নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সম্মনিত ব্লগারদের মূল্যবান মতামত আশা করছি

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫০




ফ্রিলান্সিং এর ক্ষেত্রে -

১. বর্তমান সময়ে দেশী ফ্রিলান্সারের চাহিদা কেমন? মার্কেটপ্লেসগুলোতে দেশীদের কিভাবে দেখে

২.৩-৬মাসের মধ্যে স্কিল শিখে ইনকাম করার মত স্কিলস কোনগুলো?

৩.ফ্রিলান্সিং এ "Writing & Translation " সেকশন নিয়ে ফিডব্যাক আশা করছি।

৪. বিশ্বব্যাপী হাই ডিমান্ড স্কিলস কি কি?

৫. স্কিলস শেখার বেস্ট উপায়সমূহ?

৬.বাংলাদেশে ফ্রিলান্সিং ক্যারিয়ার হিসেবে ভবিষ্যৎ কেমন?

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বলা সহজ , করা কঠিন এই হচ্ছে অবস্থা।

৩-৬ মাসের মধ্যে কোনটাই স্কিল করতে পারবেনা। কমপক্ষে ১ বছর লাগবে।

সময় ও ধৈর্য পরীক্ষার আরেক নাম ফ্রিল্যান্সিং।

গ্রাফিক ডিজাই ও ওয়েব ডিজাইন সবচেয়ে বেশি ডিমান্ড।

একবার কাজ পেয়ে গেলে সামনে আগানো ব্যাপার নয় কিন্তু কাজ পাওয়াটা সো টাফ।

অনেক ভুয়া সাইট আছে সাবধান থাকতে হয়। যারা কাজ করছে তাদের সাথে সরাসরি কাজ করলে সফলতা পাওয়া যাবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫২

শূন্য সারমর্ম বলেছেন: সো টাফ" একটু ব্যাখ্যা করেন।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

অপু তানভীর বলেছেন: ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যে ধরনের স্কিল সহজ সেই স্কিল গুলোতে মার্কেট পাওয়া বেশ শক্ত । বেশ শক্ত না বলে বলবো প্রায় অসম্ভব বর্তমান সময়ে । এর ভেতরে রইটিং ট্রান্সেলেশন অন্তর্তভুক্ত । মার্কেটে এই সেক্টরের মানুষ প্রচুর । যদি নিজ থেকে এই জব পাওয়ার আশা করেন তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার ।

তবে ক্রিয়েটিভ কাজের মূল্য সব স্থানে আছে । আপনি যদি ক্রিয়েটিব স্কিল শিখতে পারেন এবং আপনার ভেতরে ক্রিয়েটিভি থাকে তাহলে মার্কেট ধরতে পারবেন ।

করোনার আগে বেশ চমৎকার চলছিলো । করোনা কালীন সময়ে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে । এখন অবশ্য আস্তে ধিরে আবার ফিরে আসছে ।

হাই ডিমান্ড ভেতরে ডিজিটাল মার্কেটিং, (এটার ডিমান্ড বেড়েছে অনেক) গ্রাফিক্স, ওয়েব ডেভোলাপমেন্ট, ডাটা সায়েন্স, এস ই ও, ভিডিও এডিটিং ও এনিমেশন ! প্রোগ্রামিং যদি পারেন এটাও বেশ ভাল । তবে চট জলদি প্রোগ্রামিং মাস্টার হওয়া কষ্টকর ! কপিরাইটিং আছে । তবে ক্রিয়েটিভ হতে হবে ।

অনেক কোর্স পাওয়া যায় । স্ব শরীরে কিংবা অনলাইনে । আমার মতে ভিডিও টিউটেরিয়াল দেখে শেয়াটা সব থেকে সহজ !

যে স্কিল শিখতে চান, সেটার ব্যাপারে প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে । আগে সেখান থেকে বেসিক জিনিস গুলো শিখে নিতে পারেন । তবে সেই জ্ঞান যথেষ্ঠ হবে না । কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন কিংবা ভিডিও টিউটেরিয়াল কিনতে পারেন । যদি টাকা খরচ করতে না চান তাহলে টরেন্ট থেকে নামিয়ে নিতে পারেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং - একটু ফিডক্যাক দিন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



কয়েকজন ব্লগার এটাকে পেশা হিসেবে নিয়েছেন, তাঁরা যদি আপনাকে সাহায্য করেন, আপনি ব্যাপারটা অনুধাবন করতে পারবেন; প্রথমে অনলাইনে পড়ে বুঝার চেষ্টা করেন, প্রথমে টাকা দিয়ে কোথায়ও ভর্তি হবেন না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৯

শূন্য সারমর্ম বলেছেন: গড়মিলের মাত্রা বেশি অনলাইন ও অফলাইন দু জায়গায়।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

জ্যাকেল বলেছেন: আমি পার্ট টাইম ফ্রিল্যান্সার। গ্রাফিক্স ডিজাইনে মোটামুটি ভালই চলে। করোনার পরে কাজ আস্তে আস্তে বাড়চে। যদিও আমি মনে করি বর্তমানে ব্লকচেইন প্রোগ্রামিং এর সুযোগ বেশি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

শূন্য সারমর্ম বলেছেন: ফ্রিলান্সিং এ তুলনামূলক সহজ সেকশন কোনটা?

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২২

জ্যাকেল বলেছেন: আমার জানামতে কোন কঠিন/সহজ সেকশান নাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

শূন্য সারমর্ম বলেছেন: দ্রুত স্কিল শিখে ইনকাম করা যায় কোনটায়?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

জ্যাকেল বলেছেন: সময় কম হোলে আপনি ডাটা এন্ট্রি/এক্সেল এর কাজ ধরতে পারেন। এইগুলাতে কম সময় লাগার কথা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৪

আমি নই বলেছেন: ভাই, আসলে আমার যেটা মনে হয়, কোন স্কিল সহজ, দ্রুত ইনকাম করা যায় এগুলো চিন্তা না করে নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি করতে পছন্দ করেন।

একটা উদাহরন দেই, ধরেন আপনার লেখালেখি করতে ভালো লাগে তাহলে আর্টিকেল রাইটিং টাকেই পেশা হিসেবে নিতে পারেন। উপরে যেমন অনেকেই কম্পিটিশনের কথা বলেছেন যেটা শতভাগ সত্যি এখন কথা হল হাই কম্পিটিশন আছে বলেই কি লিখবেন না? আমার মতে প্রথম ৩ মাস আপনি নিজের রাইটিং স্কিল, সামান্য এসইও যেমন কিওয়ার্ড রিসার্চ শেখেন, খুব ভালো কনটেন্ট রিসার্চ স্কিল বিল্ড করেন (এটা মাস্ট) যেন মোটামুটি যে কোনো টপিকেই হাই কোলালিটি আর্টিকেল লিখতে পারেন।

তারপর প্রথমেই কোনো মার্কেটপ্লেসে না গিয়ে পরের ৩-৪ মাসে নিজেই ২-৩ টা ব্লগ সাইট তৈরি করেন (তার ভিতর প্রোডাক্ট রিভিও থাকবে, ইনফর্মেসনাল আর্টিকেল থাকবে), আপনার টার্গেট হবে যেন ২-৩টা সাইটেই বেশ কিছু কিওয়ার্ড র্যাংক করে। তারপর আপনি বিভিন্ন মার্কেটপ্লেস যেমন আইরাইটার এর মত সাইটে আরটিকেল লেখার সার্ভিস স্টার্ট করতে পারেন, আইরাইটার এর মত হাই কোয়ালিটি সাইটে কিছু করতে না পারলে ব্লাকহ্যাটওয়াল্ড টাইপের ফোরামে আর্টিকেল সেল করতে পারবেন, এখানেও সফল না হলে ফাইবার টাইপের সাইট এ ট্রাই করবেন, আর সব সাইটেই আপনি রেফারেন্স হিসেবে আপনার নিজের তৈরি করা সাইট গুলাই দেখাবেন যে আমার লেখা আর্টিকেল দিয়ে এই সাইট গুগলে র্যাংক করেছে। ফাইবারোও অসফল হলে নিজের সাইট গুলোতেই ডেইলি বেজ এ আর্টিকেল পাবলিশ করবেন, যদি দাত কামরে ধরে ৬+ মাস আর্টিকেল পাবলিশ করতে পারে আমি ১০০% সিউর দিচ্ছি আপনার সাইট থেকেই একটা ভালো ইনকাম আসবে।

ফ্রিল্যন্সিং এর মোটামুটি সকল ক্ষেত্রেই এই মডেল কাজ করবে। জাস্ট সামান্ন এদিক-ওদিক করতে হবে। মনে রাখবেন চেনাজানা ফ্রিল্যন্সিং মার্কেটপ্লেস গুলোই একমাত্র উপায় নয় ইনকাম করার। সো যা ভালো বোঝেন সেটার উপর স্কিল ডেভেলোপ শুরু করেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১০

শূন্য সারমর্ম বলেছেন: অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য; আপনি কি ফ্রিলান্সিংকে পেশা হিনেবে নিয়েছেন?

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫১

আমি নই বলেছেন: অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য; আপনি কি ফ্রিলান্সিংকে পেশা হিনেবে নিয়েছেন?
আমাদের দেশে ফ্রিলান্সিং বলতে যেটা বোঝায় সেটা ছেরে দিয়েছি ২০১৫ তে, বর্তমানে একটা USA ভিত্তিক মিডিয়া কোম্পানিতে মাসিক বেতন ভিত্তিতে কাজ করি আর পাশাপাশি সাইট ফ্লিপিং, সিপিএ, ইত্যাদি যখন যা ভাল লাগে তাই করি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন: ভালো থাকুন।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৯

মেহবুবা বলেছেন: এক সময়ে এখানে রাগীব , নাফিস ,ম্যাভেরিক এমন কত জন ছিল; তেমন যারা আছে তারা বলতে পারবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: এখন কেউ নেই?

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: এবিষয়ে আমার ধারনা কম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: আপনি ঢাকায় কোথায় থাকেন?

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৩

নূর আলম হিরণ বলেছেন: অনেককেই তো দেখছি ভালো করছে আবার অনেকেই দেখি হতাশ হয়ে ছেড়ে দেয়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন এসব বিষয় সবিস্তারে। সেগুলো দেখুন।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ।

১২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:



জলবায়ু পরিবর্তনের উপর লিখুন।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন: চেষ্টা করবো; ব্লগিং কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.