নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

কয়েক বছর বয়ে নিয়ে যাওয়া হাটুর ইনজুরী।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৪



২০১৮ সালের শেষের দিকে হঠাৎ আঘাতের ফলে হাটুতে জোরে পপ "শব্দ হয়, ঘন্টাখানেক পর মাঠ থেকে উঠে বাসায় আসি। হাটা যায়নি,ফোলা ছিল মিডিয়াম লেভেল, ঔষধ খাইনি তবুও; সপ্তাহ খানেক পর হালকা হাটা যেত, হাটতে শুরু করলাম। তারপর ফুটবলের নেশার কারণে আবার নেমে দৌড় দিয়ে ১ ঘন্টা মাঠে বসা,; তখন মাথায় ঢুকলো সিিরিয়াস কিছু হয়তো হয়েছে। ঠিক করলাম ইন্টারনেট ঘেটে কিছু জানা যায় কিনা। কয়েকদিন পর এক্সারসাইজ ফলো করা শুরু করলাম, উন্নতিও চোখে পড়লো।

৬-৭ মাস পর মাঠে নামলাম ফুল কনফিডেন্স নিয়ে, তবে ২ মিনিট পর হালকা টুইস্ট করলো; প্রচন্ড ব্যাথা। তবুও হোম থেরাপি+এক্সারসাইজ করে ২ মাস পর ঠিক হলো। আমার মূল সমস্যা ছিলো ফুটবলে,ফুটবল দেখলেই খেলতে ইচ্ছে করে ; নিকোটিন টাইপ নেশা; ফলাফল একই পায়ের একই জায়গায় ৬-৭ মাস গ্যাপ দিয়ে ইনজুরী, ৪-৫ বার। আমার হাটুর সিম্পটমস দেখে মনে হয় লিগামেন্ট+ মেনিস্কাস গ্রেড-২/৩ লেভেলে ড্যামেজ হয়েছে।

ফুটবল বাদেও একদিন বাস থেকে নামতে গিয়ে হাটু লক হয়ে গিয়েছিলো, টয়লেটে গিয়ে লক হয়ে যেতো,ঘুমের মধ্যে লক হয়ে যেত।এ বছরের ফেব্রুয়ারিতে বাসায় হঠাৎ করে লক হওয়ার পর ঢাকায় নিটোরে (পঙ্গু) দেখিয়ে আনি।প্রথমবার ঔষধ খেয়েছি কাজ হয়নি, ৪৫ দিন পর মনে হচ্ছিলো রিকোভারী হবে। কিন্তু আজ বিকালে পা টুইস্ট করার পর মনে হলো "সেই ২০১৮ সালের ব্যাথায় ফিরে গিয়েছি।

আমার পরিচিত কয়েকজন ট্রিটমেন্ট করেছে দেশে, উন্নতি তেমন হয়নি; লিগামেন্ট, মেনিস্কাস,নী-ক্যাপ ডিস্লোকেশন এমন সমস্যা সার্জারী করেছে, ব্যাথা করে, নামাযে সমস্যা হয়। তবে, ইন্ডিয়া থেকে ঘুরে আসা একজনের হাটু ঠিক আছে। ঠিক করেছি, কয়েকদিনের মধ্যে চট্রগ্রাম মেডিক্যাল গিয়ে দেখিয়ে MRI করবো, দেখি কি হয়। নরমাল লাইফে ব্যাক করতে হবে যত আর্লি পারা যায়।


ব্লগারদের হাটুর ইনজুরী নিয়ে অভিজ্ঞতা,ট্রিটমেন্ট ও দেশ -বিদেশের চিকিৎসা নিয়ে ধারণা,মতামত থাকলে জানাতে পারেন।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

সাজিদ! বলেছেন: কোন ক্রুশিয়েট লিগামেন্টে সমস্যা হয়েছে? নাকি কো ল্যাটারাল লিগামেন্টে? আইডিয়া কম নিটোরে কেমন সার্জারি হয় আর পেশেন্ট ফলো আর থেরাপি রিহ্যাব প্রসেস কেমন করে ওরা। খারাপ হওয়ার কথা না। তবুও
মনে যদি সন্দেহ থাকে তাহলে ভারতে অর্থো সুপার স্পেশালিষ্ট দেখালে ভালো৷শুভকামনা ভাই। দেরী করা উচিত নয়।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:

সিম্পটমসে মনে হয় কো-ল্যাটারাল ( মিডিয়াল সাইড)।

নিটোরে অভারঅল প্রসেস হয়তো ভালোই হবে সরকারী হিসেবে ; আমি ইমার্জেন্সিতে দেখিয়েছিলাম, তারপর ২১ দিন পর দেখিয়েছি ; আশেপাশের মানুষের ভাষ্যমতে যা বুঝলাম নিটোরের বিকল্প নেই।

২| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ২:২১

অপু তানভীর বলেছেন: হাটুর ইঞ্জুরি ভয়ংকর এক জিনিস । আমার বাবার হাটুর ঠিক নিচে ব্যাথা লেগেছিলো । প্রায় ১০ বছর পরে সেখানে অপারেশন করে টিউমার সরাতে হয়েছিলো । ভাল করে চিকিৎসা করান !

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০১

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যাথা থেকে টিউমার হয়েছিলো?

৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:



আমি তো গত বছর অবধি ফুটবল খেলেছি, হাঁটু-ব্যথা আজীবনের সাথী; কিন্তু লক মক হয়নি কখনো, লিকুইড জমতো; আমি খুবই বড় টাওয়ালকে গরম (বেশ গরম ) পানিতে ভিজায়ে দিন ২/৩ বার, ২০/২৫ মিনিট করে সেক দিতাম; ১০/১৫ দিনের মাঝে ভালো; কখনো ঔষধ খাইনি।

সার্জারি আপনাকে পংগু বানায়ে দেবে। কোনভাবেই করাবন না; লিগামেন্টা রিপেয়ার করার দরকার আছে কিনা জেনে নিতে পারে। লক হাওয়া মানে কি?

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


নিটোরে গিয়ে প্রথম আমার ঔষধ খেততে হয়েছে, গত ৪ বছর যাবৎ খাইনি ; আমি বাসায় শুধু আইস থেরাপি দিতাম। লক হওয়া মানে হাটু একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে আটকে থাকা, মুভ না করতে পারা( ভাজ,সোজা); লকেরও ভ্যারিয়েশন আছে আমারটা সম্ভবত প্রচন্ড ব্যাথার জন্য নড়ানো যেত না।

"" সার্জারী পঙ্গু বানিয়ে দিবে "এটার একটু ব্যাখ্যা চাই।

৪| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!
আমার ব্যাক পেইন আছে। ব্যথার বিষয়টা ভালো ভাবেই বুঝতে পারছি। আপনার জন্য শুভকামনা রইলো।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২২

শূন্য সারমর্ম বলেছেন:

মাঝেমধ্যে বাচ্চাদের মত কান্না করা লাগে।

৫| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৩

অপু তানভীর বলেছেন: যখন সে হাটুর ব্যাথা পায় তখন সেখানে রক্ত জমে । সেটাই ধীরে ধীরে টিউমারে পরিনত হয়েছে । ডাক্তারি ভাষ্য এমনই ছিল ।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

অপারেশনের আগ মূহুর্তে হাটুর অবস্থা কেমন ছিলো?

৬| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩০

সোনাগাজী বলেছেন:


আমার জানামতে, আমার সমবয়স্ক অনেকেই সারজারী করেছেন; ইহাকে তারা বলে "নি-রিপ্লেইসমেন্ট"; এখন এরা কেহই একসাথে ২০০ গজ হাঁটতে পারে না, লাঠি মাঠি নিয়ে হাঁটে।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

কখন সার্জারী করিয়েছিলো? ৩৫ বছরের আগে নাকি পরে?

৭| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার যদি খুব বেশি সমস্যা না হয় অথবা বর্তমান সমস্যাটি মেনে নিতে পারেন তবে সার্জারিতে না যাওয়াই উত্তম। এসব সার্জারিতে অনেক সময়ে আরো জটিলতার উদ্ভব হয়।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

আমার সমস্যাটায় মনে সময় লাগবে রিকোভারী করতে।

৮| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: গত ১০ বছর যাবত আমার স্ত্রী হাঁটুর সমস্যায় জর্জরিত। দেশ বিদেশে একাধিক ডাক্তারের চিকিতসা নিয়ের স্থায়ী ভালো হয়নি।
ঔষধের সাথে ফিজিওথেরাপী নিইলেই কিছুটা ভাল থাকে।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

সমস্যা হাটুর কিসে ছিলো? সার্জারী করিয়েছিলো?

৯| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১

জুল ভার্ন বলেছেন: কোনো প্রকার ট্রমা জনিত পেইন নয়। সামান্য হাঁড় বৃদ্ধি হয়েছিল- যা সার্জারী করা হয়েছিলো। কিন্তু ব্যাথা থেকে মুক্তি পায়নি। তার দুই বছর পর লেজার সার্জারী করা হয়-তাতেও উপশম হয়নি। টানা ছয়মাস(মাসে তিন দিন) ফিজিও থেরাপী নিয়ে কিছুটা পেইন মুক্ত হয়েছিলো। তারপর আবারও পেইন। ইদানীং আবার লেজার থেরাপী নিচ্ছে। যেকোনো থেরাপী নেওয়ার পর মাস খানেক ভালো থাকে তারপর আবারও একই অবস্থা। এক পায়ের হাটু সব সময়ই ফোলা থাকে। ওয়েট স্বাভাবিক।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

হাটু ব্যাপারটাই কমপ্লেক্স ম্যাটার।

১০| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: আমার এরকম কোনো সমস্যা নেই। আমি বেশ আছি।
আচ্ছা, হাঁট লক হয়ে যাওয়া মানে কি?

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

শূন্য সারমর্ম বলেছেন:

লক মানে একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে আটকে থাকা, মুভ করতে না পারা ( ভাজ, সোজা)।

ঢাকায় মানুষ ভালো থাকে?

১১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লক মানে একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে আটকে থাকা, মুভ করতে না পারা ( ভাজ, সোজা)।
ঢাকায় মানুষ ভালো থাকে?

তাহলে তো বিরাট সমস্যা।

ঢাকার মানুষ ভালো নেই। তবে যাদের সীমাহীন টাকা আছে। তাঁরা ভালো আছে।

১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:১১

শূন্য সারমর্ম বলেছেন:

সীমাহীন টাকা দিয়ে ঢাকা কিনতে পারা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.