![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যালা দিন হইয়া গেছে বলগে কিছু পুস্টু দেয়া হয় না। আম বল্গার তো তাই নতুন কিছু লেখা মাথায় আসেনা! তাই ফেসবুকে পুস্টু দেয়া পুরানো কয়েকটা কবতে পুস্টাইলাম !!
1.
আমি,
ফেলে আশা এশট্রে,
কিছু জমে থাকা ছাই,
অর্ধখাওয়া কিছু শলাকায়
সদা বিষন্নতা উড়াই।
আমি,
ধুলো মাখা পথ
উদ্দেশ্যবিহীন হাটায়
অহর্নিশী সুখে থাকার ভান করে যাই।
আমি ,
জেগে থাকা নির্ঘুম রাত,
একাকিত্তে কাটে আর
সুখে আছি এই ভেবে,
কল্পনার ফানুশ উড়িয়ে যাই!
2.
একটি শীতের কুয়াশা ভেজা সকালে,
বিরল মেঘের ফাঁকে সুর্যরস্নির ন্যায় দেখেছিলাম,
মৃদু কেঁপে এসেছিলে তুমি সামনে আমার!
আমি আরো বেশী কাপাকাপিতে ঢুলতে ঢুলতে, মৃদু ভাবে চিনেছিলাম তোমায়।
সেই থেকে শুরু, আজো অবধি তুমি সেই বিরল শীতের ভোরের সুর্য কিরণ তুমি আমার কাছে! কখনো অস্পষ্ট , কখনো বা মৃদু ভাবে দেখা দাও!
আজোও সেই রহস্যের মায়াজাল ভেদ করতে পারিনি তোমার!
পারবো কি না জানি না!
কেনোনা তুমি সেই বিরল প্রজাতির একজন আমার কাছে , যার কাছে ভিরতে গিয়েও আজও কোন কূল পাইনি!
বড়ই মায়াবতী আর রহস্যময়ি তুমি!!
3.
নান্দনিকতার মুখোশ পরে আজ আমি নান্দনিক হবো,
সভ্যতার মুখোশ ভেঙ্গে আমি আজ অসভ্য হবো।
মুগ্ধতা জাগানিয়া ,
আজ আমি শুধু ই মুগ্ধ হবো,
প্রেমিক সেজে প্রেম করবো,
শুধু তোকে পাবার আশা থাকলে
আমি আমাকে ই বদলে ফেলবো,
কিন্তু যদি বলিস, ভালো থেকো আমায় ছাড়া?
কেবলমাত্র তখনি আমি স্বৈরাচারী হবো।
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
শাকিল ১৭০৫ বলেছেন: ধইন্যা! ধইন্যা !
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
হানিফ চৌধুরী বলেছেন: নান্দনিকতার মুখোশ পরে আজ আমি নান্দনিক হবো,
সভ্যতার মুখোশ ভেঙ্গে আমি আজ অসভ্য হবো।
মুগ্ধতা জাগানিয়া ,
আজ আমি শুধু ই মুগ্ধ হবো,
প্রেমিক সেজে প্রেম করবো,
শুধু তোকে পাবার আশা থাকলে
আমি আমাকে ই বদলে ফেলবো,
কিন্তু যদি বলিস, ভালো থেকো আমায় ছাড়া?
কেবলমাত্র তখনি আমি স্বৈরাচারী হবো।
এই অংশটুকু অসাধারণ লেগেছে ভাই ..... খুব সুন্দর কবিতা
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
শাকিল ১৭০৫ বলেছেন:
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
শুঁটকি মাছ বলেছেন: বাহ আপ্নে তো ম্যালা ভালো লেখেন!!!!!!!!
বিশেষ কইরা তিন নম্বরটা একদম সেইইইইইই!!!!!!!!!!!
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
শাকিল ১৭০৫ বলেছেন: মাইরালাইছে রে!
ইয়ে আফনারা এত্ত ভালা লেখেন তাই দেইখা একটু কলম হাতে লই আরকি
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: আমিও একখান ট্রাই লই
বইসা আছি
একখান ছাড়পোকা দূর থিকা হাটে
আরেকখান শার্টের ভিত্রে কামড়ায়
সাথে মেজাজটাও বিগড়ায়
কাছে পইড়া ছিলো ফিজিক্সের মুটা একখান বই
উঠাইয়া ফালাইলাম দুরে থাকা ছাড়পোকার উপর
কি আশ্চর্য্য! মারলাম মেঝের ওপরটারে
কিন্তু মইরা গেল শার্টের মধ্যেরটার।
এখন মেঝে ভর্তি ছাড়পোকাগুলা কান্নাকাটি করতেছে!
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮
শাকিল ১৭০৫ বলেছেন: কবতে তো সিরাম হইছে!
৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৩
অণুষ বলেছেন: বাহ!!
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮
শাকিল ১৭০৫ বলেছেন:
৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
অপু তানভীর বলেছেন: এই যে এখন সকাল
বসে আছে শাকিল
হঠাৎ একটি মেয়ে এসে
তার পিঠে বসালো কিল !
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭
শাকিল ১৭০৫ বলেছেন: অফু বাই হোয়াট অ্যাঁ কো ইন্সিডেন্ট ভাই !
আপনি যেই সময়ে এইখানে কমেন্ট দিছেন ঠিক সেই সময়ে একটি মাইয়া সত্যি ই আমারে কিল মারছে
৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালই তো লিখেছেন। ধন্যবাদ।
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
শাকিল ১৭০৫ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা !
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
হানিফ চৌধুরী বলেছেন: নান্দনিকতার মুখোশ পরে আজ আমি নান্দনিক হবো,
খুব সুন্দর কবিতা
সভ্যতার মুখোশ ভেঙ্গে আমি আজ অসভ্য হবো।
মুগ্ধতা জাগানিয়া ,
আজ আমি শুধু ই মুগ্ধ হবো,
প্রেমিক সেজে প্রেম করবো,
শুধু তোকে পাবার আশা থাকলে
আমি আমাকে ই বদলে ফেলবো,
কিন্তু যদি বলিস, ভালো থেকো আমায় ছাড়া?
কেবলমাত্র তখনি আমি স্বৈরাচারী হবো।
এই অংশটুকু অসাধারণ লেগেছে ভাই .....