল ওইদিন :-&
ঐ ঘটনার পরে ভর্তি পরীক্ষার উপর থেকেই মন উঠে গেছিলোগা তাই পরে যে ডা আছিল তা ও আরেকজনে মনে কইরা দিছিল
আরেকজন ডা কে আবার জিগাইয়েন না
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
শাকিল ১৭০৫ বলেছেন: কন কি মিয়া বাই :-&
আমারে দিয়া সত্য হইবেক :-&
২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
ferrari_ বলেছেন: কি শুনাইলেন ভাই
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
শাকিল ১৭০৫ বলেছেন: এক্কেবারে হাচা কোঁতা , প্রমিচ
৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
মাসরুর প্রধান বলেছেন: দোয়া করি আপনার ছেলে মেয়েরাও যাতে এমন হয়। তখন যেন আবার উপদেশ দিয়েন না।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
শাকিল ১৭০৫ বলেছেন: কন কি মিয়া বাই :-&
আমি দেইখা এই আকাম করচি কিন্তু তারে এ আকাম করতে দিমুনা
৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
এ্যাপোলো৯০ বলেছেন: ভাইজান শেষমেষ কুথায় ভর্তি হৈলেন?
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
শাকিল ১৭০৫ বলেছেন: হইলাম আরকি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে একটা কলেজ এ
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
আল ইফরান বলেছেন: আপনাকে দিয়েই হপে
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
শাকিল ১৭০৫ বলেছেন: সত্যি হপে
৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
অণুষ বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
শাকিল ১৭০৫ বলেছেন:
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
নীল-দর্পণ বলেছেন: এই অবস্থা!!
কোথায় পড়েছেন শেষে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
শাকিল ১৭০৫ বলেছেন: সমাজ যাদের গাধার চোখে দেখে যেখানে পড়লে, আই মিন জাতীয় তে
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯
বইয়ের পোকা বলেছেন: দেশ ও জাতি আপনার অপেক্ষায়। আপনেরে দিয়াই হবে!!!