![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় বছর খানেক হয়ে গেলো এইখানে কিছু লিখা হয় না তাই ফেবুর ওয়াল থেকেই দুটো কবিতা ধার করে এনে দিলাম এখানে ছেড়ে!
১)
এখানে খেলা করে মেঘদল
উপচানো রোদের ফাঁকে,
আলপিনে আটকানো সুখস্মৃতি,
দু'বাহুতে জড়ানো তুমি
আয়নাতে তার প্রতিচ্ছবি
শঙ্খচিলের ডানায় চড়ে,
উড়ে যায় তার রেশ,
এই ভালো এই বেশ,
কুয়াশায় মাখা আবেশ
কুচকানো শার্টের কোনায় তোমার ঘ্রাণ।
২)
বেলা শেষ, ভেজা চোখ
জানালার কাচে জমে থাকা শিশিরে
ঘড়ে ফেরা কোলাহল,
প্রশান্তিতে চোখ বুজে।
নগরীর রাস্তায় হলদেটে ল্যাম্পপোস্ট
তুমিহীনতা সঙ্গী করে দাড়িয়ে,
চোখ পুড়ে বড্ড বেশী পুড়ে।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: নিউ ইয়ার ঠু
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ছোট খাট টাইপো আছে ঠিক করে নিয়েন । ভাল লিখেছেন ।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: অকা! থ্যাঙ্কু!!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
অণুষ বলেছেন: চমৎকার লিখেছেন
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪
শাকিল ১৭০৫ বলেছেন: ধইন্যাআআআ !!!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মামুন ইসলাম বলেছেন: হ্যাপী নিউ ইয়ার