নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সরকারী চাকুরীর বাজারদর জানাবেন,ক্রয়ক্ষমতা যাচাই করবো।

১৭ ই জুন, ২০২২ রাত ১২:২৮







সমাজের অরাজকতা একজন মানুষকে অনেকভাবে প্রভাবিত করে, নতুন গ্রেজুৃয়েটরা মাথায় সরকারী চাকুরীর নেশা নিয়ে ঘুরে,এখানে সেখানে ইন্টারভিউ দেয় অথচ জানে না কি পদে কি দায়িত্ব পালন করবে। পরিবারে প্রেসার দেয় লাখ টাকা গণণা করে বস্তায় রাখতে। ৫০০ পদের জন্য আবেদন জমা পড়ে আড়াই লাখ।অসম প্রতিযোগিতায় প্রার্থী নিজেকে আবিষ্কার করে, চাকুরীটা হয়ে গেলে কোন খাত থেকে, কতহাত ঘুরে মাসে লাখখানেক টাকার গন্ধ পাওয়া যাবে, অফিসের ফাইল লাল ফিতায় কতক্ষণ আটকে রেখে কত আদায় করা যাবে।

ঢাকায় প্রতি সপ্তাহে নিয়োগ পরীক্ষা থাকে, লেগে থাকলে নাকি চাকুরী হয় এই আশায়,ফাইল হাতে নিষ্পাপ মুখ হেটে বেড়ায় শহরের একোণ থেকে অন্যকোণ। এত চাহিদার বিপরীতে প্রতারক চক্র পয়দা হয় মুরগীর খোজে,চক্রগুলো সচিবালয়ের অর্ধেক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচয় দেয়, গণভবনে শেখ হাসিনার আশেপাশে থাকে হিসেবে দিয়ে লাখ টাকা হাতিয়ে নেয়।এই প্যার্টানে ৩০ ভাগ বিশ্বস্ত হাত খুজে টাকার দেয়ার জন্য, হাত নেই,সবজায়গায় প্রতারণার উটকো গন্ধ।

লসাগু-গসাগু, রবি ঠাকুরের শিলাইদহের কুটিবাড়ির ইটের সংখ্যা, উলানবাটোরে চেঙ্গিসের মূর্তি মুখস্ত করা প্রজন্ম জীবনের সফলতার নতুন ডেফিনিশন বের করেছে সরকারী চাকুরীর মধুর চাকে। অন্ধকারে হাতড়ে ফিরে ব্যুরোক্রেট হবার স্বপ্ন,বিভিন্ন মন্ত্রনালয়ে এক্সেল চালানোর কাজ,ড্রাইভ করার কাজ,চা এনে দেয়ার কাজ।

দেশের ব্যুারোক্রেসী দিয়ে জনগণ দুই পয়সার উপকার পেয়েছে? মানুষ হয়ে চাকুরীতে ঢুকে জোক হয়ে যায়, উপমহাদেশে এরা অন্য জীব ; এদের মানুষ চিনে না, বিচার হয় না। []

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:


আজকে যারা চাকুরী খুঁজছে, তাদের অথর্ব বড়ভাইগুলো যে, চাকুরী সৃষ্টি করতে জানে না, তাহা তাদেরকে কে বুঝিয়ে বলবে!

১৭ ই জুন, ২০২২ রাত ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


চাকুরী সৃষ্টি কারও কাছে বৃক্ষরোপণের মত সহজ, কারও কাছে এভারেস্টে উঠার মত কঠিন।

২| ১৭ ই জুন, ২০২২ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে সোনার হরিণ!!!

১৭ ই জুন, ২০২২ রাত ১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


আছে আপনার কাছে, থাকলে শেয়ার করেন।

৩| ১৭ ই জুন, ২০২২ রাত ৩:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাকুরী একটা পাগলা ঘোড়া,
একে বাগে আনতে অনেক
তেল খড় পোড়াতে হয়;
যাদের এসবের যোগান আছে
তাদের কাছে পরাভূত হয়
পাগলা ঘোড়া!

১৭ ই জুন, ২০২২ সকাল ৯:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

কত বিশেষন " সোনার হরিণ,পাগলা ঘোড়া,মধুর চাক।

৪| ১৭ ই জুন, ২০২২ ভোর ৪:১৮

সোহানী বলেছেন: আমি লিখালিখি শুরু করেছিলাম দু'টো বিষয় নিয়ে। এর মাঝে একটি হলো দেশের বেকার সমস্যা। আমার প্রচুর লিখা আছে এ নিয়ে।

আমার খুব খুব কষ্ট হয় কেন একটি মানুষও এতো বড় সমস্যা নিয়ে চিন্তা করে না। কোন চাকরী তৈরী করে না। কি কষ্টে একটি শিক্ষিত বেকার জীবন কাটায় তা কেউই উপলব্ধি করে না। অথচ কি অপার সম্ভাবনার দেশ আমাদের।

১৭ ই জুন, ২০২২ সকাল ৯:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার লেখাগুলো পড়া দরকার।

৫| ১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশে চাকুরী সৃষ্টি করার মতো অবস্থা বর্তমানে নেই। লক্ষ লক্ষ মানুষ করোনার পর থেকে চাকুরী হীন।

১৭ ই জুন, ২০২২ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

ইহার সমাধান কখনো হবে না।

৬| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩

জুল ভার্ন বলেছেন: আমরা আমলাতন্ত্র পেয়েছি বেনিয়া বৃটিশ শাসকদের থেকে। তবে বৃটিশ আমলারা দেশের জনগণের জন্য নিবেদিত। কিন্তু আমাদের দেশের আমলারা(যৎসামান্য ব্যতিক্রম বাদে) জনগণ বিচ্ছিন্ন, জনস্বার্থ বিরোধী এবং ক্ষমতাসীনদের পদলেহী দুপেয়ে সারমেয় ছাড়া আর কিছুই নয়।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

আমলাতন্ত্রের জয় হোক।

৭| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: দেশে চাকরির বড় অভাব।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


জি, আপনার কাছে চাকুরী এভ্যেইলেবল থাকলে আমাকে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.