নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় কিছুক্ষণ..

০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯







উক্ত রাস্তায় মিনিটে ১৫/১৬ রিকশা আসা যাওয়া করে;হয়তো বেল চাপতে চাপতে প্রতিটি রিকশাচালকের আঙুল অসাড় হয়ে যেতে পারে।
দুইটি রিকশা চলাচলে ব্রেক কষতে হয় বারংবার, লেগে যাবার ভয় থাকে; তার মধ্যে রিকশা সাইডে রেখে তাবিজ বিক্রয় করছে ৭০ বছরের বয়স্ক একজন মুরুব্বি; চলেছে রেকর্ডার ক্রমাগত বলে যাচ্ছে ৭/৮ পদের সমস্যা থেকে মুক্তির উপায়। তাবিজ কিনতে গিয়ে ভীড় লেগে গেলো, কেউ গলায় তাবিজ পড়ছে,কেউ হাতে, কেউ নিয়ে যাচ্ছে ব্যাগে বাসায় গিয়ে পড়বে; আশপাশ থেকে অনেকের মেজাজ খারাপ হয়ে গিয়ে রিকশা সরিয়ে নিতে বলছে।মুরব্বি ভ্রুক্ষেপ নেই তেমন।


চা স্টলে কেউ চা খেতে আসলে কুশল বিনিময় করার সময় মিনিটে ৫/১০ বার আল্লাহ উচ্চারণ করে; একজন ফোনে কথা বলতে বলতে অপর প্রান্তে বললো, আমাকে ডাক্তারি শিখাবে না, এন্টিবায়োটিক খেতে বলো, কথা বলার প্যার্টান দেখে মনে হলো এন্টিবায়োটিকে পিএইচডি সম্পন্ন।


আপনি সৌভাগ্যবান হলে দেখবেন, ১০০ মিটার পর পর জটলা,তর্কাতর্কি ; গতকাল দেখলাম কিশোর বয়সী একজন নাকি এক বিবাহিত মহিলাকে ফোনে ডিস্টার্ব করে, সেজন্য মহিলার ছোট ভাই ও বন্ধু সহ ছেলেকে এলোপাথাড়ি চড় থাপ্পর মারছে ফুটপাতে।২-৩ মিনিটের মাথায় ভীড়, সবাই ৪০-৭০ বছরের; একজন এসেই কিছু না বুঝেই শুরুতে বললো " সমাজটা নস্ট হয়ে গেছে"। সবাই মিলে ঝামেলা মীমাংসা করে চলে যাবার সময় একজন আমাকে যেতে যেতে বলে,ভাই বলেন, এই পিচ্চির কোনো দরকার আছে মহিলাকে ডিস্টার্ব করার। শুনে ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলাম,ছেলেটা রাস্তা পার হবার সময় মাস্ক ছিড়ে আকাশে ছুড়ে মারলো; ভাবলাম, কিশোর গ্যাং এর সদস্য হলে হয়তো ঝামেলা এখানেই মীমাংসা হয়নি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ঢাকার রাস্তায় কিছুক্ষণ.. ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর - এখন বেলা ১৬:৫২

কিশোর গ্যাং না হলেও কিশোর গ্যাং হবার সম্ভবনা আছে। এখন খুব সম্ভব ক্রান্তিকাল চলছে - সবাই কোনো না কোনো গ্যাং গ্রুপে চলছেন। মাতাপিতার পরিচয় নেই! গ্যাং বা গ্রুপের পরিচয়ে তারা বাঁচে মরে খায় ঘুমায়।

লেখা ভালো হয়েছে। +++

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

শূন্য সারমর্ম বলেছেন:
কম্প্লিমেন্টের জন্য ধন্যবাদ।

কিশোর গ্যাংগুলো অঘোষিতভাবে হিংস্রতার প্রতিযোগীতায় নামে ; মনে হয় চেঙ্গিস খানের ছানাপোনা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকার মানুষ একজন অন্যজনকে সন্দেহ করে, কোনভাবেই বিশ্বাস করে না, ভয় করে কিংবা তুচ্ছ জ্ঞান করে, বিষাক্ত পরিবেশ।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক ; ওরা এভাবে কতদিন বাচঁবে?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


ওদেরকে এভাবে বাস করতে আমি দেখছি ৬০ বছর; তার আগেও এর কাছাকাছি ছিলো।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

শূন্য সারমর্ম বলেছেন:
বেঁচে থাকুক এভাবেই শতবছর।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: ঢাকা এক বিষাক্ত শহর।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন: বিষাক্ত শহর অভিশপ্ত না হলেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.